নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান নিজের কাছে না রেখে সবাইকে জানানো উচিত

আনাস হাসান

শখের বসে লিখি। অল্প জানি সেটাই সবাইকে জানাই

আনাস হাসান › বিস্তারিত পোস্টঃ

The Paradox of Choice

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০২

অনেক দিন পর বই নিয়ে বসা। মাঝে বই পড়া হয়নি একদমই। যাহোক আজ যে বই থেকে লিখছি সেটার নাম The art of thinking clearly। লিখেছেন Rolf Dobelli।

আমাদের চিন্তা ভাবনায় যেসকল বাধা বা পক্ষপাতিত্ব কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি এখনো ৭৪ পৃষ্ঠা পর্যন্ত পড়তে পেরেছি। তারমধ্যে অনেক ভালো কিছু চ্যাপ্টার আছে। আজ যেটি নিয়ে লিখছি সেটার নাম The Paradox of Choice।

একবার একটি সুপার-শপে একটা এক্সপেরিমেন্ট হলো, প্রথম দিন শপে ২৪ রকমের জেলি রাখা হলো এবং ক্রেতা-গন এখানে জেলি স্বাদ দেখে কিনতে পারবেন এমন ব্যবস্থা রাখা হলো। সব জেলির উপরেই ডিসকাউন্ট ছিলো।

২য় দিন একই নিয়মে রাখা হলো মাত্র ৬ রকমের জেলি। মজার ব্যাপার হচ্ছে ২য় দিন প্রায় ১০ গুন বেশি বিক্রি হলো। তাহলে কারণ কি? অপশন কমিয়ে ফেলা। আমাদের হাতে যখন অনেক বেশি অপশন থাকে আমরা ঠিক কি করবো বা কোনটা নিবো তা বুঝতে পারি না। কিন্তু অপশন কম থাকলে আমরা ভালো জিনিষটাই নিতে পারি। তাই আজ থেকে কিছু কেনার আগে থিক করুন কি কি থাকলে আপনি ওই জিনিষটা কিনবেন। দরকার হলে লিখে রাখুন। অপশন কমিয়ে ফেলুন এবং সিদ্ধান্ত নিন কোনো ঝামেলা ছাড়াই।

বইটি সম্পর্কে জানতেঃ The Art of Thinking Clearly

ছবিঃ CBC

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

আনাস হাসান বলেছেন: ধন্যবাদ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: কমেন্টের উত্তর দিতে সবুজ তীরে ক্লিক করে উত্তর লিখুন

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

আনাস হাসান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.