নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথা কিন্তু নষ্ট না, মাথায় হিট করলেই নষ্ট হয়।

মাথা নষ্ট সিপাহি

মাথা নষ্ট সিপাহি › বিস্তারিত পোস্টঃ

বর্তমান দেশের সমসাময়িক বিষয় ও আমার কিছু প্রশ্ন । । । । ।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

শুরু করার আগে বলে রাখা ভাল আমাকে ছাগু আর হাগু যাই বলেন তার আগে নিজের পরিচয় নিশ্ছিত হয়ে নিন পাকিস্তানি বীজ আপনার রক্তের ভিতর বইছে কিনা ?

কথাটা কেন বললাম সেটা বলছি, তার আগে একটা গল্প বলি, - আমার এক বিয়াই বোনের দেবর খুব ভদ্র ও নম্র এবং নামাজি এলাকার ভদ্র ছেলে হিসাবে তার বিকল্প নাই, আবার দাড়িও রাখছে ,সুনদর চাপ দারি বেশ বড়ই হয়েছে দারি গুলো , আবার এটাও রেখেছে বছর পাচেক হল, এলাকার কারো সাথে কোন দিন দু কথা লাগে নাই , বিশেষ করে মুরুব্বি দের কাছে সে খুবই প্রিয় এই বয়সে দাড়ি এবং নামাজ পড়ার জন্য । যা হোক ঘটনা টা বলি একদিন বেরাতে গিয়ে দেখি আমার ঐ বিয়াই দারি কামিয়ে ফেলেছে, কথা তুলতে সে প্রশংগ ঘুরিয়ে ফেলল , পরে মুরব্বি দের সামনে আর বিষয়টা তুলা হয় নাই, আপার কাছ থেকে জানতে পারলাম গত কালই এটা করেছে এবং বাড়ির সবার বকুনীর উপর আছে। বাইরে গেছে একবার তাও তোয়ালে দিয়ে মুখ ঢেকে। সকালে কি মনে করে লোকটা আমার সাথে বের হল, তবে মুখ আর ঢাকা টাকা নেই, পথে এক মুরিব্বি এর সাথে দেখা , দেখেই তাকে সালামদিল আমার বিয়াই অবশ্য বয়সে বড় বলে ভাইয়া ডাকতাম। সালাম দিয়েই ভাইয়া বলল চাচা ঐ মসজিদের এক হুজুর ছিল না, কাসেম মাওলানা(কালপনিক নাম) তিনি তার দাড়ি চেছে ফেলেছেন, কথা শুনে চাচা তো যেন আকাশ থেকে পরলো, বলে কি বল আমি তো কালও তার সাথে কথা বললাম সবই তো ঠিক আছে, ভাইয়া বলল না তিনি রাতেই কাজটা করেছে গিয়ে দেখেন,

তখন চাচা লোকটা কি যেন বির বির করতে করতে চলে গেল। আমি তখন ভাইয়ার কাছে বললাম আপনি যুবক মানুষ কাজটা অনেকে মেনে নেবে, তবে ঐ হুজুর এ কাজ কেন করলো ? তখন ভাইয়া উত্তর দিল, না হুজুর এটা করে নাই, আমি শুধু মাত্র আমার দারি কামানোর জন্য যে যন্ত্রনা চাচার কাছ থেকে পেতাম সেটা থেকে বাচার জন্যই এই মিথ্যা কথা টা বললাম, এতে করে এই লোক আমি যে দাড়ি কামিয়ে ফেলেছি সেটা বুঝতেও পারে নাই।



যা বলতে চাচ্চিলাম , এখন কিছু পাকিস্তানি জারজ আছে যারা একটা কথা বললে কিছু বুঝুক আর না বুঝুক হট করে উঠে রাজাকার , ছাগু ইত্যাদী উপাধি দয়ে বসে কখনও ভেবেও দেখে না আসলে আমি কি বলতে চাই, ঠিক যে কারনে বংগবীর কাদের সিদ্দিকী রাজাকার। আসলে যারা কথায় কথায় বলে তুই রাজাকার তারাই আসল পাকিষতানী বীজ, আমার ঐ ভাইয়ার মত নিজেকে আড়াল করতেই অন্যের উপর ঝাপিয়ে পরে নিজেকে রক্ষা করে, কথায় আছে না আক্রমনই আত্ব রক্ষার উত্তম পথ।

তাই বলছি এমন লোক দুরে থাকবেন।



এখন আসি মুল কথায় , কাদের মুল্যার ফাসি না দিয়ে আদালত দিল যাবজ্জীবন কারা দন্ড, বুঝলাম সে খুনি বা ধর্ষক, কিনতু সেটা তো আদালতে প্রমান হতে হবে ? আমি যত টুকু জানি অপরাধি যদি নির্দোষ প্রমানিত হয় তাহলে বিচারকের কিছু করার থাকে না, আর এক্ষেত্রএ হ্য়ত তাই হয়েছে, যদিও এই বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপি ও জামাত আপত্তি করে আসছে। কিন্তু দেখা গেল কিছু লোক ফাসী চাই ফাসি চাই বলে চেচামেচি শুরু করলো, করতেই পারে তারা হয়তো ফাসি হলে খুশি হত, কিনতু কেন ফাসী হল না, সে দায়ভার তো সরকারেরই কারন তারাই তদন্ত করিয়েছে, তারাই বিচারক নিয়োগ দিয়েছে, তারাই প্রসিকিউটার নিয়াগ দিয়েছে, পড়থম দিকে এই আনদোলন কে আমি সমর্থনও দিয়ে ছিলাম, কিনতু পরে দেখা গেল তারা সরকারের শুরে কথা বলছে, যেন এসবের জন্য বিএনপি দায়ী, এটা কি করে সম্ভব ? চাচার কবর কোথায় আর চাচি কাদে কোথায় ? আমি মানছি বিএনপি জামাত জোটগত দল, আর সেটা রাজনিতির মাঠে। তার মানে এই না যে তারা কাদের মোল্যার ফাসি দেয় নাই। শাহাবগে আন্দলোন কে জন গনের প্রানের দাবি বলে সরকার চালিয়ে দিল, প্রধান মন্ত্রী সংসদে দাড়িয়ে বললেন বিচারক রা যেন জন গনের আবেগ এবং চাওয়া কে খেয়াল রাখে, এটার মানে আমার ক্ষুদ্র মাথায় আসে না।

মিডিয়া গুলো যেন আর কোন খবর পায় না , টিভি খুল্লেই শাহা বাগ শাহাবাগ আর শাহা বাগ, ডোলতে ডোলতে একেবারে তিতা বানিয়ে ফেলেছে।

এখন আসি এটা জন গনের জাগরন নাকি দলের দলীয় জাগরন, আমার শিক্ষকরা যখন মিছিল করে , শহিদ মিনারে অবষ্তান নেয় তখন তাদের উপর প্রয়োগ করা হয় কুত্তা নিধনের ওযুধ, কেন তার কি পুলিশ বা জন গনের শান্তি বিন্ষট করেছিল, তারা কি পুলিশের উপর হামলা করতে পারে ? বিবেক বান মানুষের কাছে আমার প্রশ্ন ।



শাহাবাগ থেকে ঘোষনা করা হয় জাতীয় পতাকা উত্তলোনের সময় ও নিয়ম,

আমার শিক্ষা যদি ভুল না থাকে তবে আমি জানি জাতীয় পতাকা উত্তলনের বিধিনিষেধ সরকার এর তরফ থেকে আসে, এবং এটা সরকারই পরিপত্র জারির মাধমে করে থাকে, আর এখানে শাহবাগিরা ঘোষনা করে কি রাষ্ট্র পরিপন্থি কাজ করলো না ? আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহিতা, দয়া করে কোন আইন জিবি আমার অজানাকে জানতে সাহায্য করবেন আশা করি।

ইমরান হোসেন মোল্যা ধরলাম সে আওয়ামিলিগই করতো, ততে আমার কোন( এখন এটা অবশ্য পরিষ্কার) কিনতু সে কি করে যুদ্ধাপরাধীদের ফাসির দাবি থেকে তার চাহিদা আরও এক্সটেন্ড করে ইসলামি ব্যাংক, আমারদেশ এমনকি খলেদাজিয়া পর্যন্ত এসে দারালো। এটার মানে কি তাই না যে তিনি সরকার সমরথক । তাদেরকে দেওয়া হয় পুলিশ প্রটেকশন আর শেয়ার মারকেট এ ধরা খেয়ে ফকির হওয়া মানুষ গুলো পায় পুলিশের প্যাদানি।

আমার প্রশ্ন শেয়ার মারকেটে লুটপাট করে যে পরিমান লোককে পথে বসানো হয়েছে শাহবাগে কি এ যাবট কাল তার অরধেক লোকও জমায়েত করা সম্বভ হয়েছে ?????????



অনেকে বিএনপি কে দোষারোপ করছে যে খালেদা জিয়া রাজাকার দের পক্ষ নিয়েছে, বুঝলাম এবং মানলাম নিয়েছে, কারন জামাত এর শীর্ষ নেতারা রাজাকার এবং বিএনপি জামাত জোট, কথা হল বিএনপি আগাগোরায় বলে আসছে এই আদালতএই বিচার প্রক্রিয়া স্বচ্ছ না,

তাহলে কেন আওয়ামিলীগ সরকার বিএনপির কাছ থেকে পরামর্শ নিল না, বা তাদের কাছে ট্রাইব্যুনাল গঠনের সাজেশন চাইল না, তাহলে তো বিএনপি একথা বলতে পারতো না যে সরকার রাজাকার বিচারের নামে বিরোধী দল দমনে নেমেছে! আওয়ামীলীগের ভিতর যে সমস্ত রাজাকার আছে তাদেরও বিচারের আওতায় আনতো, বুঝতাম হ্যা তারা করছে,

অবশ্য অনেক ভাদা বলবেন যে বি এনপি ক্ষমতায় এলে করবে, তবে কেন আওয়ামীলীগ শুরু করলো না, তার মানে এটাই ঠিক বিরোধী দল দমনই আসল লক্ষ্য।







































মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

দাদুভাই বলেছেন: তুই রাজাকার

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:০১

মাথা নষ্ট সিপাহি বলেছেন: প্রথমেই পাইলাম মেড ইন পাকিসতান ,
বয়স কত ? আমার মনে হচ্ছে আপনার ফেমিলি তে কেউ রাজাকার আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.