নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, কিছু নই।নৈশঃব্দের গান, বাতাসের কান্না।ঝরে যাওয়া ফুল। একমুঠো ধুলো।শেষ বিকেলের আলো...

অতঃপর শুভ্র

মন খারাপের একেকটা দিন। নিকষ কালো মেঘলা লাগে। কেউ বোঝেনা এই আমাকে, আমারও যে একলা লাগে......।।

অতঃপর শুভ্র › বিস্তারিত পোস্টঃ

নষ্ট কবিতা

০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭


আমি প্রেমে পড়ি না কোন রূপসীর শোভার

এতো শোভার আমার প্রয়োজন নাই

অতোটা ভালোবাসারও প্রয়োজন ছিলো না কখনো

একটা শরীর আর একটা মাংস মাধবীই আমার পছন্দ ।



আমি প্রেমে পড়ি না কেশবতী কোন নারীর কাজল কালো চোখের

প্রেমে পড়ি নগ্ন বাহুর , নীলিমার উন্নত বক্ষের

রক্তের প্রয়োজন ফুরিয়ে গেছে , ধ্বংস দেখে আমি ক্লান্ত

সময় যাচ্ছে ফুরিয়ে ,এবার প্রয়োজন বীর্যের ।



প্রয়োজন নেই প্রেমিকার,কি হবে গিয়ে দামী রেস্তোরাতে

কফির সাথে মিশিয়ে খাওয়া লাল রং আর চুমুতে ?

মন আমার পড়ে আছে ক্ষুদা ও খরার এই অবেলায়

অনাহারে ভোগা মানুষের ব্যথাতে ।



নষ্ট আমি পথ ভ্রষ্ট আমি

ফিরিয়ে দিয়েছি নিষ্পাপ রূপসীর একুশটি লাল গোলাপ

মনে পড়ে এক বেশ্যার প্রেমে পাগল ছিলাম তখন

কত রাত কাটিয়ে দিয়েছি এমনি

করে হাজারটা পাপ।



নীলিমারা আজ ফিরে যাও ঘরে

মন এখন বিদ্রোহের মাঠে

বিশ্বাস রাখি

রাতের আধারে কলঙ্কিত হয়ে যাওয়া মেয়ের

ভোরের আলোয় মুখের হাসি ফিরে পাবার

বিপ্লবী অসম্ভবে ।।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

কল্লোল পথিক বলেছেন:












চমৎকার কবিতা।

২| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

এম.এ.জি তালুকদার বলেছেন: আমি প্রেমে পড়ি না কেশবতী কোন নারীর কাজল কালো চোখের--------কথার সাথে কবিতায় ব্যবহৃত ছবির কোন মিল আছে????

০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:২৯

অতঃপর শুভ্র বলেছেন: পিকচার খামখেয়ালি

৩| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন:


আপনি তো দারুণ লেখেন! +

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:১২

অতঃপর শুভ্র বলেছেন: আপনার ত তুলনাই নাই বস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.