নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনন্ত গৌরব

অনন্ত গৌরব › বিস্তারিত পোস্টঃ

তোমার আমার স্বপ্ন কথন

২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:২৪

একটা বেশি গান হলে কি তোমার আবার ঘুম ভেঙে যায়,
অনেক বেশি শান্ত এখন, চার দেয়ালের ভিতর পাশে।
তুমিও নাকি নিজের কথা নিজেই এখন বলতে পারো?
সুই সুতোতে একটা নতুন প্রেমের চাদর বুনতে পারো।
কথায় কথায় দিন কেটে যায় আমার এতে দোষ কি বলো?
একটা সকাল তোমার চোখের কাজল হয়ে থাকতে বলো।

শুনছো তুমি মন লাগিয়ে আমার লেখা সরল গানে,
তোমার কথাই বলছি আমি, নদীর পাড়ের ভিষন স্রোতে।
দিচ্ছি কথা মন খারাপের গানের সাথে দেবো আড়ি
থাকলে তুমি পুরোনো সব গান পুড়িয়ে দিতেও পারি।
বাসলে ভালো জানিয়ে দিও, হবো না আর দেশান্তরি
তোমায় ছেড়ে এতো বছর আমি কি আর থাকতে পারি?

রোজ সকালে তোমার পায়ে পা দিয়ে হবে ঝগড়াঝাটি,
আমিও রোজই হেরে যাওয়ার শপথ নিতে হবো রাজি।
থাকবে তুমি নুপুর পায়ে, কাচের চুড়ির হাতটা ধরে
এ ঘর থেকে ও ঘর গেলে তোমায় আমি শুনতে পারি।
গোছানো জামা তোমার শাড়ি একটা দুটো স্বপ্ন কুড়ি
আলমারিতে রাখছি তুলে, চাবির খবর নাই বা রাখি।
তুমি আজই আসবে চলে ছোট্ট ব্যাগে স্বপ্ন নিয়ে
ঠিকানা আমি রাখছি তুলে তোমার খোপায় খুব যতনে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:২৯

চাঁদগাজী বলেছেন:



অনেক প্রলোভন, কাজ হতে পারে!

২২ শে জুলাই, ২০২০ সকাল ১০:৩২

অনন্ত গৌরব বলেছেন: ভালোবাসার প্রলোভন

২| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৩

নেওয়াজ আলি বলেছেন: খোপায় একটা লাল গোলাপ

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫২

অনন্ত গৌরব বলেছেন: হতেই পারে

৩| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫২

অনন্ত গৌরব বলেছেন: ধন্যবাদ। এখন কবিতাকে গান করার পালা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.