![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ। প্রেম আমার ধর্ম। স্বাধীনতা আমার রাজনীতি। ভালোবাসা আমার আদর্শ।
ভুলে-ভরা আমার জীবন
- মহাদেব সাহা (আমূল বদলে দাও আমার জীবন)
ভুলে-ভরা আমার জীবন, প্রতিটি পৃষ্ঠায় তার
অসংখ্য বানান ভুল
এলোমেলো যতিচিহ্ন; কোথাও পড়েনি ঠিক
শুদ্ধ অনুচ্ছেদ
আমার জীবন সেই ভুলে-ভরা বই, প্রুফ দেখা
হয়নি কখনো।
প্রতিটি পাতায় তাই রাশি রাশি ভুল, ভুল
কাজ, ভুল পদক্ষেপ
আমার জীবন এ আগাগোড়া ভুলের গণিত,
এই ভুল অঙ্ক আমি সারাটি জীবন ধরে কষে কষে
মেলাতে পারিনি
ফল তার শুধু শূন্য, শুধু শূন্য, শুধু শূন্য।
আমি সব মানুষের মতো মুখস্ত করিনি এই জীবনের
সংজ্ঞা, সূত্র আর ব্যাকরণ
রচনা বইয়ে পড়া মহৎ জীবনী দেখে আমি
কোনোদিন শুরু করিনি জীবন,
দেখেছি প্রত্যহ আমি সকালের কাজ বিকেলে
কীভাবে পুরোপুরি ভুল হয়ে যায়
বিকেলের কাজ রাতের আগেই মনে হয়
ভুলের ধুলোতে ছেয়ে গেছে।
আমার জীবন এই ভুলে-ভরা দিনরাত্রির কবিতা
অসংখ্যা ভুলের নুড়ি ও পাথর
হয়েছে থলিতে তার জমা
আমার জীবন একখানি স্বরচিত ভুলের আকাশ
আমি তার কাছ থেকে কুড়াই দুহাত ভরে
কেবল স্বপ্নের হাড়গোড়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৪
অনিন্দ্য ইরশাদ বলেছেন: জানা নাই।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: এ বছর মহাদেব সাহার নতুন কোনো কবিতার বই বের হয়েছে?
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:০২
বর্ণিল হিমু বলেছেন: বুলে বড়া গিবন আমার......
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৪
অনিন্দ্য ইরশাদ বলেছেন: গিবন না গেবন হবে বাই ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: এ বছর মহাদেব সাহার নতুন কোনো কবিতার বই বের হয়েছে?