![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অামি কষ্ট পাব না।ঢের হয়েছে।
তুমি ভালো অাছো তা তো জানি।
তোমার সিথির সিঁদুর,হাতের
শাখাপলা অামার জন্য নয় জানি।
তুমি এখন প্রতিটি রজনীতে অন্যের
বক্ষপাজরে মিশে থাকো তাও
জানি।
সব জানি।তবু বেঁচে অাছি।
বেঁচে থাকব।ঈশ্বর বাঁচিয়ে রাখবেন।
হয়ত তোমারই মত কেউ একজন অামার
জন্য সিথিতে সিঁদুর পরবে।
হাতে শাখাপলা পরবে।
অামি মরে গেলে বিধবার বেশ ধারন
করে চোখের জলে ভাসবে।
বেঁচে অাছি।বেঁচে থাকব।একরাশ
অাশা নিয়ে।মরব কেন?হারিয়ে যাব
কেন?জীবনের মানে তো শুধু তুমি নও।
ঠিক নয় কি....
©somewhere in net ltd.