নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস করার বিশ্বাস রাখুন

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০০


মানুষই ভুল করে। কোন মানুষ ফেরেস্তা নয় যে তার প্রত্যেকটা কাজ হবে ভুলহীন। মাঝে মাঝে আমাদের সেই প্রিয় মানুষটাও ভুল করে। অনেক সময় কেউ তার ভুল স্বীকার করে আবার অনেকে তাও করে না। যারা ভুল স্বীকার করে না তাদের নিয়ে আসলে বলার কিছু রাখে না। কিন্তু যারা করে তারাও তা করার পর মাঝে মধ্যে পস্তায় যে কেন স্বীকার করলাম। না করলেও তো ভাল হতো। হয়ত সে স্বীকার না করলে আপনি ধরতেও পারতেন না। আবার হয়তো পারতেনও।

কেউ যখন ভুল স্বীকার করে তখন প্রিয় মানুষটির কাছে তখন সে এটা মাথায় রেখে স্বীকার করে যে আপনি তাকে বুঝবেন। তাকে ছেড়ে যাবেন না। সব ভুল তার ভুলে গিয়ে তার উপর আবারো বিশ্বাস রাখবেন।

আমরা অনেকেই তা করি না।আমাদের মনে হয় যে একবার ভুল করতে পারে সে বারবার করতে পারে। আমি বলবোনা যে সে আর ভুল করবে না। হয়তো করবে। হয়তো কি হবে না হবে ভেবে আপনি তো আর তার উপর আশা উঠিয়ে নিতে পারেন না। হয়তো নিয়ে ভাবলে তো এই দুনিয়ার অনেক কিছু হতো কিংবা হতো না। এই হয়তো ভরসায় তো আর জীবন ছেড়ে দেওয়া যায় না।

মাঝে মাঝে তাদের এই ভুলের স্বীকারোক্তি শুনে অনেকেই কেউ হয়তো তাদের কাছের মানুষটাকে ছেড়ে যাই না। কিন্তু পাশে থেকেই প্রতিনিয়ত তাকে মনে করিয়ে দেই যে সে ভুল করেছিল একটা। খোঁচাতে থাকি সমানে। খুঁচিয়ে খুঁচিয়ে অতিষ্ঠ করে তুলি তার জীবন। এর থেকে শুরু সন্দেহের পথচলা। সে যদি কিছু নাও করে তারপরও চলে সন্দেহের চলা।

এই সন্দেহ রূপ নেয় ভয়াবহ হয়ে। যে নিজে সন্দেহ করে এটা তার জন্য মানসিক আশান্তির কারণ। আর যার উপর করে তার জন্য এটা চরম অশান্তির।

শুধুমাত্র এই সন্দেহের হাত ধরে নষ্ট হয়ে যায় অনেক সম্পর্ক। যার সাথে নষ্ট হয় অনেক গুলো মানুষের জীবন। তাই সময় থাকতে আপনার পাশের মানুষটাকে সম্মান দিন, সন্দেহ ছাড়ুন। বিশ্বাস করার বিশ্বাস রাখুন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৩

কানিজ রিনা বলেছেন: একবার দুইবার তিনবার ধরা পরার পর
আর বিশ্বাস থাকে বলুন?
যেখানে বিশ্বাস উঠে যায় সেখানে সংশারের
দাবানল লেগেই থাকে।
প্রিয় মানুষটি দিনের পর দিন বিশ্বাস ঘাতকতা
করে। প্রিয় অপ্রিয় হয়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৬

আনিসা নাসরীন বলেছেন: এতবার করাকে ভুল বলা যায় না। এটাকে বলা যায় অভ্যাস। এটা ক্ষমাযোগ্য নয়।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৩

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর লিখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৮

আনিসা নাসরীন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৫

নিহত ভবিষ্যৎ বলেছেন: শুধুমাত্র এই সন্দেহের হাত ধরে নষ্ট হয়ে যায় অনেক সম্পর্ক। যার সাথে নষ্ট হয় অনেক গুলো মানুষের জীবন। তাই সময় থাকতে আপনার পাশের মানুষটাকে সম্মান দিন, সন্দেহ ছাড়ুন। বিশ্বাস করার বিশ্বাস রাখুন।

যতার্থই বলেছেন আপু ,

এখন আমি আমার ভূল বুঝতে পেরে অনেক ফেরানোর চেষ্টা করেছি, ভূল স্বীকার না করলে মনে হয় এমন হত না কিন্তু, আর কি হয় বড্ড দেরী হয়ে গেছে। তাই অনুতপ্ত হওয়া ছাড়া কোন উপায় নেই :((

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭

আনিসা নাসরীন বলেছেন: শেষ একবার বলে দেখুন। যদি সত্যিই ভালবেসে থাকে তবে তিনি ফিরবেই।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৩

সম্রাট৯০ বলেছেন: ভুল শুধু ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিতে হয়, এতে কোন সমস্যা নেই, কিন্তু ভুল যদি পরিকল্পিত হয় অথবা নিজের ভুলকে শুদ্ধ করার জন্য মন গড়া যুক্তি দাড় করায় সেখানে বিশ্বাস ক্ষমা প্রশ্নই আসেনা।

শেষের কথার সাথে একটু যোগ করি- বিশ্বাসের মুল্য মানুষ পাবেই একদিন না একদিন,সেটা হয়তো জায়গা বদল করবে। হাজার জায়গায় বিশ্বাস হারিয়ে দেখা যাবে এমন একটা জায়গায় আপনার বিশ্বাসের মুল্য পাবেন যা আগের সব বিশ্বাস ভঙ্গের কষ্টের চেয়ে লক্ষ গুন বড় সুখ হয়ে ধরা দিবে, তাই জীবনে যত সমস্যায় পড়েননা কেন বিশ্বাস করতে গিয়ে তবুও বিশ্বাস করা থেকে সরে দাড়ানো ঠিক নয়।

জীবনের সাথে জড়িত পোষ্টের জন্য ধন্যবাদ

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪০

আনিসা নাসরীন বলেছেন: পরিকল্পনা করে করা ভুল ক্ষমার যোগ্যতা পায় না। শুধু মাত্র ভুল করে করা ভুল ক্ষমার যোগ্যতা পায়।
অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.