![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বেশ কয়েক দিন হলো সুভাষ সিংহ রায় কে খুজে ফিরছি। কিন্তু কোনখানেই পাচ্ছিনা। আপনারা কেউ কি তার খোজ দিতে পারবেন??????????
কি ! চিনতে পারছেন না?????? ওই আওয়ামিলীগের বিশিষ্ট নেতা, কারো কারো মতে রাজনীতি বিশ্লেষক, যার উপস্থিতি প্রতিদিনেই কোন না কোন টিভি চ্যানেলের টক শো গুলোতে ছিল, কথায় কথায় কবিগুরুর লেখার রেফারেন্স দিত, উপস্থিত অন্যান্য অতিথিদের পাত্তাই দিতে চাইত না বিশেষ করে দুর্নীতির ধুয়া তুলে বি.এন.পি কে তুলো ধুনো করত।
কি এখনও চিনতে পারছেন না???????
এবার আর একখান পরিচয় দেই তাহলে চিনতে পারবেন আশা করি।
তিনি ছিলেন সোনালী ব্যাংকে পরিচালনা পর্ষদের একজন সদস্য।
কেউ যদি উনার সন্ধান দিতে পারেন তাকে বিশেষ ভাবে ধন্যবাদ দেব। তাকে খুবই দরকার আমার। কারন তাকে পেলে একটু জুতা পেটা করতাম সোনালী ব্যাংকের অর্থ কেলেংকারীর সাথে জড়িত থাকা অভিযোগে। এভাবে সাধারন মানুষের ঘাম ঝরানো জমানো টাকা মেরে দিবেন এটা কোন ভাবে মেনে নিতে পারছিনা।
ধন্যবাদ সবাইকে।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০০
মর্মর বলেছেন: আমাদের বন্ধুমহলে সবাই ওরে নাম দিছে রবীন্দ্রনাথ...খালি কথায় কথায় কবিগুরু।।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১১
রাফসান রাফী বলেছেন: ইহাই কি কবিগুরুর শিক্ষা!!!
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২৮
িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: সুভাষ সিংহ না হেতে সুভাষ কালা বিলাই, আর সুরঞ্জিত চোরার মাসতুত ভাই। হারামজাদারা দেশটারে শেষ কোরে দিলো।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২৯
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: correction.....he was not, but still he is in that position...
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৯
সজিব ইসলাম বলেছেন: দুর্নিতী প্রকাশ হওয়ার পরে উনি সপরিবারে আমেরিকাতে পলায়ন করেছেন সেখানে রবিন্দ্রনাথের সব লিখা গুলো পড়ছেন, আশা কোথও যদি রবিন্দ্রনাথ তাকে বাঁচার উপায় বাতলে দেন। উনাদের গডফাদার গ্রীন সিগনাল দিলে তবে ফেরত আসবেন। আমেরিকার বাংগালি দেশাত্তবোধে জেগে ওঠোন ওকে ধরে জুতা পেটা করুন।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৮
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: ১ নং চাটুকার। I hate him..........
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৬
সিয়ন খান বলেছেন: আমি যতদুর জানি সে একজন ফামাসিষ্ট। আর কিছু জানি না।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫২
জানতে চায় বলেছেন:
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৩
জাহান শাহ বলেছেন: Now he is Editor of ABNEWS24.com
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫৭
বাঁধ ভেঙে যাই....... বলেছেন: bolen ki vai!!!!!!