নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Bondhu Mohol

আমি_পথিক

Ami ekjon muslim etai amar boro porichoy

আমি_পথিক › বিস্তারিত পোস্টঃ

এ কেমন আধুনিকতা?

১৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৭

দিনটা ছিল ১৬ ডিসেম্বর সন্ধা বেলা বন্ধুদের অনুরোধে ঘুরতে বের হলাম, উদ্দেশ্যহীনভাবে গাড়ী চলছে, কোথায় যাব তাও কেউ জানে না, আমি ভাবলাম গানের অনুষ্ঠান এসব কোথাও নিয়ে যাবে হয়তো, হঠাৎ গানের আওয়াজ শুনে আমিই গাড়ী থামালাম, সবাই নেমে বুঝতে পারলাম আসলে এখানে মেলা বসেছে গান নয়,
ঘুরলাম সমস্ত মেলা, আসলে এরকম মেলার experience টা নতুন, ভালই লাগছিল ঘুরতে,
তো যখন ক্লান্ত হয়ে একটা কফি শপে গেলাম, যাহ বাব্া সেখানে গিয়ে তো আক্কেল গুড়ুম সবাই male female জোড়া বেধ বসা আমরা কোথায় বসবো, কষ্ট করে বসলাম অড্রার করলাম, ঠিক তখনি দুই আপু পাশের চেয়ারে বসলো, ঠিক ৫ মিনিট পর এক ভাইয়া খুব হেসে হেসে সুন্দরী আপুটাকে propose করে ফেললো, তো যাইহোক আপুকটা প্রত্যাখ্ান করল সরাসরি, তো ছেলেটা চলে গেল কিছু সময় পর তার বন্ধুদের নিয়ে আসলো এবং এক এক জন কাছে এসে বিভিন্যরকম কথাবার্তা বলতে থাকলো আর হাসাহাসি করতে থাকলো, কফি খেয়ে খুব তাড়াতাড়ি আপুরা চলে গেল, এবং ঐ ছেলে গুলো তাদের পিছু নিল, আমি তো হা হয়ে শুনলাম ব্যাপার স্যাপার, আমার বন্ধুরা মন্তব্য করলো স্বজোরে যে, এটা আধুনিকতার জলন্ত প্রমান,
তো আমি খুব হয়েছিলাম ছেলেটার প্রপোজ শুনে,
কিন্তু বরই বেজার হলাম যে, মেয়েটা না করল আর ছেলেটার কান্ড দেখে, এটাই কি আধুনিকতা? উড়ে এসে জুড়ে বসে প্রপোজ করে প্রেম হয় না, এটা তো আর সিনেমা নয়,
ইয়াং জেনারশন আধুনিকতায় ভেসে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.