![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গর্ভধারণের ফলে গর্ভবতী মায়ের নানা ধরণের শারীরিক পরিবর্তন হতে পারে । এ ব্যাপারে সকলের সম্যক ধারণা থাকা প্রয়োজন:-
.
১. গর্ভবতী মায়ের ওজন প্রায় ২০ থেকে ২৪ পাউন্ড বেড়ে যায় ।
.
২. এ সময় বাচ্চার ওজন ৬ থেকে ৭ পাউন্ড বৃদ্ধি পায় ।
.
৩. জরায়ুর ওজন ১.৫ থেকে ২ পাউন্ড বৃদ্ধি পায় ।
.
৪. বিপাকক্রিয়া ১৫% বেড়ে যায়!
.
৫. পুষ্টির চাহিদা বেড়ে যায় ।
.
৬. রক্তের পরিমাণ এবং ব্লাড প্রেসার বেড়ে যায় ।
.
৭. শ্বাসপ্রশ্বাসের হার বেড়ে যায় ।
.
৮. স্তনের ওজন ১.৫ থেকে ২ পাউন্ড বৃদ্ধি পায় ।
.
৯. সকাল বেলার প্রস্রাবের সাথে করিওনিক গোনেডোট্রপিন হরমোন পাওয়া যায় ।
.
১০. খাওয়ায় অরুচি দেখা দেয় ।
.
১১. এমিনিওটিক রসের ওজন ৩ থেকে ৪ পাউন্ড বৃদ্ধি পায় ।
.
একটা বিশেষ বিষয়ে সবার জানা দরকার প্রেগনেন্ট মাকে সকল ধরণের ঔষধ দেয়ার ব্যাপারে সাবধান হোন । যদি তা সামান্য প্যারাসিটামলও হয় । মায়ের যত্ন নিন, এতে মা এবং সন্তান দুজনেই সুস্থ থাকবে ।
২| ১৬ ই মে, ২০১৪ রাত ১:৩৯
নতুন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৪ রাত ১:৩২
কথার_খই বলেছেন: ধন্যবাদ