নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনন্ত গৌরব

অনন্ত গৌরব › বিস্তারিত পোস্টঃ

অধিকার

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৯

জেল থেকে ছাড়া পেয়েছি আজ দুপুরে। পকেটে তোমার কাছ থেকে নেয়া ১২৬৩ টাকা ।হাটতে হাটতে তোমার বাসার সামনে যাবো ভেবেছিলাম । কিন্তু কি লাভ । এই ৫ বছর জেলে বসে শুধু তোমার কথাই ভেবেছি। একা একা কথা বলেছি। ছোট জেল সেলে সংসার করেছি ঝগড়া করেছি। তোমার দেয়া শার্টটা ঢিলেঢালা হয়ে গেছে। মুখভর্তি দাড়ি নিয়ে হাটছি বলে সবাই তাকিয়ে আছে। সেই চোখে শুধু বিষ্ময় আর অবহেলা। অনেক বার তোমার সেই ভয় পাওয়া অসহায় দৃষ্টি ভুলতে চেয়েছি, পারিনি। মনের দেয়ালে রক্তাক্ত তুমিই ছিলে। আসলে আমি মানতে পারি নি। হয়তো ভালোবাসতে পারিনি। ভালোবাসার চেয়ে অধিকার মনে করেছি বেশি। তাই তুমি যখন বললে তুমি আফিসকে ভালোবাসো তখন তোমার প্রতি রাগ হয়নি । কেমন লেগে ছিল তাও বোঝাতে পারবো না। তুমি আর কিছু না বলে চলে গেলে । আমি অনেক ভেবেছি , দিন রাত ভেবেছি। সে দিন রাতে তোমাকে যখন ছাদের ডাকলাম তুমি আসবে ভাবি নি। তুমি না আসলে হয়তো গল্পটা মধুর হতে পারত। তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে আমার এতোটুকূও কষ্ট হয়নি ।আসলে ভালোবাসতে পারিনি , অধিকার ভেবেছি শুধু।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৫

বিজন রয় বলেছেন: ভালবাসার রকমফের হয় বৈকি।

আরো বড় করে লিখতে পারতেন।

শুভকামনা।

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৫

অনন্ত গৌরব বলেছেন: ধন্যবাদ। লিখবো ভাবছি

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০০

অনন্ত গৌরব বলেছেন: আমার লেখা আসলে পড়ার যোগ্য কিনা বোঝার জন্য অল্প অল্প করে লিখতেছি

২| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সাংঘাতিক

সুন্দর হয়েছে লেখা

৩| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০১

ইসিয়াক বলেছেন: চমৎকার।

৪| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: প্রথম পাতায় কি আর কাউকে সুযোগ দিবেন না??

০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৮

অনন্ত গৌরব বলেছেন: পাশে থাকবেন শুধু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.