![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ। প্রেম আমার ধর্ম। স্বাধীনতা আমার রাজনীতি। ভালোবাসা আমার আদর্শ।
বর্ষার নীল আকাশে খন্ড খন্ড সাদা মেঘ উড়ছে
রাধাচূড়ার লালে লাল হয়ে গেছে চারদিক
ঘাসে সবুজ হয়ে উঠেছে সামনের মাঠ
কিন্তু কি যেন নেই, এই রিক্ত হৃদয়ে
অসীম শুন্যতায় কল্পনা করি তোমায়
একটু স্পর্শ, মমতামাখা কন্ঠ
আর দূর্লভ চাহনির প্রত্যাশায়
এই তপ্ত হৃদয়ের অন্তঃস্থলে
সর্বদাই খুজে ফিরি তোমায়।
২| ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮
পবিত্র হোসাইন বলেছেন: আবেগী ।