নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে

অন্তরপুর

অন্তরপুর › বিস্তারিত পোস্টঃ

ক্যারম খেলা নিয়ে ক্যাচাল, সমাধান চাই।

০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৫০

ক্যারম বাংলাদেশের একটি জনপ্রিয় খেলার নাম। পথে ঘাটে, বাড়িতে, বাজারে, ক্লাবে কোথায় নাই ক্যরম বোর্ড খেলা??

কিন্তু দুঃখজনক হলেও সত্যি খেলাটি এত জনপ্রিয় হওয়ার পরেও এ খেলার নির্দিষ্ট নিয়মাবলী অনেকেরই জানা নাই। যে যেখানে যেভাবে খেলে সেটাই যেন নিয়ম। ফলে অনেক সময় দেখা ছোট খাট ব্যাপার নিয়ে বড় ধরনের ক্যাচাল বেধে যায়।

তেমনি ঘটেছিল গতকাল। আমি ও আমার কলিগেরা মিলে গতকাল ক্যরম খেলছিলাম। হঠাৎ বেধে গেল ক্যাচাল এবং তা অনেকদুর পর্যন্ত গড়িয়েছে। কি নিয়ে ক্যাচাল বলছি শুনুন।





পকেটের নিকটে আমার একটি গুটি দিয়ে বিপক্ষ দলের ২টি গুটি ধরে রেখেছি। বোর্ডে দুই পক্ষেরই আরও ৪/৫টি করে গুটি আছে। এমতাবস্থায় বিপক্ষ দলের এক খেলোয়াড় নিজের গুটি মারতে গিয়ে সরাসরি আমার পকেটের নিকটে যে গুটি দিয়ে ওদের ২টি গুটি ধরে রেখেছি তা ফেলে দেয়। উল্লেখ্য যে ওদের কোন গুটিতে টাচ ছাড়াই আমার গুটিটি ফেলে দেয়। এমতাবস্থায় আমি গুটিটি পকেট থেকে ওঠিয়ে আবার আগের স্থানে রেখে দেই। আমার যুক্তি হলো তাদের কোন গুটি টাচ্ ছাড়াই আমার গুটি সরাসরি পড়ার কারনে গুটিটি আগের স্থানে থাকবে। কিন্তু বিপক্ষ দলের খেলোয়াড় তা মানতে রাজি নয়। তাদের যুক্তি হলো তারা তো ইচ্ছা করে ফেলে দেয় নাই । নিজের গুটি মারতে গিয়ে পড়ে গিয়াছে এবং যেহেতু বোর্ডে আরও অনেক গুটি আছে সেহেতু পড়ে যাওয়া গুটিটি ওঠানো যাবে না।

এটা নিয়েই বেধে যায় ক্যাচাল।।



ব্লগের সব ভাই-বোনেরা অবশ্যই ক্যরম খেলেছেন এবং অনেকেই আছেন যারা খেলাটির নিয়ম কানুন ভাল বোঝেন। আমি মুলত তাদেরই শরনাপন্ন হয়েছি। আসলে সমাধান টি কি হবে।।।।।।।।।



আর হ্যা যদি ক্যারম খেলার লিথিত সংবিধান / নিয়মাবলী থাকে (বাংলায়) তবে অবশ্যই ডাউনলোড লিন্ক দিয়ে সহযোগীতা করবেন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১৫

রুদ্রাক্ষী বলেছেন: আমার জানা মতে গুটি উঠবেনা সেটা তাদের গুটিতে টাচ লেগে পড়ুক বা না ই লেগে পড়ুক। ধন্যবাদ।

১০ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৫৪

অন্তরপুর বলেছেন: আপনার মতামতের কোন রেফারেন্স দিবেন কি?

২| ০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:২৪

শিপু ভাই বলেছেন:
আমরা যেই ক্যারম খেলি সেটা আসলে ক্যারমই না। হাহাহাহ

আসল ক্যারম বোর্ড বেশ ছোট। স্ট্রাইক আর গুটি সেম সাইজ। স্ট্রাইক অনেক সময় পকেটে পড়ে যায়।

১০ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৫৫

অন্তরপুর বলেছেন: অপ্রয়োজনীয় মতামত।

৩| ০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: স্ট্রাইক আমার হাতে। আমি কোন গুটি ফেলব না ফেলব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমার ইচ্ছা হলে বিপক্ষ দলের গুটি ফেলব নিজের গুটিতে টাচ লাগতেই হবে এমন কোন কথা নাই। যেমন ধরেন, কাছের পকেটের কাছে আপনার আমার দুইটা গুটি আছে আমারটা ফেলতে গেলাম কিন্তু আমারটাতে লাগলই না কিন্তু আপনারটা পকেটে চলে গেল। যেতেই পারে আবার এটা আমি ইচ্ছাকৃত ভাবেও করতে পারি। আমার ইচ্ছা। মনেমনে কি ভাবছি সেটা ধরে তো আর হিসাব করা যাবেনা।

তবে ব্লগে যখন ব্যাপারটা এসেছে বুঝতেই পারছি ক্যাচাল বেশ ভালোই হয়েছে ;) ব্যাপারটা তাস খেলা ক্যারাম খেলা এইগুলাতে ক্যাচালই বেশী মজা!

১০ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৫৮

অন্তরপুর বলেছেন: আপনার মতামতের কোন রেফারেন্স দিবেন কি?

৪| ০৯ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৪৭

অদ্ভূত একজন বলেছেন: " গুটিটি পকেট থেকে ওঠিয়ে আবার আগের স্থানে রেখে দেই"-

পরিস্হিনি অনুসারে আপনার নিয়ম ঠিক আছে।

৫| ০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:০৯

কনিফউজড_েনিটেজন বলেছেন: If you sink your opponent's piece, you lose your turn
সুতরাং তারাই সঠিক।


আন্তর্জাতিক ক্যারম ফেডারেশন

View this link

১০ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:০৪

অন্তরপুর বলেছেন: লিন্ক কাজ করে না।

৬| ০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৪

ইয়াংেমন বলেছেন: শিপু ভাই বলেছেন:
স্ট্রাইক আর গুটি সেম সাইজ।

স্ট্রাইক অনেক সময় পকেটে পড়ে যায়।

১০ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১৫

অন্তরপুর বলেছেন: No need

৭| ১০ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৫

আনজান বলেছেন: আপনার কলিগই সঠিক। উনি আপনার গুটি সরাসরি ফেলে দিতে পারবেন, যেহেতু বোর্ডে আপনার আরো ৪/৫ টা গুটি ছিল। আপনার যদি একটি মাত্র গুটি থাকতো, তাহলে সরাসরি আপনার গুটি কে টাচ করতে পারতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.