নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম-আঁটির ভেঁপু

কবে যাবো পাহাড়ে... কবে শাল মহুয়া কণকচাঁপার মালা দেব তাহারে....

আম-আঁটির ভেঁপু

বোকাসোকা মানুষ, কঠিন কথা বুঝিনা। মৌলবাদের গুষ্ঠি কিলাই। লিখতে ভাল্লাগে তাই লিখি। যোগাযোগ: [email protected]

আম-আঁটির ভেঁপু › বিস্তারিত পোস্টঃ

নিউটনের মাধ্যাকর্ষণ সূত্রের প্রমাণ এবং অপ্রমাণ সংক্রান্ত দু'টি কথা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪

ফেসবুকে দেখলাম, জনৈক গর্দভ মাধ্যাকর্ষণ নীতি অর্থাৎ ল অফ গ্রাভিটেশন ভুল প্রমাণের দাবি করেছে। প্রমাণ হিসেবে দেখিয়েছে- যে পানি বাষ্প হয়ে সে ধোঁয়া আকাশে উড়ে যায়। যাঁরা বিজ্ঞান ভালো বোঝেন না, তাঁদের জ্ঞাতার্থে দু’টি কথা বলতে চাই।



জলীয় বাষ্প যে আকাশে উড়ে যায়- সেটাও আসলে মাধ্যাকর্ষণেরই প্রমাণ। একটা উদাহরণ দিই: বিভিন্ন মেলায় অনেক সময় এমন কিছু খেলনা বিক্রি হয়- যেগুলোকে যেভাবেই রাখুন না কেন, সেগুলো উঠে সোজা দাঁড়িয়ে যায়। এদেরকে ধরে কাত করে দিলেও এগুলা আবার সটান সোজা হয়ে যায়। কারণ কী? কারণটা খুব সোজা: এদের নীচের দিকের ভর বেশি, ওপরের দিক হালকা। মাধাকর্ষণ আছে বলেই নীচের অংশের ওজন বেশি এবং নীচের অংশ সবসময়ই নীচে থাকতে চায়। ঠিক একই কারণে পানির নীচে নিঃশ্বাস ছাড়লে সেটার বুদবুদ মাধ্যাকর্ষণের বিপরীতে উপরে উঠে আসে। এটা মাধ্যাকর্ষণেরই প্রমাণ: যার আকর্ষণ বেশি, সে তত নীচে থাকবে; যার আকর্ষণ কম সে ততই উপরে উঠে যাবে।



জলীয় বাষ্প যেহেতু উত্তপ্ত, তাই এর কণাগুলো পার্শবর্তী বাতাসের তুলনায় খুবই হালকা। সে কারণেই এরা উপরে উঠে যায়। যদি মাধ্যাকর্ষণ না থাকতো, তাহলে এরা ফুটন্ত পানির চারধারে ঘিরে থাকতো; উপরে উঠে যেতো না। মাধ্যাকর্ষণের সবথেকে বড় প্রমাণই হচ্ছে আমাদের বায়ুমন্ডল। সবাই জানেন যে মহাশূন্যে বায়ুমন্ডল নেই। কারণ- মহাশূন্যে মাধ্যাকর্ষণও নেই। যে যৎসামান্য বাতাসটুকুতে আমরা বেঁচে থাকি, সেটা পৃথিবীর জন্মের পর থেকে পৃথিবীর গায়ের সাথে লেগে আছে। এটা উড়ে হাওয়া হয়ে যাচ্ছে না। এর কারণ হলো- মাধ্যাকর্ষণ। পৃথিবীর আকর্ষণেই এটা পৃথিবীর সাথে লেপ্টে আছে।



আশা করি সবার ভুল বোঝাবুঝি এখানেই কাটবে। সবাই লেখাটা জেনারাল নলেজ ভেবে শেয়ার করলে বাধিত হবো।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩০

অপু তানভীর বলেছেন: নিউটন আপেল গাছের তলে বসেছিল ! তার মাথায় আপেল পড়েছিল তাই নিউটন মাধ্যাকর্ষণ নীতি আবিস্কার করেছিল ।
আর উক্ত ভদ্রলোক নারিকেল গাছের নিচে বসেছিল ! বাংলাদেশে আপেল গাছ নাই তো তাই ! তার মাথায় ঝুনো নারকেল পড়েছিল তাই তিনি মাধ্যাকর্ষণ নীতির ভুল আবিস্কার করেছেন !

=p~ =p~ =p~

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২০

আম-আঁটির ভেঁপু বলেছেন: :P :P :P :P :P

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

খাটাস বলেছেন: নিজের ব্যাখ্যা টা ভাল লিখেছেন।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

নতুন বলেছেন: লিংক টা দেন...

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯

আম-আঁটির ভেঁপু বলেছেন: লিংক ওপেন হইতেসেনা কেন জানি

Click This Link

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৬

অরিন্দম বোস বলেছেন: অপু তানভীর বলেছেন: নিউটন আপেল গাছের তলে বসেছিল ! তার মাথায় আপেল পড়েছিল তাই নিউটন মাধ্যাকর্ষণ নীতি আবিস্কার করেছিল ।
আর উক্ত ভদ্রলোক নারিকেল গাছের নিচে বসেছিল ! বাংলাদেশে আপেল গাছ নাই তো তাই ! তার মাথায় ঝুনো নারকেল পড়েছিল তাই তিনি মাধ্যাকর্ষণ নীতির ভুল আবিস্কার করেছেন ! :-B

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৮

চলতি নিয়ম বলেছেন: লেখাটা ভালো লাগলো।++ =p~

আর গর্ধভ টা জনৈক না ভুরিভুরি এমন গর্ধভ দেখা যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.