![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঝুম দ্বীপ,
নোয়াখালি জেলার দক্ষিণে সমুদ্রের মোহনায় জেগে ওঠা প্রকৃতির অপার সৌন্দর্যের লিলাভূমি এই নিঝুম দ্বীপ । বল্লার চর, কমলার চর, চর ওসমান ও চর মুরি নিয়ে প্রায় ১৪,০৫০ একর এলাকাটি জেগে ওঠে ১৯৫০ সালের শুরুর দিকে । এ অঞ্চলের প্রথম সন্ধান পায় নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা । জনশূণ্য এই দ্বীপে তখন ছিল বালু আর বালু । তাই তারা এর প্রথম নাম দেয় বালুয়ার চর । এর পরে এর নাম হয় বল্লার চর । শীতকালে এখানে অতিথি পাখির আগমন ঘটে । এখানে আছে বিস্তীর্ণ গো চারণ ভূমি এবং ম্যানগ্রোভ বন । এখানকার গাছ গাছালির মধ্যে কেওড়া প্রধান । স্থানীয় ভাষায় যাকে বলা হয় কেরফা । এর বিস্তীর্ণ বনাঞ্চলে প্রায় পাঁচ হাজারের মত চিত্রল হরিণ আছে । ২০০১ সালে বাংলাদেশ সরকার নিঝুম দ্বীপকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে । এত সমৃদ্ধ এই দ্বীপটি ১৯৭০ সাল পর্যন্ত ছিল জন কোলাহল মুক্ত সম্পূর্ণ নির্জন একটি এলাকা । তাইতো এর নাম হয়েছে নিঝুম দ্বীপ । সঠিক উদ্যোগ, পরিচর্যা এবং যাতায়াত ব্যাবস্থা ভাল হলে নিঝুম দ্বীপও হতে পারে বাংলাদেশের একটি সমৃদ্ধ পর্যটন স্পট ।
©somewhere in net ltd.