নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনন্ত গৌরব

অনন্ত গৌরব › বিস্তারিত পোস্টঃ

একটা সন্ধ্যা

০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:৫২

সন্ধ্যা প্রায় হয়ে এলো। আজ দুজনের ঘুরতে যাওয়ার কথা।পাঞ্জাবী পরে বসে আছি ।তোমার সময় লাগবে আরো। দরজা বন্ধ করে রেখেছো, দেখতেও দিচ্ছো না। সাজতে আর কত সময় লাগবে ? প্রায় ২০ মিনিট হয়ে গেল। দরজা খুলে বাইরে এলে তুমি। একটা মিষ্টি গন্ধ নাকে লাগলো , চোখ সরাতে ইচ্ছে করছে না । একটা হালকা রঙের শাড়ি, হাতে চূড়ি । শাড়ির ভাজ ঠিক করছ মনযোগ দিয়ে। উঠে এলাম আমি। আজ আমি কোথাও যাবো না। তোমাকে দেখবো। এই মায়াময় জীবনের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। ধন্যবাদ সুখের শেষটা দেখানোর জন্য।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: ব্লগিং করলে মন দিয়ে করুন।

০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১০:১৮

অনন্ত গৌরব বলেছেন: ধন্যবাদ। কিছু ভুল করলে ধরিয়ে দিবেন। ভুল ঠিক করার চেষ্টা করবো

২| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৪

জগতারন বলেছেন:
উপরের পোষ্টটি 'সামু'-এর জন্য না।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ। কিছু ভুল করলে ধরিয়ে দিবেন। ভুল ঠিক করার চেষ্টা করবো

আমার নিজের'ই ভুলের শেষ নেই।
ছবি উপরে দিবেন। লেখা নিচে দিবেন।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরেকটু বড় করে লিখবেন
শুভ ব্লগিং

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.