নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবরুদ্ধ অনিক

অমানুষের প্রতিবিম্ব

অবরুদ্ধ অনিক › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন কিছু জ্বলন্ত বাক্যশিখা

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৬

টিএসসিতে দেশের সোনার ছেলে
ছাত্রলীগের কতিপয় সদস্য জনৈক
নারীকে বিবস্ত্র করে মোবাইল
ফোনে কিছু ফটো অাবদ্ধ করলেন।অার
সেই ফটো ফেবু-টুইটার-ব্লগ সহ
সামাজিক যোগাযোগ সাইটে ছড়িয়ে
দিয়ে প্রতিবাদে ফেটে পড়লেন
গোটাকয়েকজন অনলাইন চেত্নাধারী
এবং কয়েকটি অনলাইন নিউজ
ওয়েবসাইট।অার সেই ফটোর নিচে
ঘাসপাতাভোজী ছাগু সমাজ
উৎফুল্ল চিত্তে অানন্দ প্রকাশ করে
কাফের মালাউন দের বৈশাখী
অনুষ্ঠানে বোরকা-হিজাব বিহীন
ভাবে অংশ গ্রহন করায় ওই নারীর উপর
খোদার গজব বলে অাখ্যায়িত করলেন।
অবরুদ্ধ অনিক সেই সমস্ত ছাগুসমাজের
কাছে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে
চায়.....
হিজাব-বোরকা কি ফেবিকল অথবা
সুপারগ্লু লাগিয়ে পড়ে?যে টাইট হয়ে
শরীরে অাটকে থাকবে।টান দিলে
খোলা যাবে না?
হিজাব বোরকাতে তালা দেয়ার
সিস্টেম অাছে?যে চাবি ছাড়া
খোলা সম্ভব নয়!
নাকি পাসওয়ার্ড সেট করার সিস্টেম
অাছে?হ্যাকড হলেও রিস্টোর করা
সম্ভব!
কোনটা?
-
শুনুন ধর্ম প্রান মোল্লা-মুন্সি-মুমিন
ভাইয়েরা,
অাল্লাহ অাশরাফুল মাখলুকাত অাদম
জাতিকে দুইটি
হাত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন।
বামহাত,ডানহাত।পৃথিবীতে এসে
অাদমজাতি অারো একটি হাত
নিজেরা তৈরী করেছেন।যা কিনা
অজুহাত বলে সমাধিক পরিচিত।যার
প্রয়োগ অাপনারা যথাযথ সময়ে ধর্মের
উপর দিয়ে চালিয়ে দেন।
একটি মেয়ের ইজ্জত রক্ষার জন্য বোরকা
অথবা হিজাব কখনোই যথেষ্ঠ নয়।
,যতদিননা পুরুষজাতি বিপরীত লিঙ্গের
দেহলালসা থেকে নিজেদের মুক্ত
করতে পারে।
নিজেদের সংযত করুন,পারিপার্শ্বিক
সবাই সংযত হবে।ধর্মের দোহাই দিয়ে
মানুষের মা বোন কে গালিগালাজ
করে নিজেদের পরিচয় স্পষ্ঠ করবে না
প্লিজ।
গালিগালাজ হুমকি ধামকি দিয়ে ভয়
দেখানো যায়,ধর্মের চিরসত্য অমীয়
বানী প্রচার সম্ভব নয়।
-
অার সেই মালাউন ছেলে লিটন
নন্দী,যে কিনা ত্রিশ-পঁয়ত্রিশ জনের
বিশাল গ্যাং এর পরোয়া না করে
বিবস্ত্রা মহিলাকে নিজের পাঞ্জবী
দ্বারা অাচ্ছাদিত করে ইজ্জত রক্ষার
অাপ্রান চেষ্টা করেছেন তার প্রতি
রইল অারেক মালাউন অঞ্জন কুমার দে
ওরফে অবরুদ্ধ অনিকের ৪৭ ইঞ্চি সিনার
টানটান অহংকার।
জাষ্ট প্রাউড অফ হিম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.