![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক
তুমি
না,আমার মত তুমি না
তোমার মতই তুমি।
দুই
ভাড়া নিবে ভাড়া
আমার দর্শন
তোমার পছন্দের মূল্যে ??
তিন
নীল নয়
বরং আকাশী বিষ
সাথে শুভ্রতা ফ্রি।
চার
বুক শূন্য
চলে গেছো বলে নয়
ফরম্যাট না হলে কম্পাইল হচ্ছেনা।
পাঁচ
প্রতিদিন অবাক হই
প্রতিদিন স্বাভাবিক
শুধু সাইকেল টা পর্যায় বৃত্ত নয়।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০১
খায়রুল আহসান বলেছেন: চার নম্বরটা চমৎকার!
১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৪
radha বলেছেন: ধন্যবাদ ছোট কবিতাগুলো পড়ার জন্য।ভাল থাকবেন।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪৫
চাঁদগাজী বলেছেন:
"
বুক শূন্য
চলে গেছো বলে নয়
ফরম্যাট না হলে কম্পাইল হচ্ছেনা। "
-ফ্রি ফরম্যাট ভাষার দরকার, লজিক থাকলেই যেন কাজ করে! নাকি লজিকই সমস্যা?
১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২২
radha বলেছেন: নতুন লজিক ইনপুট করার জন্যই ফরম্যাট করা দরকার যেন কম্পাইল করে হৃদয়ে পৌঁছে দেয়।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৭
radha বলেছেন: ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ার জন্য। আপনার আর আপনার সাইটের জন্য রইল শুভ কামনা।