নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু হলেও অন্যায়ের প্রতিবাদ করুন

ভালোর স্বপক্ষে থাকুন সে যেই হোক, আর অন্যায়ের বিরুদ্ধে থাকুন সে যেই হোক। বাবা, মা, দল, গোত্র, গোষ্ঠী এসব ভালো কিংবা অন্যায় নির্ধারণ করে না।

বিচার চাই

আমি দুর্নীতি বিরোধী আমি বিচার চাই । আমি ভালোকে সমর্থন করি, আমি অন্যায়কে ঘৃণা করি।

বিচার চাই › বিস্তারিত পোস্টঃ

্কোথায় সবচেয়ে কম খরচে ব্যাংক একাউন্ট খোলা যাবে?

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

্কোথায় সবচেয়ে কম খরচে ব্যাংক একাউন্ট খোলা যাবে?

দয়া করে বলবেন, আপনার জানা মতে কোথায় কম খরচে ব্যাংক একাউন্ট খোলা যাবে এবং সর্বোপরি বাতসরিক খরচ চার্জ কম।

কমেন্ট এ অন্তত ব্যাঙ্কটির নাম লিখুন।

আর বাড়তি কোন তথ্য দিলে ধন্যবাদ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

অনন্ত জীবন বলেছেন: কি ধরনের হিসাব খুলবেন সেটা বিবেচ্য। ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশে হলে সঞ্চয়ী (Savings) হিসাব খুলবেন। মোটামুটি সব ব্যাংকেই নুন্যতম ৫০০টাকা জমা দিয়েই সঞ্চয়ী হিসাব খোলা যায়। অর্ধবার্ষিক ও বার্ষিক ভিত্তিতে চার্জ কাটা হয়। হিসাব খোলার সময় সাধারণত সব চার্জের কথা বলা হয় না। যেমন ডাচ বাংলা ব্যাংক হিসাব খোলার সময় বলে সব ফ্রি অথচ বছর শেষে দেখবেন এক হাজার টাকার বেশি কেটে নিছে। আমি ব্যক্তিগতভাবে পুবালী ব্যাংকের হিসাব ব্যবহার করি। অনলাইন ট্রানজেকশন একদম ফ্রি যেখানে ডাচ বাংলার মত ব্যাংকে অনলাইনে নগদ জমা ও উত্তোলনে অনেক টাকা চার্জ দিতে হয়।

শুভ ব্যাংকিং

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

বেকার সব ০০৭ বলেছেন: যদি কিছু মনে না করেন, ইসলামি ব্যাংককে খরচ কম খবর নিয়ে দেখতে পারেন

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

বিচার চাই বলেছেন: ্চলতি হিসাব খুলতে চাই, মানে টাকা আনা ও নেয়া গেলেই হল।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

বিচার চাই বলেছেন: ্ধন্যবাদ আপনাদের উপকার করার জন্য। কথা সত্য অনেক হিডেন চার্জ রাখে অনেক ব্যাঙ্ক যা পরে বোঝা যায়। তাই আপনাদের কাছ থেকে পরামর্শ নেয়া।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: ডাচ্‌-বাংলা ব্যাংক।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

আঁধার রাত বলেছেন: জনতা অথবা অগ্রনীতে খুলতে পারেন। একেবারেই নাম মাত্র খরচে সেবা পাবেন। অনলাইন লেনদেনও করতে পারবেন বিনামূল্যে। অন্য যেকোন ব্যাংক থেকে কম সার্ভিস চার্জ দিতে হবে। বছরে মাত্র দুইশতটাকা। এটিএম কার্ডও নিতে পারেন। কিউক্যাশের কার্ড দেবে। সারা বাংলাদেশের যেকোন বুথ থেকে টাকা তুলতে পারবেন(অন্য ব্যাংকের বুথ হলে প্রতি বার ১০ টাকা)।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

সাদা রং- বলেছেন: স্টুডেন্টর জন্য একটা এ্যকাউন্ট খোলার ব্যবস্থা করছে আতিউর ভাই আপনি তারসাথে যোগাযোগ করতে পারেন।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮

রাজীব বলেছেন: সরকারি ব্যাংকের মধ্যে কৃষি ব্যংক

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

বাধা মানিনা বলেছেন: ডাকাত-ডাকাত হলো ডাচ বাংলা। আমার একাউন্ট থেকে প্রতি বছরই আমাকে কিছু না জানিয়ে এই ট্যাক্স সেই চার্জ ইত্যাদীর নামে টাকা কেটে রাখছে। কোন নোটিফিকেশনও দেয় না। ষ্ট্যাটমেন্ট তুললে দেখা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.