![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে ভুলাবো বলে
আবছা দেখা দূরবাসী
তরঙ্গের সাথে অনুসন্ধানে
ভাসাডোবার নৃত্যের বাহারি তালে
সিক্ত বর্ণা একা ।
সুখালয়ের অন্ত:পুরের কপাটিকার
রংবদলের সময় হয়েছে
ভুলাতে চেয়েছিলাম
এ মোর বোধহীন বিরহের
অবচেতন ক্রন্দনের ফল।
ঝড়ে পড়া বিবর্ণতা
তোমার পায়ের ছাপ রাখবে বলে
স্বেচ্ছায় মৃত্তিকা প্র্রেম
আর ভুলতে চেয়েছি
তোমার অনিশ্চিত প্রত্যাবর্তন,
ভুলাতে চেয়েছি নিজেকে
স্বপ্নভাঙার পরেও
ভুলসজ্জায় তোমার ভুলের সম্প্রীতি।।
©somewhere in net ltd.