নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবরুদ্ধ অনিক

অমানুষের প্রতিবিম্ব

অবরুদ্ধ অনিক › বিস্তারিত পোস্টঃ

যে ভালোবাসায় শেষ বলে কোন শব্দ নেই

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৭

বিট্টু বাবার সাথে মেলায় অাসল।
প্রচন্ড ভীড়।বিট্টুকে বাবা বলল,
"বিট্টুরে,এ তো দেখছি মানুষের
মেলা বসেছে।জিনিসের নয়।অামার
হাতটা শক্ত করে ধরে রাখিস।নয়ত
হারিয়ে যাবি।"
বিট্টু বলল,
"না বাবা,অামি তোমাকে ধরব না।
তুমি অামাকে ধরে রাখো।হয়ত
অামি তোমার হাত ভূল
করে ছেড়ে দিতে পারি।কিন্তু
অামি জানি তুমি অামার হাত
কোনদিন ছাড়বে না।"
কথাটা শুনে বাবার চোখের কোনায়
একফোটা অশ্রু জন্ম নিল।ঠোঁটের কোনায়
একচিলতে মৃদ্যু
হাসি নিয়ে বাবা বিট্টুর হাতটা শক্ত
করে চেপে ধরল।
বাস্তবিক জীবনেও একই।সন্তানরা ভুল
করে হয়ত জীবন নামের রঙ্গমেলার
মানুষের ভীড়ের
মাঝে মা বাবাকে ছেড়ে একসময়
চলে যায়।কিন্তু মা বাবা অামৃত্যু
তাদের সন্তানের সাথেই থাকেন।সেই
মা বাবার ঠাঁই বৃদ্ধাশ্রম অথবা ফুটপাত,
যেখানেই হোক না কেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.