![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Skull বা মাথার খুলি মানব অঙ্গের জটিল একটি পার্ট । যারা মেডিকেলে পড়েন তারা বুঝবেন এটার এনাটমিকাল স্ট্রাকচার কতটা জটিল । মাথায় আছে ২২টি হাঁড় বা Bone । এর মধ্যে ১৪টা আমাদের মুখের অংশ গঠন করে আর ৮টা মাথার মূল অংশ অর্থাৎ ব্রেইন প্রোটেক্ট করে । আমরা মুখ দিয়ে যে কথা বলি এই কথা বলা আর খাওয়ায় সাহায্য করে ম্যাক্ঝিল্লা আর ম্যান্ডিবল নামের দুটো হাঁড় । এছাড়াও আছে নাকের অংশে নাসাল বোন, ভোমার, নাসাল কংকা । আছে জাইগোমেটিক বোন, ল্যাক্রিমাল বোন । মাথায় আছে ফ্রন্টাল, ফেরাইটাল আর অক্চিপিটাল বোন । শুধু কী বোন বা হাঁড়েই শেষ ? এখানে আছে ১২ জোড়া ক্রেনিয়াল নার্ভ, ব্রেইন, মাসেল, ব্লাড ভেসেল, লিম্প নোড আর বিভিন্ন ধরণের গ্ল্যান্ড । চিন্তাও করা যায় না মানুষের মস্তিষ্ক এত উন্নত, এত সূক্ষ আর এত উর্বর ভাবে তৈরি করা হয়েছে! তারপরও দেখেন আজ মানুষের কী অবস্থা ? সমান্য বিষয় নিয়ে তারা কত মারা-মারি, কত কাটা-কাটি করে। ক্ষমতা পাওয়ার জন্য কত দুর্নিতি, কত বেআইনি কাজ করে । সম্পত্তি টাকার লোভে তার আপন লোক এবং নিজের ভাইকেও হত্যা করতে কুন্ঠা বোধ করে না । আসলে অন্য প্রাণীর বিচারে এদের মাথায় যথেষ্ট পরিমাণ এলিম্যান্ট আছে কিন্তু ঘিলু জিনিসটা নেই ।
©somewhere in net ltd.