![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ণবাদী স্বপ্ন যখন বিদ্ধপ্রায়
বেপরোয়া দিকের আলীঙ্গনে
উদ্ধাস্তু সাজ সাজে ।
ফেলে দেওয়া সূতোর বুননে
দাড়িয়ে আছে কিছু রুগ্ন পিরামিড
বাতাসও অবনমিত,
যেন লক্ষনরেখা দেওয়া
চেতনার পরীমন্ডলে
দেবদূত বেশে হাজির।
স্বপ্ন ভাঙার পঙ্গপালেরাও
তাতেও কি রুদ্ধ হয়
রাজতন্ত্রের নেশা?
©somewhere in net ltd.