নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবরুদ্ধ অনিক

অমানুষের প্রতিবিম্ব

অবরুদ্ধ অনিক › বিস্তারিত পোস্টঃ

বাধ্যবাধকতায় বেঁচে থাকা

০৭ ই মে, ২০১৫ বিকাল ৫:১২

এই ভরদুপুরে একসূর্য কড়া রোদ মাথায়

নিয়ে ৬ তলা

বিল্ডিং এর ছাদে রেলিং এর উপর

ঠায় বসে থাকা

ছেলেটার মগজে শুধু তার ছোট্ট

জীবনের কিছু ভয়ানক

অভিজ্ঞতার স্মৃতি ঘুরপাক খাচ্ছে

বারংবার।জ্বলন্ত

কাঠি থেকে নির্গত নিকোটিনের

ধোঁয়া তার হৃদপৃন্ডে

কিছুটা শান্তির স্পর্শ বোলাচ্ছে।

মাথার ঘাম নাকের ডগা হতে চুইয়ে ৬

তলা থেকে সোজা

নিচে মাটিতে অাছড়ে পড়ছে।

ছেলেটার ভাবনায় এল,ঠিক এমনি

ভাবে রেলিং এর কোন

এক ধার ঘেষে সেও যদি কিছুমূহুর্তের

জন্য শূনে গা

এলিয়ে দিতে পারত তবে হৃদয় খুড়ে

যাওয়া সমস্তটুকু

কষ্টের প্লাবন রাঙ্গাজলের সাথে

বেরিয়ে যেতে পারত

কয়েক টুকরো সময়ে।চিরন্তন ভাবে সে

হাওয়ায় মিলিয়ে

পৃথিবীর নিষ্ঠুরতা থেকে সহজেই মুক্তি

পেতে পারত সে।

কিন্তু বাস্তবতা,

সে অপারগ।তার রয়েছে সহস্র পিছুটান।

বাবা তাকে নিয়ে

প্রতিটি দিনের শেষে হাজার স্বপ্নে

ডুবে যায়।মা তাকে

বেঁচে থাকার অবলম্বন হিসেবে মেনে

নিয়েছে তার

জন্মের পরবর্তী মূহুর্ত থেকেই।ছোট

ভাইটি তার হাত

ধরেই পৃথিবীর ময়দানে পা বাড়াবে

বলে অাশার হাত ধরে

বসে অাছে।তার প্রতি রয়েছে একটি

মাত্র বোনের

সহস্রকোটি ভরসা।

তাই ছেলেটির জীবিত সমাধি অাজ

পর্যন্ত পৃথিবীর সাথে

টেক্কা দেয়ার অাপ্রান চেষ্টা

চালাচ্ছে প্রতিমুহুর্তে....

শুধু তার প্রিয়জনদের স্বপ্ন,অবলম্বন,

অাশা,ভরসাগুলোকে নির্বিঘ্নে

জিইয়ে রাখার বিশাল এক

অভিপ্রয়াসে....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.