![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকাসোকা মানুষ, কঠিন কথা বুঝিনা। মৌলবাদের গুষ্ঠি কিলাই। লিখতে ভাল্লাগে তাই লিখি। যোগাযোগ: [email protected]
কানিজ আলমাসের বিউটি পার্লার পারসোনায় (যেখান থেকে আমার বোন-ভাবীরা বিয়ের সাজ সেজে আসে, কিংবা স্পেশাল অকেশনে সাজতে যায়) চেঞ্জিং রুমে হিডেন ক্যামেরা পাওয়া গেছে। এ ব্যাপারটা যখন প্রথমবারের মত জানতে পারি ব্লগার অগ্নিলার কাছ থেকে; আমি ওই মহিলাকে বেনিফিট অফ ডাউট দিতে আগ্রহী ছিলাম- হয়তো ব্যাপারটা কোনো নিম্নরুচির কোনো পুরুষ কর্মী করেছে, তিনি হয়তো বিষয়টা সম্পর্কে জানতেন না। আর একজন নারী হয়ে তিনি এভাবে শত-সহস্র নারীকে এক নিমেষে বাজারের পণ্য করবেন কিভাবে? আমার মনে হয়েছিলো সেটা সম্ভব না।
(কেউ যদি এখনো এই ঘটনা সম্পর্কে অজ্ঞ থেকে থাকেন, তাহলে ব্লগার অগ্নিলার পোস্ট ঘুরে আসেন। Click This Link)
আমি আশা করছিলাম এই ঘটনা যখন আলমাস সাহেবানের কানে পৌঁছাবে, তিনি রাগে ফেটে পড়ে তাৎক্ষণিকভাবে দোষীকে খুঁজে বের করে তাকে পুলিশে সোপর্দ করবেন। আর সেটা করলে তাঁর ইমেজ বিন্দুমাত্র কমতো না, আর পারসোনারও নামডাকের কোনো ঘাটতি হোতো না। বরং, মিডিয়ায় কয়েকদিন এ নিয়ে চর্চার ফলে আরো বেশ কিছু মানুষ পারসোনার নাম জানতো; আর এবার নারীরা নির্ভয়ে সেখানে যেতে পারতো, কারণ চেঞ্জিং রুমে হিডেন ক্যামেরা যাতে কেউ লাগাতে না পারে- সে ব্যাপারে যথেষ্ট সাবধানতা কর্তৃপক্ষ নিচ্ছে.......
কিন্তু তিনি সেটা করেননি। বরং, তিনি সবক’টা প্রতিবাদীর গলা টিপে ধরেছেন। পুলিশ পুরো ঘটনাটা জেনেও মামলা করতে নারাজ, তারা চায় যে ভদ্রমহিলার চেঞ্জিং রুমে কাপড় পাল্টানোর ভিডিও কয়েকজন পুরুষ কম্পিউটারের সামনে বসে তারিয়ে তারিয়ে উপভোগ করেছে- তিনি পুলিশের কাছে এসে লিখিত কম্প্লেইন করবেন। স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ যে বাদী হয়ে মামলা দিতে পারে, কিংবা রাষ্ট্র নিজেই বাদী হয়ে মামলা করতে পারে- এই ব্যাপারগুলো হঠাৎ আমাদের পুলিশ প্রশাসন আর সরকার বেমালুম ভুলে গেছে। কে জানে! হয়তো ওই হিডেন ক্যামেরায় তোলা কিছু ভিডিও গুলশান থানার পুলিশ অফিসারদেরকে সাপ্লাই করা হয়েছে ঘুষ হিসাবে!
এরপর মানুষ তাঁর কাছে জবাব চায় পারসোনার ফেসবুক পেইজে (https://www.facebook.com/yourpersona)। প্রথম দিকের সব কমেন্টই ভদ্র এবং নম্র ছিলো, কারণ কেউ পারসোনা কর্তৃপক্ষকে এই ঘটনার নেপথ্যে কল্পনা করেনি তখনও। কিন্তু পারসোনা এসব প্রশ্নের উত্তর না দিয়ে সব কমেন্ট মুছে দিতে থাকলো। বেশি বেশি কমেন্ট করলে ব্যান করতে থাকলো। এক পর্যায়ে কুলাতে না পেরে পেইজ বন্ধ করে দিলো। তারপর সব জঞ্জাল সাফ করে এখন ওরা আবার খুলেছে এবং বহাল তবিয়তেই আছে।
মিডিয়াও এই খবর ছাপেনি। বলা বাহুল্য, তিনি নিজে মিডিয়া ব্যাক্তিত্ব হয়ে মিডিয়া তো পকেটে নিয়েই ঘোরেন। কাজেই, আমার অনুমান- একটা দুইটা ফোনকল করেই তিনি ব্যাপারটা সামাল দিয়েছেন। পুরা দেশের মানুষ এই ঘটনার ব্যাপারে কিছুই জানবেনা; ফেসবুক আর সামুতে আর কয়জন মানুষ ঢোকে?
কানিজ আলমাসের মত ক্ষমতার দম্ভে অন্ধ নারীকে সম্মান দেখানোর কোনো কারণ নাই। তার কর্মকান্ড থেকে এটা পরিষ্কার যে পারসোনা কর্তৃপক্ষ জেনেশুনেই এই হিডেন ক্যামেরাগুলো বসিয়েছিলো এবং এগুলো থেকে তাদের প্রচুর কাঁচা টাকার উপরি আয় হয়, যে কারণেই তারা এই ব্যাপারটা ধামাচাপা দেয়ার জন্য উঠেপড়ে লেগেছে। এই উপলব্ধির পরে আমি ফেসবুক স্ট্যাটাস দিই: “পারসোনার মত বড় বড় বিউটি পার্লার চেঞ্জিং রুমে হিডেন ক্যামেরা রেখে পর্নোগ্রাফির ব্যবসা করছে। কানিজ আলমাসের মত রাঘব-বোয়াল ক্ষমতার দাপটে সব মিডিয়ার মুখে তালা ঝুলিয়েছে; কোনো পত্রিকা বা টিভি চ্যানেল এই খবরটাকে ছাপার/দেখানোর যোগ্য বলে মনে করেনি। ধন্য আমার মগের মুল্লুক। দেশের লাখো মা-বোনকে ডিজিটাল পতিতা বানিয়ে ফেলেও মানুষ দু-একটা ফোনকল করে পার পেয়ে যায়!”
এবার একটু ভিন্ন প্রসঙ্গ। এটা কানিজ আলমাস সম্পর্কে না, আপনার সম্পর্কে। হ্যাঁ, আপনাকে বলছি। আপনি- যিনি এতক্ষণ ধরে কষ্ট করে আমার পোস্ট পড়েছেন, এবং পুরো পোস্টের কোণায় কোণায় অনুসন্ধানী দৃষ্টিতে যৌনতা খুঁজে বেরিয়েছেন। আপনি, যিনি আশা করছিলেন- এই পোস্টে আমি ওই নারী গ্রাহকের কাপড় পাল্টানোর দৃশ্যের একটা রসালো বর্ণনা দেবো। হ্যাঁ, আপনাকেই বলছি। আপনারই কোনো জাতভাই বিকল্প মিডিয়ার পেইজে এই ভিডিওর ইউটিউব লিংক প্রকাশের দাবি জানিয়েছে। আপনারই আরেক জাতভাই লিখেছে- ‘যেমন কর্ম তেমন ফল’। অর্থাৎ, কোনো মেয়ে বিউটি পার্লারে সাজতে গেলে তাকে লেংটা করে ভিডিও তুলে বাজারে বিক্রি করে দেয়াই যথার্থ। হ্যাঁ, আপনাকে এবং আপনার দোসরদেরকেই উৎসর্গ করছি আমার শেষ প্যারা।
হিডেন ক্যামেরা ভিডিওর বাংলাদেশে এত গ্রাহক বলেই আজকাল রোকেয়া হলের বাথরুম থেকে কানিজ আলমাসের পিন্ডির ভেতর পর্যন্ত হিডেন ক্যামেরা পাওয়া যায়। আর সেগুলো নীলক্ষেত থেকে কিনে নিয়ে বাসায় গিয়ে বসে যান তেলের শিশি নিয়ে। ধরুন, হঠাৎ যদি কখনো সেখানে আপনার MILF মায়ের ভিডিও চলে আসে তখন কি করবেন? বীর্যস্খলনের অন্তিম মুহুর্তে কি হাত সরিয়ে নেবেন আপনার লিঙ্গ থেকে- নাকি করেই যাবেন যা করছিলেন? প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে। উত্তর প্রত্যাশী নই; প্রশ্নটা নিজেকে একবার করে দেখুন শুধু।
২| ০১ লা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩১
শিকদার বলেছেন: জ্বালাময়ী পোস্ট। আসুন এদের রুখে দেই। এবং অনুভব করি দেশে কি হচ্ছে। আল্লাহ্ আমাদের রক্ষা করুন- আমিন
৩| ০১ লা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩১
নরকের দেবদূত বলেছেন: কালকে এই নিউজ দেখে ভেবেছিলাম আজকের পত্রিকাগুলোর টপ নিউজগুলোর একটা হবে এই নিউজ, আর আজকে পুরো পত্রিকা খুঁজেও কোন নিউজ পেলাম না।
৪| ০১ লা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৩
অগ্নিলা বলেছেন: উনি মালামালের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার প্রয়োজনীয়তার কথা বলছেন। মানলাম কিন্তু সেই ক্যামেরা চেঞ্জরুমে দেবার যুক্তি কি? সেটা মহিলা কোন নিরাপত্তা কর্মী দেখলেও আমার আপত্তি আছে, আমার অজান্তে দেখলে আরও আপত্তি আছে।
মালামাল নিরাপদ রাখার জন্য লকার বা এমন কিছুর ব্যাবস্থা করা উচিত ছিল। সেটা হত সবচেয়ে ভাল ব্যাবস্থা। "হারমনি স্পা" তে সেরকম ব্যাবস্থাও আছে খুব কঠিন কিছুই না।
০১ লা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৫
আম-আঁটির ভেঁপু বলেছেন: ব্যাপারটা মহিলা না পুরুষ দেখছে- সেটা গৌণ প্রশ্ন। কারো নগ্ন কিংবা অর্ধনগ্ন অবস্থ তার অনুমতি ছাড়া ভিডিও করা কোনোভাবেই কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য না।
৫| ০১ লা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫১
অাবু জাফর বলেছেন: পারসোনা নামের বানান টা দেখেন=পরন
৬| ০১ লা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৬
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কানিজ আলমাস কে বলছি : আপনার কি লজ্জাসরম নাই?? এতবড় একটা কাজ করতে পারলেন??? আপনার মেয়েকে কি আপনি ওই রুমে পাঠাতে পারতেন??? নিজে গিয়েছে কখনো ওই রুমে?? পারবেন আপনার ছোট বোনকে পাঠাতে ওই রুমে??? সিট গার্ল আপনাকে ধিক। থু মারি আপনার মুখে
৭| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ৮:০১
নিষ্কর্মা বলেছেন:
হা হা হা
কানিজ আলমাস কি MAL বা Most Attractive Lady-দের মালামাল বলেছেন কিনা তাই জানা প্রয়োজন!
আর চেঞ্জ রুমের ভেতরে MAL বা Most Attractive Lady ছাড়া আর কি মালামাল থাকতে পারে?
মহিলারা আমার কথায় মাইন্ড খাইয়েন না।
০১ লা অক্টোবর, ২০১১ রাত ৮:০৪
আম-আঁটির ভেঁপু বলেছেন: হুমমম
৮| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ৮:০৫
মোঃ দেলোয়ার হোসেন বলেছেন: সমাজের মূল্যবোধের যে কি পরিমানে অবক্ষয় হয়েছে তা এ ঘটনা থেকে বুঝা যায়। অপেক্ষায় আছি আর ৫ বছর পর কি শুনবো আর কি দেখবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন।.......................
০১ লা অক্টোবর, ২০১১ রাত ৮:৩৭
আম-আঁটির ভেঁপু বলেছেন: সেটাই...
৯| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ৮:১১
মোসাব্বির বলেছেন:
আমার ধারণা হিডেন ক্যামেরা বসানো হয়েছে কর্তৃপক্ষের জ্ঞতসারে এবং সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে। ফেসবুকের কমেন্ট মুছে দেওয়া, পেজ বন্ধ করা বা কানিজ আসলামের নিজের মন্তব্য থেকেই তা স্পষ্ট বুঝা যায়।
সামুর মত মিডিয়া সহ অন্যান্য মিডিয়ার মুখ টাকা দিয়ে বন্ধ করে উনি উনার ঔদ্ধত্য প্রকাশ করেছেন। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানও উনার ব্যাপারে নিরব দর্শকের ভূমিকা নিয়েছেন।
এরকম একটা সুশীল পর্ণ ব্যবসায়ী হাতে নাতে ধরা খাওয়ার পরও যেভাবে দাপট দেখিয়ে বেড়াচ্ছে তা দেখে আমাদের বিবেক বলে যে একটা কিছু আছে আজ তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।
০১ লা অক্টোবর, ২০১১ রাত ৮:৩৭
আম-আঁটির ভেঁপু বলেছেন: আমাদের বিবেক পরতে পরতে ধুলার আস্তরণে চাপা পড়ে গেছে।
১০| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ৮:২০
ShusthoChinta বলেছেন: এতকিছুর পরও অনেকেই এই মহিলার সাফাই গাচ্ছেন,এই সামুতেই তার পক্ষে পোষ্ট আসছে! সত্যিই সেলুকাস! সুশীলরা কোনভাবেই খারাপ হতে পারেনা,কারণ তারা তো সুশীল! এই চরম জঘন্য সামাজিক অবক্ষয়ের জন্য যদি কেউ পুরোপুরিভাবে সুশীলদের দায়ি করে তাহলে কি সেটা ভুল হবে? আমার তো মনে হয় না!
০১ লা অক্টোবর, ২০১১ রাত ৯:৪৬
আম-আঁটির ভেঁপু বলেছেন: সুশীল শব্দটাকে কীভাবে সঙ্গায়িত করবেন- সেটার উপর নির্ভর করছে। সুশীল শব্দটা কারো বাপের সম্পত্তি না।
১১| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ১০:১৩
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: পোস্টের সাথে একমত পোষণ করলাম
১২| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ১০:১৫
ShusthoChinta বলেছেন: অবশ্যই সেটা কারো বাপের সম্পত্তি নয়,তবে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে সুশীল বলেছি। মিউচুয়াল সেক্স মতবাদের প্রবক্তা ভিকির প্রিন্সিপাল, মিউচুয়াল সেক্সের স্বার্থক রুপকার প্রখ্যাত নাট্যকার অরুণ চৌধুরী,ফ্যাশনবিষয়ক বিখ্যাত গাভিষক কানিজ আলমাস এরা কি বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধি নন? এদেরকে তো আমরা অহরহ মিডিয়ায় সুশীল টাইপ বাণী ছাড়তে দেখি। যদি এরা সুশীলগোত্রিয় হন তাহলে আপনার বক্তব্য প্লীজ!আলমাস এরা কি বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধি নন? এদেরকে তো আমরা অহরহ মিডিয়ায় সুশীল টাইপ বাণী ছাড়তে দেখি। যদি এরা সুশীলগোত্রিয় হন তাহলে আপনার বক্তব্য প্লীজ!
০১ লা অক্টোবর, ২০১১ রাত ১০:২২
আম-আঁটির ভেঁপু বলেছেন: আমি নিজেকে সুশীল মনে করি। আমার কাছে সুশীলের সংজ্ঞা আমার মতো। টিভি চ্যানেলে মিডিয়ায় এসে নিজেকে সুশীল দাবি করলেই কেউ সুশীল হয়ে যায় না। এরা যখন টিভিতে এসে কথা বলবে, তখন টিভি বন্ধ করে বসে থাকবেন। আপনি-আমি-আমরাই এদেরকে সেলিব্রিটি বানিয়েছি। কোন পাথরের উপর বসে মানুষ সকালবেলা হাগবে আর কোনটাকে শিবলিঙ্গ করে পূজা করা হবে- সেটাতে পাথরের কোনো হাত নাই।
১৩| ০২ রা অক্টোবর, ২০১১ রাত ১২:৪৫
লুথা বলেছেন:
কানিজ তো বেশ্যা, সে এইসবের কি আর বুঝবে
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:২৭
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: আপনার পোষ্টের সাথে ১০০ ভাগ সহমত