নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনন্ত গৌরব

অনন্ত গৌরব › বিস্তারিত পোস্টঃ

জোছনার অসুখ

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৯

তুমি যদি ভাবো খুব ভাবছি তোমাকে।
তবে একমুঠো জোছনা পাঠিও।
আর ঠিকানা তোমার চুলের খোপায় রেখেছিলাম।
চোখ বন্ধ করে খুজে দেখো,স্বপ্নের চোখ দিয়ে।
জানো আমার এইদিকটায় বড় অন্ধকার।
কেমন যেন আলো ফিকে হয়ে আসছে।
প্রথমে ভাবতাম তুমি নেই বলে
তা কি করে হয়?
তুমিতো থাকো আখি পল্লবে,বৃষ্টির টিকিট কেটে রাখা শীতল বাতাসে।
তবে কি এ নশ্বর দেহ পচে যাচ্ছে?
আচ্ছা আমি কি তোমাকেও ভুলে যাবো?
তোমার হাতে হাত রাখা প্রতিটি বিকেল ভুলে যাবো?
যে তোমাকে ভেবেই আমার রাত্রি দিনের দুর পাল্লার ট্রেন আসে
তার কি হবে?
স্টেশনগুলো কি শুধু ঘুমিয়ে থাকবে?
মাঝরাতে কয়েক বগিতে দুঃখ সুখের সুটকেস নামবে না?
আমি কি আর তোমায় ভালোবাসবো না, যেমনটা বেসেছি হাজার বছর ধরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৫ ই আগস্ট, ২০২০ ভোর ৪:৫৮

অনন্ত গৌরব বলেছেন: অনেক ধন্যবাদ । আপনাদের মন্তব্য অনেক অনুপ্রেরণা যোগায়

২| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১:৩৭

নেওয়াজ আলি বলেছেন: অনুপম লেখা I

১৫ ই আগস্ট, ২০২০ ভোর ৪:৫৯

অনন্ত গৌরব বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাদের এক একটা মন্তব্য আবার লিখতে অনুপ্রেরনা দেয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.