নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনন্ত গৌরব

অনন্ত গৌরব › বিস্তারিত পোস্টঃ

এই শহর

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ২:২৪

কিভাবে যেন অনেক দূরে সরে যাচ্ছি ,
এই শত বছরের পুরোনো শহরের আরো কিছু পাওয়ার ছিল।
কিছু পুরোনো প্রেমের চিঠি, বইয়ের ভাজে রাখা শুকনো গোলাপ।
জানো সব প্রেমগুলোই এক , এই শহর জানে
কত বার দেখেছে একজোড়া মন মিলে মিশে একাকার হয়ে যেতে।
হিসাব রাখে নি।
মন ভাঙলে কেন যেন কোনো শব্দ হয় না।
অথচ ওই নিরব একা বুকের ভিতরে কত চিৎকার ,কতো অভিযোগ লুকিয়ে আছে ।
এই শহর সব জানে।
তুমি যেদিন এই পথের বুকে শেষবার এসেছিল ,আমি পারতাম তোমাকে ফেরাতে।
কি লাভ , তুমিতো আমার নও।
আমি পারতাম তোমার হাত আকড়ে ধরতে , বুক ভাসিয়ে কাদতেও পারতাম।
কিন্তু কেন ? তুমিতো এ ব্যাকুলতার হাহাকার শুনতে পাওনা।
তোমার তো মাঝ রাতে ঘুম ভেঙ্গে একা লাগে না, আমার পুরোনো শার্টে আমার গন্ধ তুমি পাও না।
তাই যেতে দিয়েছি তোমাকে, যাবার সময় তুমি না বলে আমার মনটা নিয়ে চলে গেছো।
ফিরিয়ে দিতে পারবে? সেই পড়ন্ত বিকেলে জমিয়ে রাখা টাকায় দুই কাপ কফির ভালোবাসা, আমার পুরোনো শার্ট,তোমার আলতো ছোয়া?

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ২:৪৭

চাঁদগাজী বলেছেন:


এই সুন্দরী আপনার মনে কষ্ট দিয়েছেন?

ভালোবেসে সুখী হয়েছেন, এই ধরণের ব্লগার মাত্র ১ জন আছেন, রাজীব নুর; বাকী সবাই কষ্ট পেয়েছেন, মনে হয়।

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ২:৫০

অনন্ত গৌরব বলেছেন: ধন্যবাদ ।আমি এই তরুনীকে চিনি না। আর কষ্টতো সবার জীবনেই আছে। নিজের কষ্টটাকে সবাই বড় মনে করে। আমিও তাদের একজন।

২| ১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ৩:০৪

চাঁদগাজী বলেছেন:


অচেনা সুন্দরীর ছবিটা যোগ করে দিয়েছেন? আমি তো উনার উপর রেগেমেগে, উনার ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম।

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ৩:২৩

অনন্ত গৌরব বলেছেন: এটা শুধুই অনুভূতি ।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে

১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৩

অনন্ত গৌরব বলেছেন: ধন্যবাদ

৪| ১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: এর চেয়ে সুন্দর সুন্দর মেয়ের ছবি আমার কাছে আছে। লাগলে বলবেন।

১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২২

অনন্ত গৌরব বলেছেন: ধন্যবাদ

৫| ১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৫

সাইন বোর্ড বলেছেন: চমৎকার লিখেছেন, তবে শেষে খুব বেশি ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে ।

৬| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে ছবির মেয়েটাকে আমি চিনিতে পেরেছি।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৭

অনন্ত গৌরব বলেছেন: গুগোল থেকে নেয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.