নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটা স্বাধীন দেশ আছে । অন্য দেশের নামে হৈ হুল্লোড় করার চে আমার গরিব দেশ্তা নিয়েই আমার হাসি-কান্না ।

দাড়কাক

বাবা-মা দায়িত্ব নিয়ে পড়াশোনা(কতটুকু শিখতে পেরেছি জানি না ) করিয়েছেন । এখন কোন দায়িত্বশীলতার পরিচয় দিতে পারিনি ।

দাড়কাক › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা বুনো মেঘ

০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০

ভালবাসা তুমি বুনো মেঘ হয়ে উড়ো

কত সহস্র দূরত্ব যায় ঘুঁচে

বিস্তর প্রান্তর সবুজের- ভিজে তোমার ধারায় ,

ভালবাসা তুমি হলকা বাতাসে ঢেউ তুলো গাঙের জলে ।



ভালবাসা তুমি বুনো ঘাসফুল হয়ে ফুঁটো

কি অস্পৃষ্শ্য সে ছোঁয়া , নির্মল রূপ

অবিরাম নির্লিপ্ত চাহনি- সেখানে খুঁজি ,

কঁচু পাতার অন্তরে এক ফোঁটা বৃষ্টির জল ।



কোমল রং দেয়ালে - পর্দায় , বাইরে আকাশ

সেখানে ভালবাসা একদল জংলী মেঘ ।

কৈশরে কোন কিশোরীর পিছু নিয়ে অচেনা পথ

সঙ্গী ভাঙা সাইকেল -নীল পঙ্খীরাজ ।



ভালবাসা তুমি কুহকিনী

তবুও নীল জল ঘোলাটে মেঘ

তবু তুমি উড়ো উড়ো বুনো মেঘ

একটা অচেনা পথ , রাত্রিবেলা - সব আলো যায় নিভে ।

এ তল্লায় কোন বিদ্যাসাগর নেই

শুধু একদল বুনো মেঘ

মেঘ হয়েই রয় , বৃষ্টি ঝরাবে না কোনদিন ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৫

ডট কম ০০৯ বলেছেন: এ তল্লায় কোন বিদ্যাসাগর নেই
শুধু একদল বুনো মেঘ
মেঘ হয়েই রয় , বৃষ্টি ঝরাবে না কোনদিন

সুন্দর লিখেছেন।ধন্যবাদ

২| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪

দাড়কাক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++++


ভাল লাগলো

০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৬

দাড়কাক বলেছেন: ধন্যবাদ ।

৪| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

মাক্স বলেছেন: সুন্দর!

৫| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

উড়ো, তুলো এই শব্দগুলিকে ওড়ো, তোলো করে দিলে ভালো দেখাবে।

উড়ো উড়ো মেঘ এর ক্ষেত্রে আবার প্রয়োগ ঠিকই আছে।





৬| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:৫০

দাড়কাক বলেছেন: ধন্যবাদ ম্যাক্স ।

ধন্যবাদ হাসান । পরবর্তীতে বিষয়গুলো ভাবনায় ধরা দিবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.