![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে গেলে নীল জোছনার নীলায়
দৃষ্টি হবেনা অভিভূত,
উষ্ণতার বিরহে দিবসপ্রিয়
অপুষ্পক ছোট গাছটির পাতার রং হবে সাদা।
আজ নাহয় চলব
অপ্রকৃতির গর্ভাধানের নৈশভোজে
মিলিয়ে নিয়ে খন্ড উপঢৌকন।
নব্যজুটির বৃষ্টিভেজার চেয়ে
টিনের চালের গোসলখানায়
একা একা ঝর্ণার সাথে,
বেসুরো গলায় রিমঝিমই
অতিশয় চতুর রোমাঞ্চকর।
প্রকৃতি আমার বিমাতা নয়গো,
অমৃতাগীতা তাকে মাতা বলে।
তবু সুন্দরীতমা প্রকৃতির তেজে
বিহ্বল আমার রুগ্ন নিবাস,
তাইতো অপ্রকৃতির টানে
খুজিঁ ফিরি –
LED বা LASER এর বর্ণালী।।
©somewhere in net ltd.