নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথা কিন্তু নষ্ট না, মাথায় হিট করলেই নষ্ট হয়।

মাথা নষ্ট সিপাহি

মাথা নষ্ট সিপাহি › বিস্তারিত পোস্টঃ

যাকাত যাকাত

২৬ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৩৯

আমরা অনেকেই জানি না, আমিও না, তবে যারা জানেন তারা যদি দয়া করে আমার কিছু প্রশ্নের উত্তর দেন তাহল আল্লাহ তায়ালা আপনা দিগকে অশেষ সওয়াব দিবেন আশা করি,

১। আমার উপর যাকাত ফরয হবে কখন?



২। ব্যাংকে দেনা থাকলে কি যাকাত ফরয হয়?



৩। ব্যাংকে এসডিপিস এ থাকা টাকার উপরও কি যাকাতের হিসাব কষতে হয়( এখনও মাসিক ডিপিএস দিচ্ছি ম্যাচিউরড হতে অনেক দেরি) ?



৪। যাকাত কি নগদ টাকায় দিতে হয়? বা ঐ টাকা পরিধেয় বস্ত্র কিনে দিলে হবে কি ?( না হলে মানুষ বস্ত্র কিনে দেয় কেন এর ফযিলত কি) ?



আরো আছে কেউ জানেওয়ালা থাকলে বলুন প্লিজ ????????

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫

মুহাম্মদ তৌহিদ বলেছেন: * নিসাব পরিমান সম্পদের মালিক হলেই যাকাত দেওয়া ফরজ। অর্থাৎ যাবতীয় খরচপাতি (খোরপোশ, দেনা ও অন্যান্য) মেটানোর পরেও যদি নিসাব পরিমান সম্পদ ১ বছর সময় উদ্ধৃত্ত্ব থাকে তবে যাকাত দেয়া ফরয। উল্লেখ্য, স্বর্ণালঙ্কার, সঞ্চিত অর্থও হিসাবের মধ্যে আনতে হবে।

* আপনার বাকী প্রশ্নগুলোর সঠিক উত্তর জানা নাই।

* পুনশ্চঃ "সুদ এবং যাকাত পরস্পর সাংঘর্ষিক ব্যাপার। আপনার ঋণ, ডিপিএস এগুলো কি সুদ মুক্ত?"

২| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১১

মুহাম্মদ তৌহিদ বলেছেন: বিস্তারিত এখানেঃ

৩| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬

মাথা নষ্ট সিপাহি বলেছেন: সকাল থেকে এপর্যন্ত একজন পেলাম যে যাকাত দেয়, ধন্যবাদ ভাই, আমি যে লোন নিয়েছি তা সুদমুক্ত নয়, বরং উচ্চ হারে সুদ দিতে হয়। আর এসডিপিএস এ কিছু আসে সুদ তবে আমি ধরেই নিয়েছি এটা শুধু টাকা জমানোর জন্য।

৪| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

মুহাম্মদ তৌহিদ বলেছেন: না ভাই, এ পর্যন্ত যাকাত দেয়ার সামর্থ্য ছিলনা। আশা করি এবার আদায় করব। পরিমান আসবে সামান্য। তবুও আদায় করব ইনশাল্লাহ।

৫| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

মুহাম্মদ তৌহিদ বলেছেন: না ভাই, এ পর্যন্ত যাকাত দেয়ার সামর্থ্য ছিলনা। আশা করি এবার আদায় করব। পরিমান আসবে সামান্য। তবুও আদায় করব ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.