নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগের কি শিরোনাম দিব জানিনা । আমি একজন সামান্য শিক্ষার্থী । বর্তমানে বিভিন্ন বিষয় শিখছি মাত্র । শিখে এক্সপার্ট হলে তারপরে শিরোনাম দিব ।

এনামুল হক মুন্সী

আমি এনামুল হক। সাধারন একজন ছাত্র। ব্লগ সম্পর্কে ভালো ভাবে জানিনা। এই প্রথম কোন ব্লগিং সাইটে একাউন্ট খুললাম। আস্তে আস্তে শিখবো সব। অনেক বড় মানের ব্লগার হতে চাই। লিখালিখি করতে চাই। অবশ্য আমার কম্পিউটার নেই। মোবাইল দিয়ে ইউজ করি। তাই সবকিছু করতে একটু সমস্যা হচ্ছে। দোয়া করবেন যেন আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারি। ভালো মানের লেখক হয়ে উঠতে পারি।

এনামুল হক মুন্সী › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত কবিতা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩১

>> দেখেছিলাম তোমায় এক জোৎস্না ভরা চাঁদনী রাতে।
এসেছিলে স্বপ্নে বিভোর আমায় ঘুম ভাঙ্গাতে।
চাঁদের ন্যায় মুখটি তোমার ভুলতে যে পারি না।
কেন এভাবে হারিয়ে গেলে ফিরে আর এলে না?
সেই যে গেলে আর তো কভু দেখা দিলেনা ।
মায়াবতী কেন আমায় তোমার সঙ্গী করলে না?
কল্পনার সুখশহরে খুঁজেছি ভীষন করে তোমায়।
পাইনি কোথাও অনেক খুঁজেও মন ভেঙ্গেছে শুধু হতাশায়।
অশান্ত মন ঘুরে ফিরে শুধু স্বপ্নের দোলাচলে।
কল্পনাতে সন্ধ্যে কাটে মাথা রেখে তোমার কোলে

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

মুসাফির নামা বলেছেন: ভাই,চমৎকার। শুভেচ্ছ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

এনামুল হক মুন্সী বলেছেন: ভাই আপনাকে ধন্যবাদ

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯

মুসাফির নামা বলেছেন: দোয়া রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.