নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, কিছু নই।নৈশঃব্দের গান, বাতাসের কান্না।ঝরে যাওয়া ফুল। একমুঠো ধুলো।শেষ বিকেলের আলো...

অতঃপর শুভ্র

মন খারাপের একেকটা দিন। নিকষ কালো মেঘলা লাগে। কেউ বোঝেনা এই আমাকে, আমারও যে একলা লাগে......।।

অতঃপর শুভ্র › বিস্তারিত পোস্টঃ

পশু কখনো মানুষ হতে পারেনা তবে মানুষ কখনো কখনো পশু হয়ে যায়

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১০



মাগো কি দোষ ছিলো আমার_______
তোমার কোলে জন্ম নিয়ে,
কতটা সুখী হতে চেয়েছো
মাগো_______
আমাকে ডাস্টবিনে ফেলে গিয়ে।
তোমার কলংক মুছতে গিয়ে_______
আমায় ফেলে দিয়েছো নর্দমায়,
আজ যে আমার থাকার কথা_______
তোমার কোলে পরম মমতায়।
কত নারী কাঁদে মাগো_______
মাতৃত্বের অভাবে,
তুমি যে আমায় করলে বোলি_______
তোমার অপরাধ লুকাতে।
কেমন করে পারলে মাগো_______
এতটা নিষ্ঠুর হতে,
কি ভুলের শাস্তি পেলাম_______
তোমার কোলেতে এসে???
কার পাপে আমায় জন্ম দিলে________
করলে আমায় বোলি,
আমার রক্তেই খেলবে নাকি_______
নতুন করে হোলি???
হে আল্লাহ্ আপনি এমন নারী পুরুষ দের
হেদাযেত দান করুন

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

কল্লোল পথিক বলেছেন: এরা মা নয় রাক্ষসী।মাতৃরুপী জানোয়ার।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪

একাকি শূন্যতা বলেছেন: এদের মা না-বলে বাজারের মেয়ে বলতে হবে , সাথে এক পা কেটে দিতে হবে তাহলে বোঝবে ওরা

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০

তার আর পর নেই… বলেছেন: খালি মা মা করতেছে, বাবা বাবা করতেছে না?

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

অতঃপর শুভ্র বলেছেন: এজন্যই এগুলা পশু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.