![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন খারাপের একেকটা দিন। নিকষ কালো মেঘলা লাগে। কেউ বোঝেনা এই আমাকে, আমারও যে একলা লাগে......।।
মাগো কি দোষ ছিলো আমার_______
তোমার কোলে জন্ম নিয়ে,
কতটা সুখী হতে চেয়েছো
মাগো_______
আমাকে ডাস্টবিনে ফেলে গিয়ে।
তোমার কলংক মুছতে গিয়ে_______
আমায় ফেলে দিয়েছো নর্দমায়,
আজ যে আমার থাকার কথা_______
তোমার কোলে পরম মমতায়।
কত নারী কাঁদে মাগো_______
মাতৃত্বের অভাবে,
তুমি যে আমায় করলে বোলি_______
তোমার অপরাধ লুকাতে।
কেমন করে পারলে মাগো_______
এতটা নিষ্ঠুর হতে,
কি ভুলের শাস্তি পেলাম_______
তোমার কোলেতে এসে???
কার পাপে আমায় জন্ম দিলে________
করলে আমায় বোলি,
আমার রক্তেই খেলবে নাকি_______
নতুন করে হোলি???
হে আল্লাহ্ আপনি এমন নারী পুরুষ দের
হেদাযেত দান করুন
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪
একাকি শূন্যতা বলেছেন: এদের মা না-বলে বাজারের মেয়ে বলতে হবে , সাথে এক পা কেটে দিতে হবে তাহলে বোঝবে ওরা
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০
তার আর পর নেই… বলেছেন: খালি মা মা করতেছে, বাবা বাবা করতেছে না?
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
অতঃপর শুভ্র বলেছেন: এজন্যই এগুলা পশু
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
কল্লোল পথিক বলেছেন: এরা মা নয় রাক্ষসী।মাতৃরুপী জানোয়ার।