নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবরুদ্ধ অনিক

অমানুষের প্রতিবিম্ব

অবরুদ্ধ অনিক › বিস্তারিত পোস্টঃ

একটি পেট্রোলবোমার অাত্মকথা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

অামি একটি পেট্রোলবোমা।
বর্তমান পরিস্থিতিতে জন মানুষের
অন্যতম ভয়াবহ অাতংক।
অথচ দেখুন এই মানুষই কিন্তু
অামাকে এইরূপে রূপান্তর করেছে।
বোমায় রূপ দেয়ার পূর্বে অামার
অবস্থান ছিল
একটি পেট্রোলপাম্পের ট্যাংকের
ভেতর।কথা ছিল শকটের
ইঞ্জিনে জ্বলেপুড়ে নিঃশেষ
হয়ে মানুষের যাতায়াত
চাহিদা মিটিয়ে অবশেষে বিষাক্ত
গ্যাসে রূপান্তরিত হয়ে বাতাসের
সাথে অন্তরীন হব।কিন্তু তা হল না।
জনৈক ভদ্রলোক
অামাকে বোতলবন্দি করে রাজপথ পার
হয়ে কোনএক কোলাহলপূর্ণ গলির
ভেতর দিয়ে একটি ছোটখাট বাসায়
নিয়ে এসেছিল।অতঃপর নিজস্ব
কায়দায় অামাকে বর্তমান রূপ
দিয়েছে।
এখন অামি একটি থলের
ভেতরে অবস্থান করছি।কিছুক্ষন পর
অামাকে নিয়ে যাওয়া হবে
পিকেটিং এ অস্ত্র
হিসেবে ব্যবহার করতে।অামার
মাথার উপরে মোটাসোটা পাটের
দড়িটুকুতে অাগুন
লাগিয়ে ছুড়ে মারা হবে কোন এক
পাবলিক
বাসে,সিএনজিতে অথবা কোন
বিশালাকার পন্য পরিবাহী ট্রাকে।
মুহুর্তেই জ্বলে উঠব।
জ্বালিয়ে ফেলব সব।পরিবহনের
ভেতরে থাকা নরম গদিটাকে।
নির্দোষ নিষ্পাপ শিশুটিকে।
অঙ্গার করে ফেলব গ্রাম
থেকে শহরে বেড়াতে অাসা
ছেলেটিকে।
মুখমন্ডল,হাত,পা,শ্বাসনালী
পুড়িয়ে ফেলব পরিবারের একমাত্র
উপার্জনক্ষম লোকটির।
কলেজগামী লাবন্যময়ী সেই
মেয়েটির
মুখমন্ডলটিকে ঝলসে দিয়ে বিভৎস
করে ফেলব।
অথবা ট্রাক ড্রাইবারকে,তার
হেল্পারকে,যারা কিনা জীবিকার
তাগিদে গাড়ি নিয়ে রাস্তায়
নামবে,তাদের ট্রাকসমেধ
পুড়িয়ে কয়লা করে ফেলব।
বার্ন ইউনিটের অারো কিছু
বেডে ভর্তি হয়ে যন্ত্রনায়
কাতরাবে মানুষগুলো।স্বজনদের
অাহাজারীতে ভারী হবে
হাসপাতালের পরিবেশ।মা তার অবুঝ
সন্তানটির পুড়ে যাওয়ার
দেহে পাখার বাতাসে ক্ষনিকের
জন্য প্রশান্তি প্রদানে নিরন্তর
প্রচেষ্টা চালিয়ে যাবে।
পোড়া চামড়ার গন্ধে নিঃশ্বাস
বন্ধ হয়ে অাসবে সবার।
এসব কিছুর জন্য নিজেকে বড়
দায়ী মনে হয়।কিন্তু বিশ্বাস
করুন,অামি নিরুপায়।অাগুনের
সংস্পর্শে এলে জ্বালিয়ে
পুড়িয়ে নিঃশ্বেষ করা অামার
নীতি।অামি অামার নীতির
সাথে অাপোষ করার
ক্ষমতা রাখি না।।
যা অাপনারা রাখেন।
অাপনারা মানুষ।
মানবতা অাপনাদেরই নীতি।অথচ সেই
নীতিকে অগ্রাহ্য করার মত
ক্ষমতা তৈরি করে ফেলেছেন সহজেই।
যা মহাবিশ্বে অার কেউ পারে নি।
স্বীয়
নীতিভঙ্গ করে অামাকে, অামার
নীতিকে ব্যবহার করে ক্ষমতার
লোভে নিজের
স্বজাতীকে পুড়িয়ে মারছেন।
অাসলেই,অাপনারাই স্রষ্টার
সৃষ্টি সেরা জীব।
সেরা নাহলে কি নিজের নীতি ভঙ্গ
করার মত দুর্বার
ক্ষমতা তৈরী করতে পারতেন!
যাহোক,অনেক কিছু বলে ফেললাম।
অামাকে ব্যবহার করার সময়
ঘনিয়ে এসেছে।একটু পরেই
অামাকে ছুড়ে মারা হবে কোন এক
পাবলিকবাসে,সিএনজিতে অথবা
পন্যপরিবাহী কোন ট্রাকে।
স্বার্থসিদ্ধির লোভে,স্বীয়
নীতিকে বলি দিয়ে অামার
নীতিকে ব্যবহার করে.........

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫

নিলু বলেছেন: ভালো , লিখে যান

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫২

অবরুদ্ধ অনিক বলেছেন: ধন্যবাদ :)

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

হেজাজের কাফেলা বলেছেন: চমৎকার!

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৯

অবরুদ্ধ অনিক বলেছেন: ধন্যবাদ ভাই। @হেজাজের কাফেলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.