![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের পাতা ভারি হয়ে আসছে,
ঘুমের গাড়ির ঘন্টা বেজে গেছে।
অতন্দ্র প্রহরী হয়ে তোমার দরজায় দাড়িয়ে থাকবো
এতো টুকু অন্ধকার যেন না হয় তোমার ঘর।
বিষাদের ডাক পিয়ন যেন তোমার বাড়ির আশেপাশেও না আসে।
তুমি রজনীগন্ধা ভালোবাসো?
এক হাজার মালি রাখবো তোমার বাগানে, সাদা ফুলে আকাশ মাটি একাকার হয়ে যাবে।
শুধু দিনের আলোতে তোমার খোপায় ফুল দিতে পারবো না।
চারিদিকে বিষাদের ডাক পিয়নের আনাগোনা।
যদি নজর লেগে যায়?
স্বার্থপরের মত শুধু তোমার প্রহরী হবো।
নাহয় রাজপথে লাশের স্তুপ হয়ে যাক,বাতাস ভারি হয়ে যাক।
তবুও আমি শুধু তোমারই প্রহরী হবো।
০৭ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৩০
অনন্ত গৌরব বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।