নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান নিজের কাছে না রেখে সবাইকে জানানো উচিত

আনাস হাসান

শখের বসে লিখি। অল্প জানি সেটাই সবাইকে জানাই

আনাস হাসান › বিস্তারিত পোস্টঃ

The Romeo and Juliet Effect

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

"তুমি পৃথিবীর শেষ ছেলে/মেয়ে হলেও আমি তোমাকে বিয়ে করবো ন" এমন ডায়লগ মাঝে মধ্যেই শোনা যায়। আপনি না শুনলেও অনেক হতভাগারা (বলছি না আমি) এটা শুনে। কিন্তু এই পৃথিবীর শেষ ছেলে/মেয়ের উপমা আপনাকে দেয়ার কারণ কি হতে পারে?

এই ঘটনার রহস্য খুঁজতে একবার করা হলো একটি পরীক্ষা। দুই গ্রুপে ভাগ করা হলো কিছু মানুষকে। এক গ্রুপকে দেয়া হলো এক জার ভর্তি বিস্কুট আর আরেক গ্রুপকে দেয়া হলো জারে মাত্র দুটি বিস্কুট। বলা হলো ফুড ব্যাঙ্কে রিভিউ দিতে। তা যারা জার ভর্তি বিস্কুট পেয়েছিলেন তারা বললেন এটা বেশ সাধারণ মানের বিস্কুট। কিন্তু যাদের দেয়া হয়েছিলো মাত্র দুটি তারা রিভিউ দিলো ০৯/১০। সঠিকভাবে বললে অন্য গ্রুপ থেকে বেশ ভালো।

এটা মূলত একটি মার্কেটিং ট্রিক্স । স্বভাবগত কারণে মানুষ নিষিদ্ধ, বেআইনি, যা সহজে পাওয়া যায়না,পরিমাণে কম সেটার প্রতি আকৃষ্ট হয় বা বেশি মূল্যে নিতে সহজে রাজি হয়। এটাকে বলা হয়ে থাকে The Romeo and Juliet Effect। কারণ তাদের প্রেম দুনিয়াতে বিখ্যাত শুধু নিষিদ্ধ ছিলো বলেই।

তাই কেনার আগেই এটাই শেষ পিস শুনে ঠকবেন না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: হুম।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

সনেট কবি বলেছেন: বেশ।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০১

জাহিদ অনিক বলেছেন: হুম ভালো ইফেক্ট

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪১

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: হাছা কথা :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.