![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংবাদপত্র এবং মিডিয়াগুলোতে রিসেন্ট সময়ে ভায়াগ্রা ট্যাবলেট নিয়ে বেশ বিভ্রান্তিকর তথ্য পাওয়া যাচ্ছে । ভায়াগ্রা ট্যাবলেটের মূল বিভ্রান্তি হচ্ছে এই ট্যাবলেট নাকি যৌন উত্তেজক! মেডিকেলে যারা পড়েন বা ড্রাগ বিষয়ে যাদের জ্ঞান আছে তাদের কাছে বিষয়টি খুবই হাস্যকর মনে হবে । ভায়াগ্রা সিলডেনাফিল গ্রুপের একটি ঔষধ । যা বাজারে ১০০ মি. গ্রা. ট্যাবলেট হিসেবে পাওয়া যায় । এরকম আরেকটি ঔষধ হচ্ছে টডফিল গ্রুপের সিয়ালিস । এ জাতীয় ঔষধগুলোতে যৌন উত্তেজক কোনো এলিমেন্ট নেই । এই ড্রাগগুলো ডাক্তাররা সাধারণত ইরেকটাইল ডিসফাংশান বা ধ্বজভঙ্গ রোগের চিকিৎসায় ব্যাবহার করেন । ভায়াগ্রার মূল কাজ হচ্ছে পুরুষাঙ্গে রক্ত চলাচল বাড়িয়ে এর দৃঢ়তা বৃদ্ধি করা । কিন্তু ইদানিং ড্রাগসটি কোনো ধরণের প্রেক্রিপশান ছাড়াই মানুষ যৌন উত্তেজক ট্যাবলেট হিসেবে গণহারে ব্যবহার করছে । কিন্তু এটা খুবই ক্ষতিকর, বিশেষ করে যাদের হার্টের সমস্যা এবং উচ্চরক্তচাপ তারা এই ড্রাগ কোনোভাবেই ব্যাবহার করতে পারবেন না । এতে দৃষ্টিশক্তি হারানো এবং মৃত্যুর মত ঘটনাও ঘটতে পারে । এ বিষয়ে সকলের সচেতন হওয়া খুবই প্রয়োজন । এ ব্যাপারে সকল প্রকার নেতিবাচক প্রচারণা থেকে বিরত থাকুন ।
২| ১৬ ই মে, ২০১৪ রাত ১১:৪৪
এনাটমি বলেছেন: যারা মানুষের অজান্তে এভাবে বিভ্রান্তি ছড়ায় তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া দরকার । মানুষ ড্রাগসটির সাইড ইফেক্ট না জেনে অনেক খারাপ কাজে এটি ব্যাবহার করে আসছে । সে ব্যাপারেও তাদের সচেতন করা দরকার ।
৩| ১৭ ই মে, ২০১৪ সকাল ৯:৫৯
তানজিব বলেছেন: ভাই Sildenafil পাওয়া যাচ্ছে ২৫, ৫০ ও ১০০ মি.গ্রা. ট্যাবলেট আকারে আর Tadalafil পাওয়া যাচ্ছে ৫, ১০, ২০ মি.গ্রা. ট্যাবলেট আকারে।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৪ রাত ১০:৪৭
হোসেন মনসুর বলেছেন: সাধারন অসাধারন সব কথাই প্রকাশ্যে বলা উচিৎ। যারা সাধারন তারা সাধারন তথ্য এবং যারা অসাধারন তারা তথ্যকে গ্রহণ করবে।