![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেদনাসিক্ত ন হন্যতে
বেদনাসক্ত হওয়াটাই বিনোদন।
আজ প্রিয় দর্শনের সাথে
কেন যেন চাপান উতর,
তাই দিলাম ছড়িয়ে
প্যাকেট কিংবা ফ্রেম করে
কিছু অনাবৃত হবে,
মিশে যাবে মহাজগতে।
কিছু ফিরে আসবে
গায়ে বুনোলতা পেঁচিয়ে,
আবার খেলবে নাগরদোলায়-
বেখাপ্পা গতির দোলদোলানি
ফের খানিকটা বিয়োজন,
তবুও প্রিয় দর্শন আমারই আছে।।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৯
radha বলেছেন: ধন্যবাদ।আপনিও ভাল থাকবেন।
২| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিছু অনাবৃত হবে,
মিশে যাবে মহাজগতে।
কিছু ফিরে আসবে
গায়ে বুনোলতা পেঁচিয়ে,
আবার খেলবে নাগরদোলায়-
এমনইতো জীবনের যত স্বপ্ন গুলো... যা আপন তা আবার ফিরে আসে মহাকালের পথ বেয়ে..
ভাল লাগল ++++++++++++++
৩| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:১১
radha বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
৪| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৯
সুমন কর বলেছেন: শেষটা ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:২২
সুখী পৃথিবীর পথে বলেছেন: ভাল লাগল। ভাল থাকবেন।