নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

যৌনতার রংধনু

১৪ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩২


ব্লগে দেখছি ইদানিং সমকামীতা নিয়ে কিছুটা মিস কনসেপ্টশন দেখা দিয়েছে। বিবাহিত "এক কন্যার পিতা" এক ব্লগার কে "গে" বলে দিচ্ছে। আবার আরকেজন ব্লগার ছেলে-ছেলে, মেয়ে-মেয়ে কাজকর্ম নাকি শারীরিক চর্চা বলে মনে হচ্ছে।

প্রথমে আমার অনুরোধ থাকবে, নিজের অজ্ঞতা ও সঠিক ধারনা ব্যাতিত পাবলিক প্লেসে বা কোন প্লাটফর্মে এইসব বিষয় নিয়ে হাশি-তামাশা, সমালোচনা করা ঠিক নয়। ধর্মের মতো ইহা ও অনেক সংবেদনশীল একটি বিষয়। অসাবধানতাবশত অযাচিত কর্মকাণ্ড আগুনে ঘি ঢালার মতো ইহা কখন বিস্ফোরণ হয় তা কে জানে?

সমকামিতা কে LGBTQ+ দিয়ে প্রকাশ করে থাকে, এবং প্রতীক হিসেবে রংধনুর সাতটি রং কে ব্যবহার করা হয়। LGBTQ+ এর মানে হচ্ছে যথাক্রমে

L - লেসবিয়ান (নারী সমকামী)
G - গে(পুরুষ সমকামী)
B - বাইসেক্সুয়াল(উভয় লিঙ্গের প্রতি আকর্ষণ)
T - ট্রান্সজেন্ডার(যাদের লিঙ্গ পরিচয় জন্ম নির্ধারিত লিঙ্গের সাথে মেলে না)
Q - কুইয়ার(প্রথাবিরোধী লিঙ্গ ও যৌনতা সম্পর্কিত পরিচয়)
+- অন্যান্য বহু যৌন Orientations ও লিঙ্গ পরিচয় (যেমন: ইন্টারসেক্স, অ্যাসেক্সুয়াল, নন-বাইনারি ইত্যাদি)

কয়েক দশক পুর্বে ও সমকামীতা কে সামাজিক ট্যাবু হিসেবে ধরা হতো। এই গোষ্ঠীর মানুষেরা গোপনে  বিভিন্ন অনুষ্ঠান বা ক্লাবে মিলিত হতো। ওবামা প্রশাসন আমেরিকাতে  সমাকামী ম্যারেজ বৈধতা দেওয়ার পর ইহা সারাবিশ্বে আলোড়ন তোলে এবং বিভিন্ন দেশে তাদের প্রভাব ও সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রকাশ্যে  মিলিত হতে থাকে।

এখন প্রশ্ন আসে একজন মানুষ কেন সমকামী হয়?
বিষয়টি যতটা না জেনেটিক তার থেকে ও বেশি সামাজিক। ভালোবাসায় প্রতারিত হয়ে, ডিভোর্সের পর অনেকেই মেয়েদের উপর আগ্রহ ও বিশ্বাস হারায়ে সমকামীতায় লিপ্ত হয়। অনেক ইয়াং জেনারেশনের মিডিয়া, ছবি, গান, ফ্যাশন এসব থেকে  প্রভাবিত হয়ে কৌতুহলী বশত সমকামিতা এক্সপ্লোর করে। আবার পশ্চিমা  সংস্কৃতিতে যেহেতু ধর্মের উপস্থিতি কম এবং প্রাপ্ত বয়সে একা থাকা বা পারিবারিক বন্ধন খুবই দুর্বল; এই বিশাল স্বাধীনতা তখন নিজ সত্ত্বাকে ঈশ্বর ভাবতে শুরু করে।

সমকামীরা  সাধারণত খুবই ইমোশনাল এবং কোমল হৃদয়ের হয়ে থাকে। এরা  নিজেকে খুবই মেইনটেইন করে। কোন "গে" দেখি নাই গায়ে দুর্গন্ধ কিংবা নোংরা জামাকাপড় পড়ে। প্রতারণার প্রবনতা খুবই কম, নিজের পাটনার কে খুবই যত্ন ও মানসিক ভাবে সাপোর্ট দিয়ে থাকে। এই ফলে ও অনেকে সমকামীতায় প্রভাবিত হয়।

এবার আসি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে:
আব্রাহামিক রিলিজিয়নে সমকামীতা একটি গর্হিত অপরাধ। ইহা সরাসরি প্রকৃতির বিরুদ্ধে  কাজ‌ এবং মানব প্রজনন ঐশ্বরিক উপায়ের স্বাভাবিক গতির সাথে সাংঘর্ষিক। সমকামিতা বা প্রাকৃতিক বিরুদ্ধে যেয়ে যৌনাচারের কারনেই হযরত লুতের কাওমকে জমিন থেকে আকাশে উঠায়ে উল্টায়ে থেঁতলে দেওয়া হয়েছে।

যাইহোক, সমকামীরা আমার-আপনার মতো মানুষ, আমাদের বন্ধু-বান্ধব সহপাঠী। ইহা বাংলাদেশে হয়তো নতুন বিষয় তাই বুঝতে বা মানাতে একটু সমস্যা হচ্ছে। তাঁদের কে ব্যাঙ-বিদ্রুপ, হটকারী তা সমাজে বিশৃঙ্খলা বাড়াবে তরুণদের প্রভাবিত করবে। একজন সমকামী কখনো অনুমতি ব্যাতিত (গে নাকি স্টেইট) পছন্দের মানুষের গায়ে ও হাত দেয় না। তাঁদের কে তাদের মতো থাকতে দিন।


আমার জীবনের একটা অংশ মালয়েশিয়াতে কাটায় প্রচুর 'গে' বন্ধু আছে। তাঁদের কাছে শিখেছি ও বিস্তারিত অনেক জেনেছি। "এরাবিক" প্রচুর মানুষ আছে সমকামী, ধর্মীয় বাধা নিষেধ থাকায় অন্য দেশে যেয়ে ক্লাবিং করে।

একটা ইন্টারেস্টিং বিষয় বলে শেষ করি- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় "এনিগমা" নামে একটি জার্মান কোডিং মেশিন ব্রেক করে এক ইংলিশ ম্যাথমেটিশিয়ান। ধারনা করা হয় এর ফলে যুদ্ধের সময়কাল ৪ বছর কমে যায়। এই মেধাবী মেথমেটিশিয়ান অ্যালান টুরিং ছিলেন একজন "সমকামী"।‌ তখন ইংল্যান্ডে সমকামিতা নিসিদ্ধ থাকায় ১৯৫৪ সালে তিনি সুইসাইড করেন। অফিসিয়ালি ২০০৯ সালে বৃটিশ গভর্নমেন্ট এবং রানী ২০১৩ তার নিকট ক্ষমা প্রার্থনা করে।



মন্তব্য ৩৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ভালো বিষয়।

১৪ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০০

কলিমুদ্দি দফাদার বলেছেন:

শুকরিয়া নিরন্তর।

২| ১৪ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৯

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনি বলছেন যে, ইহা ধর্মের মতোই সংবেদনশীল বিষয়; সঠিক?

১৪ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:

আপনার জীবনে ধর্মীয় অনুশাসন কম; পরিবার নিয়ে আমেরিকাতে আছেন।

আমেরিকান শিক্ষায় "জেনারেশন একাওর জুনিয়রদের" সমকামী হবার সম্ভাবনা ই মনে হয় বেশি।

৩| ১৪ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:২০

সৈয়দ কুতুব বলেছেন: @নাহল তরকারি : আপনার মতামত দিয়ে যান । =p~

১৪ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:

ওনার নিষ্পাপ মনের সরল ভাবনা।

৪| ১৪ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

নতুন বলেছেন: আমাদের দেশের মানুষ সমকামীতের বিরোধীতা করে কারন এটা কিতাবে আছে।

যারা ১০০% স্ট্রেইট তারা অবশ্যই সমকামীতা পছন্দ করবেনা। তেমনি যারা ১০০% গে তারা অন্য লিংগের কারুর প্রতি আকর্ষন বোধ করেনা। যেমন ১০০% এসেক্সুয়াল মানুষও আছে। তারা কোন যৌন উত্তেজনা অনুভব করেনা।

২০০৬ ও মালোয়েশীয়াতে আমি আর আমার দোস্ত কান্ধে হাত দিয়ে হাটতে দেইখা আমার ক্লাসমেট কইলো এই ভাবে হাটলে মাইনসে গে কইবো।

তখন এই গে লেসবিয়ান সম্পর্কে জানতে পারলাম প্রথম।



কিনসি স্কেলের ০ থেকে ৬ পর্যন্ত ধাপ
স্কোর বর্ণনা ব্যাখ্যা
0 একেবারে হেটেরোসেক্সুয়াল (পুরোপুরি বিপরীত লিঙ্গে আকৃষ্ট) শুধুমাত্র বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে
1 মূলত হেটেরোসেক্সুয়াল, মাঝে মাঝে সমলিঙ্গে আকর্ষণ জীবনের কোনো পর্যায়ে বা বিশেষ পরিস্থিতিতে হালকা সমলিঙ্গে আকর্ষণ অনুভব
2 প্রধানত হেটেরোসেক্সুয়াল, কিন্তু উল্লেখযোগ্য সমলিঙ্গ আকর্ষণ বিপরীত লিঙ্গে আকর্ষণ বেশি, তবে সমলিঙ্গেও কিছু টান আছে
3 সমানভাবে হেটেরোসেক্সুয়াল ও হোমোসেক্সুয়াল (দ্বৈত আকর্ষণ) উভয় লিঙ্গের প্রতিই প্রায় সমান আকর্ষণ
4 প্রধানত হোমোসেক্সুয়াল, কিন্তু কিছু হেটেরোসেক্সুয়াল আকর্ষণ সমলিঙ্গে টান বেশি, কিন্তু বিপরীত লিঙ্গেও কিছু আকর্ষণ
5 মূলত হোমোসেক্সুয়াল, মাঝে মাঝে বিপরীত লিঙ্গে আকর্ষণ প্রায় সম্পূর্ণ সমলিঙ্গে আকৃষ্ট
6 একেবারে হোমোসেক্সুয়াল (পুরোপুরি সমলিঙ্গে আকৃষ্ট) শুধুমাত্র সমলিঙ্গের প্রতিই আকর্ষণ থাকে

১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:

ধন্যবাদ নতুন। আপনার এই চমৎকার মন্তব্য ও বিস্তারিত বিশ্লেষন পোষ্টটি কে অন্য উচ্চতায় নিয়ে গেল। আশা করি পাঠাকদের আরো জানতে সাহায্য করবে।

আমাদের দেশের মানুষ সমকামীতের বিরোধীতা করে কারন এটা কিতাবে আছে। আপনার ধারনা সঠিক‌। সব সময়ই পয়েন্ট উপর গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরেন। তবে এর সাথে একটু যোগ করি, বাংলাদেশ একটি ক্রমবর্ধমান উন্নয়নশীল দেশ হলে ও আমাদের দেশের বৃহৎ একটি জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গি, চিন্তা-ভাবনা মুক্ত বা খোলা নয়। যেমন কক্সবাজার কোন বিদেশী পর্যটক যদি "বিকিনি" পড়ে শুয়ে থাকে লোকজন জড় হয়ে ভীড় করে দেখতে থাকে, কোন মেয়ে বিড়ি ফুকলে মুখের দিকে চেয়ে থাকে। তেমন "সমকামিতা" এদেশে নতুন একটি বিষয়। সমাজে নতুন একটি বিষয়ের প্রকাশ ঘটলে তা প্রথমে মেনে নিতে কিছুটা সমস্যা হয়।

আমাদের দেশে পর্যটন শিল্প এবং জেলা শহরের কলেজ, ইউনিভার্সিটি গুলো একটু মডারেট হলে এসব বিষয় নিয়ে সামাজিক অস্থিরতা কিছুটা কম হতো। আর আমার ধারণা "সমকামিতা"সংখ্যা সামনে এই আরো বৃদ্ধি পাবে। কে পপ, সংগীত, পশ্চিমা মিডিয়ার আগ্রাসন এসব বিষয় নিয়ে নতুন জেনারেশন সবাই জানতে পারছে। আমাদের দেশের ও সরকার ও উচিত এ বিষয়ে নিয়ে একটা সুরাহা করা ভবিষ্যতে বড় ধরনের কোন ঝামেলা এড়াতে।

চার্টটি দিয়ে ভালো করছেন। অনেকের বুঝতে সুবিধা হবে।

৫| ১৪ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ইউরোপে হাত ছেলে - ছেলে আর মেয়ে - মেয়ে হাত ধরে হাঁটাকে সমকামীতা হিসেবে দেখা হয়।

জেনারেশন একাত্তর সব ধরণের পোস্ট দিয়েছেন। কিন্তু, কখনই মেয়েদের সাথে প্রণয় বিষয়ে কোন পোস্ট দেন নাই।
লক্ষ্য করেছেন?

১৪ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:
জেনারেশন একাত্তর সব ধরণের পোস্ট দিয়েছেন। কিন্তু, কখনই মেয়েদের সাথে প্রণয় বিষয়ে কোন পোস্ট দেন নাই।
লক্ষ্য করেছেন? আপনার অনুমান ভুল।

উনি স্মৃতিচারণমূলক একটি পোষ্ট বাল্য স্কুল সহপাঠী "পাখিকে" নিয়ে তসলিমা নাসরিনের নষ্ট মেয়ের নষ্ট গদ্যের মতো একটি লেখা আছে। লেখাটির শিরোনাম ছিলো মনে হয় "পাখি তুই নেংটা হয়ে সাঁতার দিলে ও আমার সাথে পারবি না".....

এছাড়া ব্লগের সিংগেল মাদার "জনমদাসী" কে ও তিনি মানসিকভাবে ব্লগে অনেক সাপোর্টের কথা স্বীকার করেছেন। সেটা পরিনয় কিনা তা বলতে পারছি না কারন ব্লগে তখন আমার জন্ম হয়নি।

আর সবাই কি আপনার মতো সাহসী বা উন্নত মন মানসিকতার বলেন! ব্লগের মতো একটি প্লাটফর্মে একাধিক গার্লফ্রেন্ডের সাথে জিং জিং বিষয়টি যেভাবে অকপটে স্বীকার করেছেন। টাইটানিক ছবিতে কেট উইন্সলেট নগ্ন পোজের দৃশ্য একটি ম্যাগাজিন যেভাবে "Breaker of Chains" বলে আখ্যায়িত করেছিল ঠিক তেমনি আমার ও আপনাকে বলতে ইচ্ছে করছে-

"ইহা নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ"।

৬| ১৪ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

জেনারেশন একাত্তর বলেছেন:



লেখক বলেছেন, "আপনার জীবনে ধর্মীয় অনুশাসন কম; পরিবার নিয়ে আমেরিকাতে আছেন।
আমেরিকান শিক্ষায় "জেনারেশন একাওর জুনিয়রদের" সমকামী হবার সম্ভাবনা ই মনে হয় বেশি। "

ব্লগে, ব্লগারের পরিবারের অন্য সদস্যদের সন্মান করতে হয়, ব্লগারকে নিয়ে কথা বলতে হয়।

১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:

ব্লগে, ব্লগারের পরিবারের অন্য সদস্যদের সন্মান করতে হয়, ব্লগারকে নিয়ে কথা বলতে হয়। ধন্যবাদ তবে বিষয়টি অন্যকে মন্তব্য করার সময় মাথায় রাখলে সুবিধা হতো। আদতে ব্লগিং তো আপনাদের থেকে শিখা। ।

৭| ১৪ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

জেনারেশন একাত্তর বলেছেন:




লেখক বলেছেন, "আপনার জীবনে ধর্মীয় অনুশাসন কম; পরিবার নিয়ে আমেরিকাতে আছেন।
আমেরিকান শিক্ষায় "জেনারেশন একাওর জুনিয়রদের" সমকামী হবার সম্ভাবনা ই মনে হয় বেশি। "

*-ব্লগে, ব্লগারের পরিবারের অন্য সদস্যদের সন্মান করতে হয়, ব্লগারকে নিয়ে কথা বলতে হয়।

৮| ১৪ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮

কামাল১৮ বলেছেন: বিষয়টা শতভাগ জেনেটিক।এবিষয়ে প্রচুর বই আছে।বৈজ্ঞানিক গবেষণা আছে।

১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:২৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:
দুই চারটি গবেষণার রেফারেন্স আর বইয়ের নাম বলুন তো ঘেঁটে দেখি।

৯| ১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




লেখক বলেছেন:
জেনারেশন একাত্তর সব ধরণের পোস্ট দিয়েছেন। কিন্তু, কখনই মেয়েদের সাথে প্রণয় বিষয়ে কোন পোস্ট দেন নাই।
লক্ষ্য করেছেন? আপনার অনুমান ভুল।.........
=========

উনার ঐ লেখা প্রথম পাতায় আসে নাই, মনে হয়। অথবা, আমি ইগনোর করেছি।

উনি প্রথম পাতায় নিষিদ্ধ হবার পরে খুব কমই উনার পেজে যাই।


তবে, আমি যুক্তরাজ্যে আমি গে দেখেছি। তাদের সাথে একই অফিসে কাজ করেছি।

তাই, জানি গে-রা কি রকম হয়। ;)


১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৫৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:
ইহা একটি সচেতন মূলক সিরিয়াস পোষ্ট। আপনার মন্তব্য জেনারেশন একওর কে জরানো দেখে আমি ও কিছুটা রসিকতা করেছি। কিন্তু সত্যি বলতে ইহা ঠিক কাজ নহে। এটা একটি পাবলিক প্লাটফর্ম,‌ নিশ্চিত না হয়ে এই ধরনের ট্যাগ দেওয়া উচিত না আর হলে সেটি তার একান্ত ব্যাক্তিগত বিষয়। যদি ভুল করে না থাকি আরো দুইজন ব্লগার আপনার বিরুদ্ধে সমকামী ট্যাগ দেওয়ার অভিযোগ এনেছে; আবার একজন আমার খুবই প্রিয় নারী ব্লগার।

"আপনি গরীবের বন্ধু আবদুল্লাহ"। একটি সভ্য দেশে পড়াশোনা করেছেন, ভদ্র পরিবার বিলং করেন বোধকরি। ভদ্রতা, সামাজিক শিষ্টাচার, ব্যাক্তিগত প্রাইভেসির প্রতি শ্রদ্ধা এইসব বিষয়ে আপনাকে "বাতেলাবাজি" করা প্রয়োজন মনে করি না। ইহা আপনি আমার থেকে ভালো বোঝার কথা।

শুকরিয়া নিরন্তর।

১০| ১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৪

আহমেদ রুহুল আমিন বলেছেন: সুন্দর, সাহসী তবে জীবন বাস্তবতা ঘনিষ্ঠ পোস্ট । আমরা মুখে শিকার করি বা নাই করি সমকামিতা প্রত্যেক মানুষের মধ্যে কমবেশি আছে যা সৃষ্টিকর্তা প্রদত্ত একটি জৈবিক বিষয় । কলেজ জীবনে আমি এমন দু’জনকে কাছে থেকে দেখেছি - সমলিংগের মানুষের প্রতি আকর্ষন তবে ভিন্নমাত্রায় আর তা হচ্ছে- দুজনেই পুরুষ কিন্তু একজন পুরুষ হয়েও নিজেকে মেয়ের আকাঙ্খা নিয়ে অপর পুরুষকে পুরুষ হিসাবে ভোগ করার মানসিক কামনা । বিষয়টি সেইসময় আমাকে খুব অবাক করেছিল । ধন্যবাদ পোস্টদাতাকে আনকমন এই বিষয়টি সামু ব্লগে তুলে ধরার জন্য ।

১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:১৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:
আমরা মুখে শিকার করি বা নাই করি সমকামিতা প্রত্যেক মানুষের মধ্যে কমবেশি আছে যা সৃষ্টিকর্তা প্রদত্ত একটি জৈবিক বিষয় । চমৎকার একটি মন্তব্য করেছেন। চমৎকার একটি মন্তব্য করেছেন। আপনার এই কথার সাথে মনে পড়ে গেল প্রাচীন বাংলার "ঘেটুপুত্র" দের কথা। পুর্বে বাংলায় বহু অঞ্চলে জমিদারেরা "ঘেটুপুত্র" দিয়ে নিজেদের স্বীয় যৌন্য বাসনা পুরন করতো। "ঘেটুপুত্র" কম বয়সী তরুণ ছেলে যারা তরুণীদের বেশ ধরে গান-বাজনা, নৃত্য পরিবেশনা করতো জমিদারদের সামনে।

নিজেকে মেয়ের আকাঙ্খা নিয়ে অপর পুরুষকে পুরুষ হিসাবে ভোগ করার মানসিক কামনা । ঠিক ধরেছেন। সমকামিতা "গে" এবং লেসবিয়ান দুটোই ক্ষেত্রেই ছেলে এবং মেয়ের রোল প্লে করে। এইসব নিয়ে আর বিস্তারিত লিখিনি।‌ আমি এমন "গে" দেখেছি যারা নারীর রোল প্লে করে শরীর মোমের মতো নরম এবং একদম একজন মেয়ের মতো করে নিজেকে মেইনটেন করে।

১১| ১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৮

জেনারেশন একাত্তর বলেছেন:




থাইল্যান্দে একা একা ঘুরছেন, স্ত্রী কোথায় আছেন, সে জানতে চাওয়া কি অভদ্রতা?

১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:২২

কলিমুদ্দি দফাদার বলেছেন:

থাইল্যান্দে একা একা ঘুরছেন, স্ত্রী কোথায় আছেন, সে জানতে চাওয়া কি অভদ্রতা? শুধু থাইল্যান্ড কেন??? থাই বস্তি, থাই পতিতালয়, ইহাই তো আপনার মুখের ভাষা এবং ভদ্রতা! আপনি কি জানেন আমি ম্যারিড নাকি সিংগেল? ইন্দোনেশিয়ান বউ ও বানিয়ে রাখছেন। আমার সাথে মন্তব্য জিং জিং খেলবেন না???

সমকামী বিবাহ বৈধ দেশে বসবাস করে, সমকামিতার শিক্ষা ও দেওয়া হয়; যদি জানতে চাই আপনার দৌহিত্র সমকামী কিনা সেটা কি অভদ্রতা?

১২| ১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:২৭

সৈয়দ কুতুব বলেছেন: সমকামিতা নিয়ে আলোচনা বাংলাদেশে বিপজ্জনক। কতিপয় ঘৃণ্য বাইসেক্স আছে যারা ছোট ছোট বাচ্চাদের দিয়ে তাদের জৈবিক চাহিদা পুরণ করে। তারা বাচ্চাদের এটা একটা খেলা এবং শারীরিক ব্যায়ামের মতো বিষয় বলে পরিচয় করায়। এগুলো বাচ্চাদের দীর্ঘমেয়াদি ক্ষতি করে।

১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৩৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:

তারা বাচ্চাদের এটা একটা খেলা এবং শারীরিক ব্যায়ামের মতো বিষয় বলে পরিচয় করায়। আমি আপনার এই কথা আর না'হল তরকারী, দরকারি কথা শুনে হাসতে হাসতে শেষ। =p~ ইহা কই থেকে আসলো? তবে ছোট বাচ্চাদের দিয়ে চাহিদা পূরণ ইহা চাইল্ড এ্যাবিউজ বা চাইল্ড সেক্স, সেম লিঙ্গে হলেও ক্রাইম বা অবৈধ। ইহা কোন সমকামিতার পর্যায়ে পড়ে না। সেক্স বা সমকামিতা যা ই বলেন একটা পরিনত বয়স‌ দরকার।

১৩| ১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৯

রবিন_২০২০ বলেছেন: যতক্ষন পর্যন্ত এরা তাদের সেক্সচুয়াল ওরিয়েন্টেশন নিজের বেডরুম এ সীমাবদ্ধ রাখবে, ততক্ষন অন্যদের কিছু বলার থাকতে পারেনা। কিন্তু পাবলিক প্লেস এ এদের নোংরামি অসহনীয়।
আপনি যতটা ভদ্র ভাবছেন আসলে তা নয়। যে সমাজে এদের সংখ্যা অপ্রতুল (মালয়েশিয়া) সেখানে হয়তো এরা ভদ্রবেশী। কিন্তু ক্যালিফর্নিয়ার মতো উদার এলাকায় এদের আসল রূপ দেখা যায়। মানুষের উদারতার সুযোগে এরা এখন স্কুল গুলোতেও আদিপত্য বিস্তার করে। এলিমেন্টারি স্কুল গুলোতে গিয়ে কোমলমতি বাচ্চাদের ব্রেইন ওয়াশ করার চেষ্টা করে।

১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৫৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:

আপনি যতটা ভদ্র ভাবছেন আসলে তা নয়। হা হা হা হা! আপনার কথা শুনে মনে হচ্ছে "গে" উৎপাতে অতিষ্ঠ। ক্যালিফোর্নিয়া বলে "দ্যা সিটি অফ গে" সেখানে উৎপাত করবে না তো কি করবে? তবে আমি আপনার মুল বক্তব্য বুঝতে পেরেছি। তবে কথা হচ্ছে "সমকামিতা" এখন সামাজিক কোন ট্যাবু হিসেবে গন্য করা হয় না, রাষ্ট্রীয়ভাবে এর বৈধতা, পৃষ্ঠপোষকতা, সুরক্ষা দেওয়া হয়। এরা যে স্কুলে যেয়ে বাচ্চাদের শিখাইতেছে এর পিছনে ও বড় একটির গোষ্ঠীর হাত রয়েছে।

শুধু বিগত দুই দশকে এদের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে প্রায় ৬-৭ গুন। এর পিছনে বড় ভুমিকা ছিল ফ্যাশন, মিউজিক, ছবি ইত্যাদি। সামনে দিনগুলো তে আমাদের মতো নিচের সারির দেশগুলো এর থেকে রেহাই পাবে না। এর সংখ্যা এবং সামাজিক প্রতিপত্তি সামনে আরো বাড়বে।

১৪| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একজন সমকামী কখনো অনুমতি ব্যাতিত (গে নাকি স্টেইট)
পছন্দের মানুষের গায়ে ও হাত দেয় না।

..........................................................................................
আপনি কি মনে করেন ইহা বাংলাদেশ ভার্সন রুপ পেলে
অভদ্রতার কোন সীমায় যাবে ?
তা ছাড়া প্রকৃত বিরুদ্ধ যে কোন আচার আচরন আমি পসন্দ করতে পারি না ।

১৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনি কি মনে করেন ইহা বাংলাদেশ ভার্সন রুপ পেলে
অভদ্রতার কোন সীমায় যাবে ?
যাবে কি? আপনার কি ধারনা বর্তমানে বাংলাদেশে সমকামী নাই? মিডিয়া ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যুক্ত সমকামীদের অভাব নাই; বলতে গেলে তাঁদের আধিক্যই এখানে। এছাড়া বিভিন্ন "কে পপ" গ্রুপ, গেট টুগেদার নানা ভাবে তারা সক্রিয়‌। এগুলি সামনে আরো বাড়বে।

১৫| ১৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:৪৪

কামাল১৮ বলেছেন: অভিজিৎ রায়ের সমকামিতা বইটি পড়ে দেখতে পারেন।এখানে অনেক রেফারেন্স পেয়ে যাবেন।

১৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:

ধন্যবাদ। বইটা অনলাইনে পেয়েছি কয়েক পাতায় চোখ বুলালাম। বেশ ভালো!
তবে উনি সম্ভবত সমকামিতার প্রাকৃতিক বিষয় নিয়ে আলোকপাত করেছেন।
আমি বলছি পশ্চিমা পুঁজিবাদী সমাজ বিকৃতির ফলে নব্য গজিয়ে ওঠা "ভাবধরা"
সমকামিরা এখন‌ বেশি। যার ফলে এদের সংখ্যা আলোর গতিতে বৃদ্ধি পাচ্ছে।

তারপরে ও পুরোটা পড়ে দেখি। বইটি তিনি সাধারণ মানুষের চিন্তা-ভাবনা বোঝার
এক যুগ বেশি সময়ের পুর্বে প্রকাশ করেছেন। আহারে!!! এই সেই ব্লগার অভিজিৎ....

১৬| ১৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:৪০

হাইজেনবার্গ ০৬ বলেছেন: আমার মনে হ্য় গে সেক্সুয়ালিটী এক্টা জীনগত সমস্যা। ভালো শিক্ষিত ব্যক্তি , সমাজে পারিবারিক অবস্থান, অর্থবিত্তে সচল, হয়েও এরা এ মোহ থেকে বের হতে পারে না। তাড়নার কাছে এরা হার মানে।এক্সপ্লোর করতে গিয়ে অনেকে এইডসে আক্রান্ত হয়।এইডসে আক্রান্তের হার গে দের মধ্যে বেশী। সব গে যে অবলা নারীর মত অবলা গে, তা কিন্তু না, বিখাউজ গে ও আছে। গে যেমন যুদ্বে ডিকোড করে সময় কমায়া দিছে, খুজ নিলে দেখা যাবে অন্য কোন গে হয়তো যুল্ধ বাধানোর জন্য দায়ী। সবচে ভয়ংকর লাগে ট্রান্সভেস্টাইটদের, এরা সামনে পড়লে আমি না চাইলেও আমার বোমির ভাব আসে। LGBTQ+ এসব এ্যলফাবেট সেক্সদের প্রতি আমাদের অসন্মান দেখানো ঠিক না, এরা তার ছিড়া বা সিক যাই হউক আল্লাহ তার বান্দারে এমন বানাইছে আমি তারে ক্রিটিসাইজ করার কে?

১৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪০

কলিমুদ্দি দফাদার বলেছেন:

আমার মনে হ্য় গে সেক্সুয়ালিটী এক্টা জীনগত সমস্যা। ঘটনা সত্য। ইহা অনেক প্রাচীন কাল থেকে ই‌ বিদ্যমান।‌ এমনি এদেশের জমিদারদের মধ্যে এমন কিছু কার্যক্রম বা মনোরঞ্জনের ব্যবস্থা ছিল। কিন্তু কাহিনী হইলো প্রাকৃতিক সমকামী যেমন আছে; তেমন আছে "ভাবধরা" সমকামী ও। লালনের মাজারে কি সব সাধক ই কি গঞ্জিকা খায়, কিছু বিখাউজ গাঞ্জুটি যায় ভাব ধইরা গাজায় ফুক দিতে।

সবচে ভয়ংকর লাগে ট্রান্সভেস্টাইটদের, এরা সামনে পড়লে আমি না চাইলেও আমার বোমির ভাব আসে। হ। এইটা ঠিক কইছেন। থাইল্যান্ড ট্রান্সজেন্ডার এতো পারফেকশনিস্ট পোলা নাকি মাইয়া বুঝা বড়ই মুশকিল। যাক আমার আবার এই ঝামেলায় পড়তে হয় নাই।

মজা, গাঁজা, বিবাহ বহির্ভূত সম্পর্কের মতো সমকামিতা ও ধীরে ধীরে সমাজে খাপ খাইয়ে যাবে। আমাদের ভাল লাগা বা না‌ লাগায় কিছু যায় আসবে না। তবে তাদের নিয়ে কোন কটু মন্তব্য না করাই ভালো।

১৭| ১৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: এই বিষয় গুলো নিয়ে আমি কিছু বলতে চাই না। এসব বিষয়ে আমি কিছুই জানি না। বুঝিও না।
জানতে চাইও না, বুঝতেও চাই না।

আচ্ছা, থাই বস্তির বিষয়টা কি?

১৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:
না‌‌ বুঝাই ভালো। আপনি সুখী মানুষ।

এতকিছু যখন বুঝেন নাই থাই বস্তির বিষয় টা ও আর বুঝতে হবে না।

কালকে আবার কে কি মন্তব্য করছে এক ফাঁকে আইসা দেইখা যাইয়েন।

১৮| ১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




লেখক বলেছেনঃ যদি ভুল করে না থাকি আরো দুইজন ব্লগার আপনার বিরুদ্ধে সমকামী ট্যাগ দেওয়ার অভিযোগ এনেছে; আবার একজন আমার খুবই প্রিয় নারী ব্লগার।
=========================
এরা হচ্ছে ব্লগের ভাইরাস। দুষ্টু লোক। এদের কথায় কান দিবেন না।

এইসব উড়াধুরা টয়াগবাজি করে বেড়ানো, লেজওয়ালা ব্লগার আপনার 'প্রিয়' ব্লগার!!!!


১৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২০

কলিমুদ্দি দফাদার বলেছেন:
"টয়াগবাজি" আবার কি জিনিস????
আচ্ছা যাইহোক, সামুর এখন মরণোত্তর সময়! আপনার আইডিয়ার ঝোলা থেকে সামুকে কোন
"সঞ্জিবনী" খিলান না? যাতে করে সামু তার যৌবন ফিরে পেয়ে টগবগে ঘোড়ায় মত দৌড়ায়!
কিংবা আপনার তো টাকা-পয়সা ও কম নাই, সামুতে আর্থিক বিনিয়োগ করে ও একটি অংশের মালিক হোন
ধরেন, ব্লগে আপনি লগইন করলে মিউজিক বেজে ই "সালাম সালাম, হাজার সালাম"
প্রিভিলেজ পাওয়া রাজকীয় ব্লগার হবেন তখন।


১৯| ১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:১৯

নতুন বলেছেন: আরেকটা বিষয় কিছু মানুষ ১০০% গে << ১০০% স্ট্রেইট হয় কারনটা আমাদের ভ্রুন থেকে বেড়ে উঠার মাঝে আছে।

মায়ের গভ্রের ১-৫ সপ্তাহ ফিটাস নারী বা পুরুষ বোঝা যায় না। একই কাঠামো। ৫ সপ্তাহ থেকে Y ্ক্রোমজম থেকলে সেটা পুরুষ হতে শুরু করে।

এখানে এই হরমনের কারনে পরিবর্তন শুরু হয়। এবং ফিটাস নারী বা পুরুষের শরিরের কাঠামো সম্পর্ন করে।

এখন যদি ঐ হরমান ঠিক মতন না হয় কোন সমস্যা হয়, বেশি বা কম হয় তবে শরিরের কাঠামো পুরুষের মতন হলেও মন থেকে নারীর মতন হতেও পারে, বা নারীর কাঠামো পেলেও ব্রেনে যৌনতার পছন্দ পুরুষের মতন হয়ে যায়।

আমার মনে হয় এটা সপ্টওয়ার ইন্সটলেরস সময় একটা ঘাপলা মাত্র।

তাই আমার মতে এই যৌনতার পছন্দের কারনটা আমাদের নিয়ন্ত্রনে নাই। তাই আমি কারুর পছন্দের কারনে তাকে দোষ দেই না। যেমনটা মানুষ হা হাতে কাজ করে, এটা তার ব্রেনের গঠনের জন্য হয়, পছন্দের কারনে না।

১৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:

তাই আমার মতে এই যৌনতার পছন্দের কারনটা আমাদের নিয়ন্ত্রনে নাই। এর পিছনে তো একটা বৈজ্ঞানিক বা জেনেটিক ব্যাখা অবশ্যই আছে। এর বাইরে সমকামিতা প্রত্যক মানুষের মধ্যে কম-বেশি আছে। ধর্মীয় দৃষ্টিকোণ বা সামাজিক বাধ্যবাধকতা অনেকে তা নিয়ন্ত্রণ করে বা এরিয়ে যায়। যেমন হুমায়ুন আহম্মেদ "ঘেটুপুত্র" কমলা ছবিটি‌ নিশ্চয়ই দেখেছেন।‌ এই সময়ে জমিদারদের কিশোরী বয়সী ছেলেদের কন্যা সাজিয়ে নিজেদের মনোরঞ্জনের করতো। তাই বলে কি এখন তারা "হোমোসেক্সুয়াল" বা জন্ম থেকে এমন বিষয়টি এমন তো নয়! ইহা ছিল তখনকার ভোগবিলাস বা মনোরঞ্জনের অন্যতম মাধ্যম।

সব ব্যপারগুলো প্রাকৃতিক বলে এতো সরলীকরণ করা যাবে না। পশ্চিমা মিডিয়ার প্রভাব সহ বিকৃত প্রচারনা সহ সমাজের ইহা বৈধতা দেওয়া পিছনে অন্যতম কিছু কারন। হটাৎ করে গত কয়েক দশকে সমকামীর সংখ্যা হটাৎ এতো বৃদ্ধি পাওয়ার কোন যৌক্তিক কারন দেখছি না। আমি নিজে ও অনেক বন্ধু বান্ধব কে জিজ্ঞেস করেছি তারা কেন সমকামী? কেউ বা মেয়ের নিকট আঘাত পেয়ে আবার কেউ বা আসে এক্সপ্রোর করতে অর্থনৈতিক সাহায্য সুযোগ সুবিধা জন্য সমকামীর সংস্পর্শে থাকে আবার কিছু নিউ ট্রেন্ড বা ফ্যাশন দেখে আকৃষ্ট হয়।

২০| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০৪

নতুন বলেছেন: সব ব্যপারগুলো প্রাকৃতিক বলে এতো সরলীকরণ করা যাবে না। পশ্চিমা মিডিয়ার প্রভাব সহ বিকৃত প্রচারনা সহ সমাজের ইহা বৈধতা দেওয়া পিছনে অন্যতম কিছু কারন। হটাৎ করে গত কয়েক দশকে সমকামীর সংখ্যা হটাৎ এতো বৃদ্ধি পাওয়ার কোন যৌক্তিক কারন দেখছি না।

অবশ্যই প্রচারের কারনে প্রসার হয়েছে।

আগে মানুষ ৪সাম বা অন্য রকমের বিষয় জানতো না। এখন মানুষ পর্ন দেখে শিখছে, আমাদের সমাজে কিছু মানুষ আছে।

এই জন্যই মাঝে মাঝে ignorance is bliss B-) এটা সত্যি বলে মনে হয়।

১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:২৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:

আগে মানুষ ৪সাম বা অন্য রকমের বিষয় জানতো না। এখন মানুষ পর্ন দেখে শিখছে যা কইলেন মিয়া!!! তবে ঘটনা সত্যি :P সবকিছুর সহজলভ্যতা আর অবাধ এক্সসেসের কারনে ইহা নিয়ন্ত্রণ করা মনে হয় সম্ভব নয়। সামনে আরো কত সাম নয়া কি কি আসে সেইটা এখন দেখার পালা! আরো কত ফেন্টাসি.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.