নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ

অনিক মাহফুজ

অনিক মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

"র" এবং "ড়" এর ব্যবহার

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৮

বাংলা ভাষায় "পড়া" এবং "পরা" এই শব্দদুটির ব্যবহার

নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। কখন "ড়"

এবং কখন "র" হবে এটা নিয়ে সবার মধ্যেই কাজ

করে দ্বিধাদ্বন্দ্ব আর অজ্ঞতার

কারণে বাংলা বানানে হয়ে যায় অনিচ্ছাকৃত ভুল।

আজকের সংক্ষিপ্ত আলোচনায় এই ভুল এড়ানোর

চেষ্টা করব এবং ব্যবহার

নিয়ে সংক্ষেপে আলোচনা করব।



|পরা|



১. পরমা বা মুখ্যা অর্থে ব্যবহৃত হয়।

২. পরিধান করা না দেহে ধারণ করা অর্থে "পরা"

লিখতে হবে। যেমন : কাপড় পরা।

৩. আতিশয্য বা বৈপরীত্য বুঝাতেও পরা লিখতে হবে।

যেমন : পরাক্রম বা পরাজয়।



এবার আসা যাক "পড়া" প্রসঙ্গে। এর ব্যবহার বহুমাত্রিক। এই বহুমাত্রিকতাই হয়তোবা দ্বিধাদ্বন্দ্বের কারণ

হতে পারে। তবে সঠিক জ্ঞান এই সমস্যার সমাধান

করে বাংলা ভাষার মর্যাদাকে সমুন্নত রাখতে পারে।

আমার সীমাবদ্ধ ও সামান্য জ্ঞানে এর সমাধান নিয়েই

বাক্য ব্যয় করব। আসুন দেখি....



|পড়া|



১. অধ্যয়ন করা বুঝাতে। যেমন : সে পড়ছে।

২. পতিত হওয়া বুঝাতে। যেমন : গাছ থেকে পড়া।

৩. স্মরণ বা উদয় হওয়া বুঝাতে। যেমন : মনে পড়েছে।

৪. আবদ্ধ বা ধরা পড়া বুঝাতে। যেমন : চোর ধরা পড়া

৫. শরীর এলিয়ে দেওয়া বুঝাতে। যেমন : শুয়ে পড়া।

৬. ধরা বা লাগা বুঝাতে। যেমন : মরিচা পড়েছে।

৭. বিবাহিত হওয়া বুঝাতে। যেমন : মেয়েটি বড়

ঘরে পড়েছে।

৮. আক্রমণ হওয়া বুঝাতে। যেমন : ডাকাত পড়েছে।

৯. আক্রান্ত হওয়া বুঝাতে। যেমন : রোগে পড়া।

১০. সূচনা বা আরম্ভ হওয়া বুঝাতে। যেমন : শীত পড়েছে।

১১. ঝরা বা নিঃসৃত হওয়া বুঝাতে। যেমন : বৃষ্টি পড়া।

১২. মূল্য বা দাম হ্রাস হওয়া বুঝাতে। যেমন : সবজির দাম

পড়ে গেছে।

১৩. বিপদগ্রস্ত বা বিপন্ন হওয়া বুঝাতে। যেমন :

বিপদে পড়া।

১৪. নত হওয়া বুঝাতে। যেমন : পায়ে পড়া।

১৫. উৎপাটিত হওয়া বুঝাতে। যেমন : দাঁত পড়েছে।

১৬. পশ্চাৎপদ হওয়া বুঝাতে। যেমন : পিছনে পড়া।

১৭. ব্যথিত বা খরচ হওয়া বুঝাতে। যেমন : দাম কত পড়ল?

১৮. শান্ত হওয়া বুঝাতে। যেমন : রাগ পড়া।

১৯. মিলিত হওয়া বুঝাতে। যেমন : নদী সাগরে পড়েছে।

২০. সৃষ্ট হওয়া বুঝাতে। যেমন : ছানি পড়া।

২১. জনশূন্য থাকা বুঝাতে। যেমন :

বাড়িটি খালি পড়ে আছে।

২২. আছাড় খাওয়া বুঝাতে। যেমন :

পা পিছলে পড়ে গেছে।

২৩. অবনতি হওয়া বুঝাতে। যেমন : তাদের

অবস্থা পড়ে গেছে।

২৪. বিগলিত হওয়া বুঝতে। যেমন : গলে পড়া।

২৫. বাকি পড়া বুঝাতে। যেমন : অনেক

টাকা বাকি পড়ে আছে।

২৬. অবসান প্রাপ্ত হওয়া বুঝাতে। যেমন :

বেলা পড়ে গেছে।



২নং ছাড়া বাকি ২৫টি বিশেষ্য পদ আর ২নং হল

ক্রিয়া পদ। আরও দুটি ক্রিয়া পদ হল পাতিত

করা এবং ধরানো (যেমন : ছাতা পড়ানো) অর্থে ব্যবহৃত

হলে।

নিচের অর্থদুটি বিশেষণ পদে ব্যবহৃত হয়।

# অকর্ষিত বা অনাবাদি হওয়া বুঝালে। যেমন :

পড়া জমি।

# পরিত্যক্ত হওয়া বুঝালে। যেমন : পড়া মাল।



অনিক মাহফুজ

৬/১১/১৩

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


কাজের একটা পোস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২০

এহসান সাবির বলেছেন: ভালো পোস্ট।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪১

অনিক মাহফুজ বলেছেন: ধন্যবাদ কান্ডারী।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৭

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: সচেতনতা মূলক পোস্টার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এখন বিভিন্ন বানান আর রীতি দেখে অনেক দ্বিধায় পড়ে যাই।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৩

প্রিন্স ঠাকুর বলেছেন: অনিক মাহফুজ,

আপনাকে অনেক অনেক ধন্যবাদ

কষ্ট করে এই রকম একটা সুন্দর পোষ্ট দেওয়ার জন্য। আমি আশা করি এই পোষ্টটি পড়লে সবার উপকার ছাড়া অপকার হবে না।


ভালো থাকবেন সবসময়...

৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১২

অনিক মাহফুজ বলেছেন: ধন্যবাদ আপনাদের কষ্ট করে পোস্টটি পড়ার জন্য। "ি" এবং "ী" এর পোস্টটি পড়ার অনুরোধ রইল। কোন উপকারে আসতে পারে আপনাদের।

৭| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:০৪

ডট কম ০০৯ বলেছেন: ঊত্তম পোষ্ট। কাজে লাগবে। অনেক ধন্যবাদ অনিক মাহফুজ ভাই।

৮| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:২৬

নীল ভোমরা বলেছেন: হুমম...... পোস্ট পড়লাম। পরে কাজে লাগবে.......যদি শব্দ গঠনের সময় ঠিক ঠিক মনে পড়ে!

৯| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:১৯

অনিক মাহফুজ বলেছেন: ধন্যবাদ।

১০| ১২ ই মে, ২০১৪ দুপুর ১:১৬

নিরব পাঠকং বলেছেন: কাজে লাগবে, ধন্যবাদ,,

১১| ১২ ই মে, ২০১৪ দুপুর ১:৪১

ভারসাম্য বলেছেন: ভাল পোষ্ট কিন্তু আসলটাই তো নেই! প্রেমে পড়া বাদ পড়ল কেন? ;)

রবীন্দ্রনাথ এর 'হৈমন্তী' গল্পের একটা অংশ মনে পড়ে গেল,
বিবাহের অরুণোদয় হইল একখানি ফোটোগ্রাফের আভাসে। পড়া মুখস্থ করিতেছিলাম। একজন ঠাট্টার সম্পর্কের আত্মীয়া আমার টেবিলের উপরে শিশিরের ছবিখানি রাখিয়া বলিলেন, 'এইবার সত্যিকার পড়া পড়ো-- একেবারে ঘাড়মোড় ভাঙিয়া।'

পরা/পড়া নিয়ে অনেক তো পড়ালেন, প্রেমে পড়াটায় লেখায় পরিয়ে দিন। +++

১২| ১৪ ই মে, ২০১৪ রাত ২:২৩

অনিক মাহফুজ বলেছেন: পোস্টটি লিখতে গিয়ে এতবার পড়েছি যে প্রেমে পড়ার কথা মাথায় আসেনি। :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.