নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনন্ত গৌরব

অনন্ত গৌরব › বিস্তারিত পোস্টঃ

অভ্যাস

১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩২




তোমাকে ভালোবাসা আমরা অভ্যাস হয়ে গেছে।
না চাইতেও ভালোবাসি তোমাকে, কারনে অকারনে ভালোবাসি।
ঘুমন্ত তোমাকে দেখে যাই, চুলে হাত বোলাই।
মনে করে দেখো কতোবার তুমি বলেছিলে আমার নিশ্বাস হতে চাও,
আমার শরিরে মিশে যেতে চাও।
সেটা কি শুধুই মোহ ছিল ? নাকি শুধুই একটা দেহের প্রতি কামনা?
আজ যখন আমি তোমার ,আমার স্পর্শে তুমি চোখ বন্ধ করে হারিয়ে যাওনা।
ব্যাকুল হয়ে অপেক্ষা করো না আমাকে কাছে পাওয়ার।
তবে কি আজ আমার সেটা অভ্যাস সেটা তোমার কাছে শুধু সংসার?
আমার হাত ধরে কত স্বপ্ন দেখিয়েছো তুমি।
কখনো তারার দেশে হারিয়ে গেছি, কখনো পড়ন্ত বিকেলে ভাড়া করা নৌকায় শান্ত নদীরে বুকে স্বপ্নের জাল বুনেছি দুজন।
যখন ভালোবাসা আমার অভ্যাস তখন আমি তোমার বিরক্তি।
চেনা তুমি পালটে যাচ্ছো খুব, শীতের শুরুতে নতুন পাতায় আমার নাম লেখা নেই।
আর কয়েকটা বসন্ত কি আমার হয়ে থাকতে পারতে না?
তবে কি আমি দূর থেকেই সুন্দর?
আমাদের ভালোবাসার তাজমহল হবে ভেবেছিলাম। এখন ঝড়ে ভেঙে যাওয়া পুরোনো বাড়ির মত অবহেলিত আমি।
তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে সব উজাড় করে দিয়ে ভালোবাসেই যাবো ,আর তুমি দূরে সরে যাবে।
সে হবার নয়।
আমার ভালোবাসার অভ্যাসও হয়তো একদিন নতুন কুড়ি খুজে পাবে।
ভালোবাসাহীন এ নদীতে আমি শুধু ঢেউ হয়ে থাকবো না।
তখন হয়তো তোমার অভ্যাস হয়ে যাবে, আর আমি দূর থেকে আবার হবো তোমার প্রিয়তমা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথম পেইজে একটা পোস্ট থাকলে আরেকটা দেয়ার নিয়ম নাই। আর দৃষ্টিকটুও লাগে। আশাকরি আগামীতে বিষয়টি খেয়াল রাখবেন।

শুভকামনা

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:০৭

অনন্ত গৌরব বলেছেন: পরেরবার খেয়াল রাখবো

২| ১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: বড্ড এলোমেলো, অগোছালো।

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩১

অনন্ত গৌরব বলেছেন: চিন্তাগুলোই হয়তো এলোমেলো বেশি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.