নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনন্ত গৌরব

অনন্ত গৌরব › বিস্তারিত পোস্টঃ

চাওয়া

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৭

সেবার গাড়ি থেকে পড়ে গিয়ে হাত ভাঙে গেল । সেও অনেক দিন । এখন আর মনে পড়ে না। ছেলে বেলার বন্ধুরাও মনে পড়ে না। কিছু স্মৃতি উকি দেয় মাঝে মাঝে । বিশ্বাস করো কিছু চাইনি আমি ।কোনো দাবি ছিল না । তবুও নীল শাড়ি পরা কেউ পাশ থেকে গেলে মনে হয় তুমি কিন্তু আমি চোখ বন্ধ করে বলতে পারি সে তুমি নও। তোমার সেই ঘন নিশ্বাস আজও আমার কানে বাজে ।আমার বুকের ভিতর মাথা দিয়ে তুমি আস্তে আস্তে দূরে সরে গেলে । রক্তে ভেসে গেলো আমার বুক । তোমাকে কবর দেয়ার পরে আমি কাদিনি । শুধু মাঝরাতে ঘুম ভেঙে চাদকে জিজ্ঞেস করি , খুব বেশি কি চেয়েছিলাম?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

শায়মা বলেছেন: আমার হাত ভেঙ্গেছিলো। পাও ভেঙ্গেছিলো। এমনকি মাথা ফেটে স্টিচও দেওয়া হয়েছে। :(

এরপরেও আমি বেঁচে আছি। ভাঙ্গা পায়ে নাচ শিখেছি। বাদ্যযন্ত্র বাঁজাতে। কাজেই চাওয়া ব্যপারটা অনেক কিছুই .....

চাইলেই অনেক কিছুই পারা যায় .... :)

২| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

চেষ্টা তো করতে হবে।
থেমে থাকলে চলবে না।

৩| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: রাস্তায় বের হলে খুব সাবধান থাকতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.