নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটা স্বাধীন দেশ আছে । অন্য দেশের নামে হৈ হুল্লোড় করার চে আমার গরিব দেশ্তা নিয়েই আমার হাসি-কান্না ।

দাড়কাক

বাবা-মা দায়িত্ব নিয়ে পড়াশোনা(কতটুকু শিখতে পেরেছি জানি না ) করিয়েছেন । এখন কোন দায়িত্বশীলতার পরিচয় দিতে পারিনি ।

দাড়কাক › বিস্তারিত পোস্টঃ

একিউরিয়ামটা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

এই যা , ধরতে ধরতেই ফসকে গেল ।

অন্য সময় হলে হয়ত এখানে ওখানে লেগে ধীর হয়ে পড়ত

এবার আর তা হল না ।

একেবারে ধপাস করেই ফ্লোরে পড়ে গেল ছোট একিউরিয়ামটা ।



পড়ার সাথে সাথেই প্রাণটা উবে গেল তার

জলের ক্ষুদ্র একটা সুনামিতে ফ্রোরটা ভিজে জুতো পর্যন্ত গড়াল ।

ভেবেছিলাম নতুন একটা গোল্ডফিস আনাব

তা আর হল না ।



আগের গোল্ডফিসটা বাধ্য হয়েই হোক

অথবা অন্য কেউ না থাকার কারনেই

হোক আমাকে ভীষণ পছন্দ করত !

আমি ঘরে ঢোকার সাথে সাথেই ওর চোখগুলোতে রাজ্যের উচ্ছ্বলতা দেখতাম

একিউরিয়ামের সামনে দাড়াতেই পাখনা নাড়িয়ে শুভেচ্ছা জানাত ।

আমার একলা জীবনের বিরক্তিকর সময়গুলোতে ওর সাথেই একটু ভাল সময় কাঁটত

আমরা দুজন দু ভাষায় কথা বলতাম তবু বুঝতে ভুল হত না ।

এভাবেই আমাদের দুই ব্যাচেলরের গল্পে গল্পে কিছু সময় কাঁটত ।

ভাল সময়গুলো আমার জন্য নয়

তাই বোধহয় এই এক বিন্দু ভাল সময়টাও আর থাকল না ।



সেদিন সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে একিউরিয়ামটা খালি পেলাম

ভাবলাম লাফিয়ে আশেপাশে পড়েছে কিনা

খুঁজে ওর নিশানাও পেলাম না ।

তবে যে সিড়িতে পাশের ফ্ল্যাটের বিড়ালটার নবাবী ভঙ্গিতে বসে থাকা দেখলাম !

বজ্জাত বিড়ালটা . . .



তারপর একদিন একদিন করে সময় যেতে লাগল

ঘরে ফিরে শুন্য একিউরিয়ামটা দেখে পণ করতাম

কালকেই নতুন একটা বন্ধু নিয়ে আসব

কিন্তু পরের দিনও ভুলে যেতাম ।



আর আজকে তো ভেঙ্গেই গেল

আমার তেইশতম জন্মদিনে তোমার দেয়া উপহার ।

ভালই হল -

যে মানুষটাই নেই তার চিন্হ আর কতদিন বয়ে বেড়ানো যায় !

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

মায়াবী ছায়া বলেছেন: ভাল লাগলো।। +++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

দাড়কাক বলেছেন: ধন্যবাদ ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর কবিতা ||

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

দাড়কাক বলেছেন: ধন্যবাদ।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২

হাসান মাহবুব বলেছেন: অন্যরকম প্রকাশভঙ্গি। চমৎকার।

০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৮

দাড়কাক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.