নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগের কি শিরোনাম দিব জানিনা । আমি একজন সামান্য শিক্ষার্থী । বর্তমানে বিভিন্ন বিষয় শিখছি মাত্র । শিখে এক্সপার্ট হলে তারপরে শিরোনাম দিব ।

এনামুল হক মুন্সী

আমি এনামুল হক। সাধারন একজন ছাত্র। ব্লগ সম্পর্কে ভালো ভাবে জানিনা। এই প্রথম কোন ব্লগিং সাইটে একাউন্ট খুললাম। আস্তে আস্তে শিখবো সব। অনেক বড় মানের ব্লগার হতে চাই। লিখালিখি করতে চাই। অবশ্য আমার কম্পিউটার নেই। মোবাইল দিয়ে ইউজ করি। তাই সবকিছু করতে একটু সমস্যা হচ্ছে। দোয়া করবেন যেন আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারি। ভালো মানের লেখক হয়ে উঠতে পারি।

এনামুল হক মুন্সী › বিস্তারিত পোস্টঃ

বই কে ভালবাসুন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪২

Books are the best companion of humans------ কথা টা এমনি এমনিই বলা হয়নি।
আসলেই বই আমাদের সর্বোৎকৃষ্ট বন্ধু.....!!!!!
"""একটি ভালো বই ই পারে আপনার জীবন কে বদলে দিতে """""
তাই বেশি বেশি বই পড়ুন। বই পড়ার অভ্যাস গড়ে তুলুন......!!!!
হোক সেটা পাঠ্যবই অথবা পাঠ্যের বাইরের কোন বই.........!!!!!
তবে অবশ্যই পড়ার আগে জেনে নিবেন বইটি ভালো কিনা.......
কারন ভালো বই যেমন আপনার জীবন বদলে দিতে পারে & আপনাকেও ভালোর পথে নিয়ে যেতে পারে......
তেমনি একটি খারাপ বই ও পারে আপনাকে খারাপ করে তুলতে।
আপনার মন কে নেতিবাচক চিন্তাধারা দিয়ে ভরপুর করে ফেলতে... ....!!!!!"""""
সুতরাং বই এর ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন। যারা নিয়মিত বিভিন্ন লাইব্রেরীর পাঠক তাদের কাছে আপনি জেনে নিতে পারেন যে বইটি আপনি পড়তে চান সে সম্পর্কে।
তাহলেই আর খারাপ বই দ্বারা প্রভাবিত হওয়ার কোন সম্ভাবনা থাকবে না।


নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বই পড়ার কোন বিকল্প নেই। বই পড়ার মাধ্যমে আপনি গড়ে তুলতে পারবেন এমন কিছু ভালো অভ্যাস যা আপনাকে জীবনে সাফল্যের দ্বারপ্রান্তে পৌছে দিবে।
বই এর প্রয়োজনীয়তা এককথায় বর্ননা করে শেষ করা যাবে না।

সুতরাং বেশি বেশি বই পড়ুন। ভালো ভালো বই এ লেখা উপদেশ গুলো মেনে চলার চেষ্টা করুন। ফেসবুকে ফালতু সময় নষ্ট না করে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। দেখবেন আপনার জীবন টা অনেক গোছালো হয়ে গেছে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৭

বিজন রয় বলেছেন: অবশ্যই বইকে ভালবাসি।
++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০

এনামুল হক মুন্সী বলেছেন: hmmm very good বিজন রয়

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৯

রাইসুল ইসলাম রাণা বলেছেন: তলস্তয়কে কেউ একজন জিজ্ঞেস করেছিলো,আপনার সব থেকে প্রিয় জিনিস কি?
উত্তরে তিনি বলেছিলেন,বই,বই,বই

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১

এনামুল হক মুন্সী বলেছেন: হুম উনারা বুঝতে পেরেছিলেন বই এর মূল্য কতো বেশি। তাইতো উনারা এতো বেশি বিখ্যাত হতে পেরেছিলেন

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


ব্লগের লেখা পড়ুন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

এনামুল হক মুন্সী বলেছেন: হুম ভাই অন্যান্য Social network এর চাইতে ব্লগ অনেক ভালো। অনেক শিক্ষামুলক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.