![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একি অপলাপ!!
বিচ্যুতি কিংবা বিক্ষেপণ
চলার পথ হোক অবিরাম
বেদন বিহারের অভিমুখে,
ত্রয়ী সৈনিকের অনাড়াম্বর
কিংবা বেঢপ নিরাপত্তা প্রেম।
পায়ের নিচে শুকনো পত্রাঞ্জলি
ফুরফুর বাতাস এসে শাড়ির ফাঁকে
স্বল্পমূল্যের উদ্বাস্তুর ন্যায় উদ্বেলিত
হোকনা নির্বাচিত নির্বাসন,
এ পথেই হবে অমৃত মন্থন।।
যদি ক্রোধের অনলে অগ্নি ঝড়াও
তাও জলকেলিব সেই অমৃতের সনে,
অনন্ত-অনন্ত ব্যাবধির মাঝেও
সহজাত মিলনের সুর,
এখানেতো কোনো শৃঙ্খল নেই-
উন্মুক্ত বাতায়নে ক্ষনেক্ষনে সুখালাপ
বেশ ভালই আছি
এই নির্বাচিত নির্বাসনে।।।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২
radha বলেছেন: ধন্যবাদ।।আমি জানি।অনেক বছর বাংলা থেকে দূরে তাই।।চেষ্টা করব।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এখানেতো কোনো শৃঙ্খল নেই-
উন্মুক্ত বাতায়নে ক্ষনেক্ষনে সুখালাপ
বেশ ভালই আছি
এই নির্বাচিত নির্বাসনে।।।
ভাবনায় ভাবার বিষয় আছে বটে
৩| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ২:১৯
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৮
radha বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
৪| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ২:৩১
মানসী বলেছেন: ভালো লাগলো।
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৯
radha বলেছেন: অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি নিজেও বানানে খুব কাঁচা, তবুও মনে হচ্ছে আপনার কিছু বানান আবার একটু চেক করা উচিত। অনেক সময় দেখেছি শুধু মাত্র বানান ভুলের কারনে আমার অনেক লেখা পাঠক প্রিয়তা পায় নি।
শুভেচ্ছা জানবেন। আপনার কবিতা ভালো লেগেছে