![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমাকে ফুলের মালায় বরণ করল, আর কে আমাকে জুতার মালায় বরণ করল ! তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেন সব সময় সত্য দ্বারা পক্ষপাত দুষ্ট হই। এটাই নিজের কাছে নিজের প্রত্যাশা।
আব্দুল গাফফার চৌধুরীর বক্তব্য আমি এই মাত্র শুনলাম। সেখানে ইসলামকে অবমাননা করে একটি শব্দও তিনি উচ্চারণ করেন নাই। বরং ইসলাম ধর্ম নিয়ে যে বিজনেস চলছে, ইসলামের যে ভুল ব্যাখা বাংলাদেশে প্রচলিত আছে সেগুলো তিনি একটি একটি করে পরিষ্কার করার চেষ্টা করেছেন। তিনি যথেষ্টই সংযমী বক্তা। তার বক্তব্যের মাঝে ইসলাম অবমাননা কর উক্তি কোনটি সেটা কি কেউ আমাকে পরিষ্কার করে বলতে পারবেন??
আব্দুল গাফফার চৌধুরী একজন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা। এক বাক্যে তিনি আমার দেশের সম্মান। তাকে নিয়ে মন্তব্য করার আগে যে কারোরই সংযমী হওয়া উচিৎ। নিঃসন্দেহে আন্দালিব রহমান পার্থ একজন ভালো বক্তা। এই একটি কারনেই তাকে পছন্দ করি। যে কোন সংসদ সদস্যদের থেকে সে খুব অনায়াসেই যুক্তি উপস্থাপন করতে পারে। সম্ভবত অধিকাংশ তরুণরাই আমার সাথে একমত হবেন।
কিন্তু পার্থর জ্ঞানের বহর যদি এটা হয় যে, "আব্দুল গাফফার চৌধুরীকে জুতা মারা সোয়াবের কাজ"। তা হলে আমার জুতাটা পার্থর মুখেই মারতে চাই।
আব্দুল গাফফার চৌধুরী বলেছেন-"আরবি ভাষা ৪০০০ বছর পুরাতন ভাষা। কাফেরদের তৈরি ভাষা। এটা কোন ইসলামিক ভাষা না। ইসলাম এই ভাষাকে এডপ করেছে।" এর মাঝে ভুল কোথায়??
ইসলামের জন্ম ১৪০০ বছর আগে। আরবি ভাষার জন্ম ৪০০০ বছর আগে। তা হলে আরবি ভাষা ইসলামিক ভাষা হল কি করে?? আল্লাহ্র যে ৯৯ টা নাম নিয়ে আমাদের আপ্লুত হওয়া খুব স্বাভাবিক। তাতে দোষের কিছু নাই। তিনি বলেছেন আপনি আল্লাহকে যে নামে ডাকছেন সেটাও তো কাফেরদের ভাষা।
সত্যি আমাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে। আছে বলেই আরবি ভাষার প্রতি আমাদের দুর্বলতা। অথচ ভাষা অর্জনে রক্ত দেওয়ার ইতিহাস কেবল আমাদেরই আছে।
এই সাধারণ বক্তব্য বুঝতে এরা এতো অপারগ কেন?? যদি নবী সঃ ভারতে জন্ম নিতেন তা হলে কোরআন লেখা হত হিন্দিতে। হিন্দি হত ইসলামিক ভাষা। তিনি বাংলাদেশে জন্ম নিলে বাংলা হত ইসলামিক ভাষা। এখানে ভাষা কোন মূল বিষয় না। বিষয় হল ম্যসেজ। তিনি স্পষ্টই সেটা বোঝাতে চেয়েছেন। তিনি একই সাথে ইসরাইল ও পাকিস্তানের সমালোচনা করেছেন। কেননা এই দুই রাষ্ট্রই সন্ত্রাসী রাষ্ট্র।
পার্থর ভোটের দরকার আছে। তাই সে মূর্খ বাঙ্গালীদের উস্কে দিতে একজন সম্মানিত মানুষকে নিয়ে নোংরা রাজনীতিতে নেমেছে। আশা করি জ্ঞানী, ধর্ম প্রান মুসলিমদের ভোটের দরকার নাই। আশা করি অন্তত তারা পার্থর এই বেয়াদবির জবাব দেবে। ইসলাম যদি মূর্খতাকে সমর্থন করে তো ভিন্ন কথা। আর ইসলাম যদি মূর্খতাকে সমর্থন না করে তবে আর কত দিন এই মূর্খতা বয়ে নিয়ে চলব আমরা??? আমরা ধর্মের আবেগে গদগদ হই আর এই ফাঁকে ফায়দা নেয় জামাত, বিএনপি কুকুরেরা। আর কত দিন আমরা তাদের হাতের পুতুল হব???
দেশটাকে মূর্খ করে ফেলার ধারাবাহিক প্লান চলছেই চলছে। শিক্ষিত সম্ভ্রান্ত মানুষদের দেশ ত্যাগ করতে বাধ্য করা, বুদ্ধিজীবী হত্যা, লেখক খুন, রাজনৈতিক নেতা খুন/গুম, জাতীর পিতাকে হত্যা, আর্মি অফিসার খুন, পিলখানা হত্যাকাণ্ড, ব্লগার খুন, আর কত??? সবাই এবারও মুখ বুজে থাকবে???
মৃত্যুর সময় জাহানারা ইমাম রাষ্ট্র দ্রোহী অপবাদ মাথায় নিয়ে মৃত্যু বরণ করেন। কিন্তু এই দেশ গঠনে তার ভূমিকাকে ছোট করে দেখা মানে দেশের জন্মকে অস্বীকার করা। বঙ্গবন্ধুকে স্বৈরাচার, লোভী অপবাদ দিয়ে হত্যা করা হল। আজ আবার একজন ভাষা সৈনিকের বিরুদ্ধে লাগা হয়েছে। জাতীর গর্বিত সন্তানেরা কি বার বার এই শুকরদের হাঁতে বলি হবে??? প্লিজ সুশীলতা ছেড়ে একটু আওয়াজ তুলুন। তরবারি তুলতে বলছি না। একটু আওয়াজ তুলুন।
২| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৪
দ্যা লায়ন বলেছেন: একজন অশিক্ষিত শয়তানের চেয়ে একজন শিক্ষিত শয়তান খুব বেশি ভয়ংকর। আন্দালিব হলো শিক্ষিত শয়তান।এবং তার দলের মত সেও ধর্ম ব্যবসার মাধ্যমে রাজনীতি করে।
৩| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৯
বিদ্রহীসূত বলেছেন: আপনার লেখার মধ্যে বেশ যুক্তি রয়েছে। পার্থ সাহেবের যে সমালোচনা করেছেন তাও বেশ চমৎকার। কিন্তু গাফ্ফার চৌধুরীর কথার মধ্যে যে আপনি সমালোচনার কিছুই খুজে পাননি এটা আপনার অন্ধত্ব।
তাদের মতো এমন প্রথিতযশা চিন্তাশীলরা যে মাঝে মধ্যে নিরাপদ দূরত্বে বসে কিছুদিন পর পর একেকটি ধর্মবিদ্বেষী মন্তব্য করেন, তারা কি এটা ভাবেন না যে, এর পরিণামে সৃষ্টি হতে পারে বিরাট অসন্তোষ, বিক্ষোভ, দাঙ্গা হাঙ্গামা, হতে পারে হরতাল, অবরোধ, ভাঙচুর, জ্বালাও পোড়াও ইত্যাদি? তাদের ভাষায় এই সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা যতই ধর্মান্ধ, অশিক্ষিত, কূপমণ্ডূক হোক, এদের ধর্মবিশ্বাস যে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য একটি বড় ফ্যাক্টর এ কথা থিংক-ট্যাংকরা ভুলে যান কীভাবে? তিনি অসচেতনভাবে এ কথা বলেন নি, কারণ তার বক্তব্যে লতিফ সিদ্দিকির প্রসঙ্গও এসেছে। তিনি বলেছেন যে, লতিফ সিদ্দিকীর মন্তব্য নিয়ে জাতির মধ্যে বিরাজিত ক্ষোভ এখনো প্রশমিত হয় নি। তথাপিও তিনি এমন মন্তব্য করলেন। তিনি কি একবারও চিন্তা করে দেখেছেন যে, যে কোনো রাজনীতিক বা ধর্মীয় বিক্ষোভ, সহিংসতা সামাল দিতে গিয়ে সরকারের কী পরিমাণ অর্থ, সময় নষ্ট করতে হয়? দেশের কী পরিমাণ ক্ষতি হয়? সাধারণ মানুষের কী প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হয়? এটি সুপ্রতিষ্ঠিত যে, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত একজন বুদ্ধিজীবী। সুতরাং তার এই উক্তি তার নেত্রীকে কতটুকু চিন্তিত ও বিচলিত করে তুলেছে সেটা তিনি জেনে নিতে পারেন।
এই কথিত মানবতাবাদী বুদ্ধিজীবীরা অনেক জ্ঞানী-গুণী সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের এই জ্ঞানকে তারা মানুষের কল্যাণে না অকল্যাণে ব্যবহার করছেন? তাদের কথায় কি মানবজাতি শান্তির দিকে অগ্রসর হচ্ছে নাকি অশান্তির বিষবাষ্প ঘনিয়ে উঠছে তা পাঠক-সমাজই বিবেচনা করবেন।
৪| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৬
সজিব্90 বলেছেন: Nijoom mujamdar পার্থ ভাই ছাএ , এটা পার্থ ভাইর জন্য কলংক , এমন কুলাংগার ছাএের জন্ম দিয়েছেন উনি।
৫| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:৫০
নিয়েল হিমু বলেছেন: আন্ডালিব পার্থ তো এমনি জানেন না ?
৬| ০৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:১৬
ভয়ংকর বিশু বলেছেন: আন্ডা-লিপ এর সাহস বেশী বাড়সে, এরে গন পিটুনি দেওয়া খুবই জরুরী।
৭| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৭
ইমরান আশফাক বলেছেন: আরবি ভাষা ৪০০০ বছর পুরাতন ভাষা। কাফেরদের তৈরি ভাষা। এটা কোন ইসলামিক ভাষা না। ইসলাম এই ভাষাকে এডপ করেছে।" এর মাঝে ভুল কোথায়??
সম্পূর্ন ভূল, সকল ভাষাই আল্লাহর কাছ থেকে এসেছে। আপনার ধারনা ইসলামের আত্নপ্রকাশের আগে আল্লাহর কোন অস্তিত্ব ছিলো না, তাই না? আপনি কি প্রমান করতে পারবেন একটা একক সমৃদ্ধ ভাষা মানুষ আজ পর্যন্ত আবিস্কার করতে পেরেছে? সকল ভাষাই আল্লাহর তরফ থেকে বিভিন্নভাবে আমাদের কাছে এসেছে বিভিন্ন রুপ অবগাহন করে।
৮| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৫
আনন্দ কুটুম বলেছেন: ইমরান ভাই, তা হলে কোরআন কেন বাংলা ভাষায় নাজিল হল না?? বা হিন্দি ভাষায়?? এগুলো কি আল্লাহ্র ভাষা না??
আর তা হলে এবার আমাকে বুঝিয়ে বলুন কাফেরদের ভাষা কোনটি???
৯| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৩
আনন্দ কুটুম বলেছেন: বিদ্রোহীসুত, মূর্খতা যদি কল্যাণকর হয় তবে আপনার কথাই সঠিক। যদি সেটা না হয় তবে তিনি তো সেই অন্ধকারই দূর করতে চেয়েছেন মাত্র। এর বাইরে তো আর কিছু না.।
এবার আমাকে বলুন ধর্ম নিয়ে ঠিক কি পরিমান কথা বললে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে না?? তার বক্তব্যের মাঝে ধর্ম বিদ্বেষী কথা আমি একদমই পাইনি। সে ক্ষেত্রে আমি অন্ধ। আমার অন্ধত্ব দূর করুন। স্পষ্ট করে বলুন কোন বক্তব্য বা কোন লাইন দ্বারা ধর্ম বিদ্বেষ দেখানো হয়েছে?? সেই সাথে আমাকে এটাও ক্লিয়ার করবেন বলে আশা করি ধর্মের ব্যপ্তি কতটুকু। যে আরবি / ফারসি/ উর্দু ভাষা নিয়ে গঠন মূলক আলোচনা কোন অর্থে ধর্ম বিদ্বেষী হয়?? আশা করি সুস্পষ্ট উত্তর পাব।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৯
নতুন বলেছেন: Click This Link
Nijhoom Majumder আন্দলিবের ছাত্র ছিলেন তিনি এই বিষয়ে খুব ভালই লিখেছেন।
"" কোথাকার কোন নিউজ পোর্টাল নিউজ করেছে গাফফার চাচা নাকি বলেছে আল্লাহর ৯৯ নাম নাকি কাফেরদের, আর চট করে আমাদের পার্থ ভাই কাছিমের মত মাথাটা বের করে এই চান্সে একটা ডায়লগ দিয়ে দিলেন। আমার এই শিক্ষককে আমি কোনদিন পশ্চিম দিকে ফিরে একটা আছাড় খেতে দেখিনি অথচ কি অবলীলায় তিনি আজ ইসলাম নিয়ে চিন্তিত, চিন্তিত কে কাফের আর কাফের নয় সেটি নির্ধারনে।""