নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। তাঁকে বাদ দিয়ে নতুন করে গড়া হোক অন্তর্বর্তী সরকার! জাতির উদ্দেশে ভাষণের খসড়াও তৈরি করে ফেলেছিলেন ইউনূস ।।

২৩ শে মে, ২০২৫ বিকাল ৩:৪২






বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন। বৃহস্পতিবার রাতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানিয়েছেন। তার আগে ওই দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘ ক্ষণ বৈঠক করেছিলেন ইউনূস। সেখানেই তিনি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন বলে খবর। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, বৈঠকেই ইউনূস নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেন। জানিয়ে দেন, সেখানে তিনি আর থাকতে চান না। এমনকি, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার পরিচালনা করতে কোথায় কী সমস্যা হচ্ছে, জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তা জানাতে চেয়েছিলেন ইউনূস। আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক ছিল। সেই বৈঠক শেষ হওয়ার পরেও ইউনূস তাঁর উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘ ক্ষণ আলোচনা করেন। সূত্রের খবর, সেখানেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জানান, বাংলাদেশে প্রতি দিনের আন্দোলন, রাস্তা আটকে রেখে দেশের নানা প্রান্তে বিক্ষোভ নিয়ে তিনি সার্বিক ভাবে হতাশ। যে সংস্কারের লক্ষ্য নিয়ে তিনি অন্তর্বর্তী সরকার শুরু করেছিলেন, তাতে বিভিন্ন রাজনৈতিক দল একমত হচ্ছে না। ফলে তিনি কাজ এগোতে পারছেন না। তাঁর কাজে নানা দিক থেকে অসহযোগিতা করা হচ্ছে। বৈঠকে উপস্থিত সূত্রকে উল্লেখ করে প্রথম আলো জানিয়েছে, জাতির উদ্দেশে ভাষণ দিতে চেয়েছিলেন ইউনূস। ভাষণের খসড়াও এক পর্যায়ে প্রস্তুত হয়ে গিয়েছিল। কোথায় কী সমস্যা হচ্ছে, দেশের মানুষের কাছে তা তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধান উপদেষ্টা। তবে পরে জাতির উদ্দেশে ভাষণের সিদ্ধান্ত স্থগিত হয়। পরে তা নিয়ে আবার আলোচনা হতে পারে। ইউনূস একাধিক বার প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচনের আয়োজন করা হবে। কিন্তু এই নির্বাচন নিয়েও বৃহস্পতিবারের বৈঠকে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। দেশের যা পরিস্থিতি, তাতে নির্বাচন হলে তা আদৌ অবাধে এবং সুষ্ঠু ভাবে হবে কি না, তা নিয়ে নিশ্চিত নন খোদ প্রধান উপদেষ্টাই। সূত্রের খবর, ভোটে ব্যালট ছিনতাই আটকানো যাবে কি না, পুলিশ আদৌ ব্যালট ছিনতাই আটকাতে পারবে কি না, ইউনূস নিজেই তা নিয়ে সন্দিগ্ধ। এই পরিস্থিতিতে নির্বাচনে ব্যর্থতা, কাঙ্ক্ষিত সংস্কারে ব্যর্থতার দায় তিনি নিতে চান না বলে জানিয়ে দিয়েছেন।

গত ৫ অগস্ট গণআন্দোলনের চাপে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। তিনি ভারতে চলে আসেন। তার পর ৮ অগস্ট ইউনূসের নেতৃত্বে গড়ে ওঠে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এখন তারাই ক্ষমতায়। কথা ছিল, প্রয়োজনীয় কিছু সংস্কারের পরেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এখনও কোনও নির্বাচন হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের উপর নির্বাচনের জন্য চাপ দিতে শুরু করেছে। তাদের বক্তব্য, ন্যূনতম সংস্কার করেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করুক। বাকি সংস্কারের কাজ নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হোক। রাজনৈতিক দলগুলির চাপ, সরকারি কাজে অসহযোগিতা নিয়ে বিরক্ত ইউনূস তাই দায়িত্ব ছাড়তে চাইছেন, মত বিশেষজ্ঞদের একাংশের। তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে ইউনূসের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আলোচনার পর্যায়ে রয়েছে।






আনন্দবাজার

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২৫ বিকাল ৪:৩৫

কাঁউটাল বলেছেন:

২| ২৩ শে মে, ২০২৫ বিকাল ৪:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: একদম ফালতু পোস্ট করে বেড়াচ্ছেন ! আপনি একসময় রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমাদের বাবার বয়সী আপনি ! আপনার বেসিক সেন্সে কি বলে ? তিনি পদত্যাগ করার মতো কিছু ঘটেছে ?

২৩ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

শাহ আজিজ বলেছেন: না , সবই ইমোশন ,

৩| ২৩ শে মে, ২০২৫ বিকাল ৫:৫২

ফেনিক্স বলেছেন:



প্রশ্ন:

ড: ইউনুস কত সময় ওখানে থাকবে, সেটা কে নির্ধারণ করার কথা, ড: ইউনুস, নাকি আমেরিকান দুতাবাস?

জিয়ার সময় খোন্দকার মোস্তাককে নিয়ে সরকার গঠন করেছিলো আমেরিকা; এবার ড: ইউনুসকে নিয়ে গঠন করেছে; মিল আছে?

৪| ২৩ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫২

কাঁউটাল বলেছেন: খবরটা যখন ফেসবুকে দেখি তখন আমি কলকাতার একটা নিন্মশ্রেনীর হোটেলে শুয়ে আছি। ৫ই আগস্টের পর তিন দিন বনানীতে এক বন্ধুর বাসায় লুকিয়ে ছিলাম। বন্ধু নন পলিটিক্যাল। সাধারন ছেলে। বিশ্ববিদ্যালয় জীবনে ভয় পেয়ে ভাই ডাকতো। ৫ই আগস্টের পর আমি বাপ ডেকে কোনরকম তিন দিন থাকার ব্যাবস্থা করেছি৷ তার মধ্যে একদিন আবার আমার গার্ল ফ্রেন্ডও ছিলো। নারী ছাড়া আমি সরি।
তারপর কোন রকম সীমান্ত দিয়ে কলকাতা এসে জীবন বাঁচাই। বাড়ী ঘর সব পুড়িয়ে দিয়েছে। বাবা ছিল সিএনজি চালক। চালার ঘরে থাকতাম। রাজনীতিতে যুক্ত হয়ে ডুপ্লেক্স বাড়ী করি। বাড়ীতেই টাকা পয়সা গোপন জায়গায় লুকিয়ে রাখতাম। পালানোর সময় কিছু নিতে পারি নাই। সব পুড়িয়ে দিয়েছে। পরিবারকে ঢাকায় পাঠিয়ে আমি কলকাতা চলে আসি। এখানে একটা বাসা ভাড়া নিয়েছিলাম। হাতে কিছু টাকা ছিলো সেটা ই সাথে করে নিয়ে আসি। তা দিয়ে ৩ মাস হোটেলে থেকেছি খেয়েছি। এরপর টাকা শেষ।
আমরা কয়েকজন সাবেক ছাত্রলীগের নেতা মিলে একটা মেসে উঠেছি। মেসের অবস্থাও খারাপ। ১৫০০ টাকা ভাড়া। একটা রুম। একটা বাথরুম। বাথরুমে পানি থাকে না প্রায়ই। আমরা একটা রুমে ৪ জন থাকি। রান্নাবান্না নিজেরা করে খাই। টাকা পয়সার সংকটে কিছুদিন ভ্যানে করে মেয়েদের ব্রা প্যান্টি বেচেছি। পরে কলকাতা পুলিশ ধরে জেলে নিয়ে যায়। আমাদের নেতা জানতে পেয়ে ছাড়ানোর ব্যাবস্থা করেন। নেতা আমাকে ১০ হাজার টাকা দেন। বললেন আর মাত্র কয়টা দিন। ধৈর্য্য ধর! সময় আসবে।
সেদিন মেসে গিয়ে দেখি মালিক বলছে এখনই বাসা ছেড়ে দিতে। বাংলাদেশের কাউকে উনি রাখবেন না। নেতা ১০ হাজার টাকা দিয়েছে। সেটা দিয়ে একটা হোটেলে উঠেছি আপাদত। আমার সাথের সবাই যে যার মতো ব্যাবস্থা করে নিয়েছে। হোটেল ভাড়া ৬০০ টাকা। ছাড়পোকা আছে। ঘুমের মধ্যে বিচিতে কামড় দিয়ে পালিয়ে যায়। আমার চিৎকার দিয়ে কাদতে ইচ্ছে করে। কি জীবন থেকে কি জীবনে এসে পড়লাম।।
সুডকোর ইউনুস পদত্যাগ করতে যাচ্ছে। খবরটা দেখেই দৌড়ে নেতার সাথে দেখা করি। গিয়ে দেখি আমার ইউনিটের আরও অনেকেই সেখানে ছুটে এসেছেন। নেতা বললেন যা মিষ্টি নিয়ে আয়। আমি নেতার দেয়া ১০ হাজার টাকা থেকে ১ হাজার টাকার মিষ্টি নিয়ে এলাম। নেতা বললেন সবাই রেডী হো৷ ব্যাগ গোছা। যেকোনো সময় ডাক আসতে পারে৷ আপা সিগন্যাল দিলেই সবাই দেশে ঢুকে যাব। ব্যাডা আমাদের সময় চলে আইসে। যা যা ব্যাগ গোছা।
মাঝরাতে শুনি ইউনুস পদত্যাগ করবে না৷ খবরটা শুনে সারারাত কেঁদেছি। এর মধ্যে ছাড়পোকা এসে বিচিতে কামড় দিয়ে পালিয়েছে কয়েকবার। সকালে নেতাকে মেসেজ দিয়েছিলাম। নেতা বললেন আমারে মেসেজ দিস না এখন। আমি অসুস্থ। আমি হতাশ হয়ে জানালা দিয়ে তাকিয়ে আছি রাস্তায়। কিছু গাড়ী যাচ্ছে। অল্প বয়সী কয়েকটা মেয়েও আছে রাস্তায়। জিন্স আর গেঞ্জি পড়ে দাঁড়িয়ে আছে। দেখতে ভালো। নারী ছাড়া কতদিন আর থাকা যায়!
যাই, ফেইক আইডি থেকে ইউনুসকে কতক্ষন টিটকিরি মেরে আসি। "পদত্যাগ তো করবে না। সুডখোরের সব নাটক"। এই একই কমেন্ট ১০০ জায়গায় কপি পেস্ট মেরে দিয়েছি। আমি এখন আবার কানব ১০ মিনিট।

৫| ২৩ শে মে, ২০২৫ রাত ৯:০৮

ফেনিক্স বলেছেন:



দুতাবাস ও মিলিটারী মিলে ড: ইউনুসকে সরায়ে দিবে; আমেরিকা উনাকে সুযোগ দিয়েছিলো, উনি শিবির লালন পালন কেন্দ্র খুলে বসেছে।

মিলিটারী দলগুলোর সা্থে ( আওয়ামী লীগও থাকবে ) সমঝোতা করে কিছু একটা করবে।

৬| ২৩ শে মে, ২০২৫ রাত ৯:১০

ফেনিক্স বলেছেন:


৫নং মন্তব্য:

আমি এখানে যা বলেছি, আপনি চাইলে ইহা নিয়ে ১টা পোষ্ট দিতে পারেন; ৫১% সম্ভাবনা আছে যে ইহা ঘটতে পারে।

২৩ শে মে, ২০২৫ রাত ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: আমিও একই ভাবনা ভেবেছি ।

৭| ২৩ শে মে, ২০২৫ রাত ৯:৩০

ফেনিক্স বলেছেন:



আওয়ামী লীগ নেতারা পলায়ন থেকে বের হওয়ার শুরু করছে; ইহাতে সংঘাতের শুরু হবে; ড: ইউনুস তা সামলাতে পারবে না; ফলে, দুতাবাস উনাকে সরাবে।

২৩ শে মে, ২০২৫ রাত ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: হুম ।

৮| ২৩ শে মে, ২০২৫ রাত ৯:৪২

কামাল১৮ বলেছেন: উনার জন্য মঙ্গল হবে,সব দলের অংশগ্রহন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.