![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর খুঁজতে চাইনা
সেই জোড়া চোখ,
যে চোখের দিকে তাকিয়ে থাকতাম
বায়বীয় সঙ্গমের আগুনের ধোঁয়া দেখতে।
আর কিছুই বাকি নেই
শুধু ছিল মনের অবচেতনায়
পড়ে থাকা অস্পষ্ট অবয়ব।
মনে পড়ে সেই একুশের কথা-
ভাষার জন্য বা উৎসবের হুজুগে
হাজারো মানুষের ভিড়ে,
আমার দেখা সেই জোড়া চোখ।
আর উপচে পড়া ভিড়ের ফাঁকে
মাথা জাগানো ভুল অবয়ব
আবারো মনে পড়ে প্রজাপতি গুহা-
শুনেছিলাম গভীর মনোযোগে
আন্ডারপাসের বিবরণ,
সেই হেঁটে যাওয়া পথের বালু-
গায়ে আসা আলতো বাতাস।
আর সেই চোখ জোড়া,
তবে আর খুঁজতে চাইনা।
অনেক চোখ আছে
সমগ্র সৃষ্টির মাঝে
সবই সুন্দর,সবই জ্বলন্ত।।
২| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১১
radha বলেছেন: ধন্যবাদ।শুভ কামনা রইল
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
খুঁজে যেজন নেবে, সেইজন আসবে সময় মতো
১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১০
radha বলেছেন: ধন্যবাদ কবিতা পড়ার জন্য।ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৭
অন্ধকার রাজ্যের রাজা বলেছেন: অসাধারণ