![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা-মা দায়িত্ব নিয়ে পড়াশোনা(কতটুকু শিখতে পেরেছি জানি না ) করিয়েছেন । এখন কোন দায়িত্বশীলতার পরিচয় দিতে পারিনি ।
তুমি আল্লাহ , তুমি গড , তুমি ঈশ্বর , তুমি ভগবান
যদি তুমি জানো সবই তবে কেন চাইতে হবে বারবার ?
চাইতে যদি হয় তোমাতে , জানাতে যদি হয় অভিযোগ
তাহলে তুমি কিসের খোঁদা
বুঝনা তোমার সৃষ্টির কথা !
তবে তো একাকার হয়ে যায় তুমি আর তোমার সৃষ্ট মানব ।
মানবে না চাইলে মিলে না কিছু
তুমি যদি থেকেই থাকো তবে কেন বারবার চাইতে হবে কিছু না কিছু ?
তোমার এত দ্বিধা কেন প্রকাশে তোমাকে
নাকি মানব কিছু জানে না বলে তুমি অধরা
তবে কি তুমি মিথ্যে সবটুকু
মিথ্যে তুমি কৃপায়ন !
সবাই কি তোমার পুঁজি করে করছে ব্যবসা ?
ঢের হচ্ছে , তাও কেন তুমি চুপ ?
একি তোমার দুর্বলতা ?
না যদি তা হয় , একবার তবে দেখাও তো ভেঙ্গে ধর্ম ব্যবসায়ীদের হাত
খুলে দাও তাদের খোলস ।
এটুকু বোধহয় পারো না তুমি ,
নগণ্য মানব যেখানে সুযোগে একহাত দেয়
সেখানে তুমি নির্বাক !
একি তোমার উদারতা না ভানুতা ?
এটা ভাবার আগেও বেরিয়ে পড়
দেখাও তোমার রূপ
নইলে কিন্তু মেনে নিব
তুমি আল্লাহ ,তুমি গড , তুমি ঈশ্বর , তুমি ভগবান
শুধুই কল্পলোক ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
দাড়কাক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৫
হাসান মাহবুব বলেছেন: +