নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আজো তোমার ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই

radha

জানি বেশ ভালো আছ.।.।.।.।

radha › বিস্তারিত পোস্টঃ

রঙমিস্ত্রী

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৪

হাজার রঙের পসরা...
সেখানে বসন্ত ঘর বেঁধেছে অনন্ত কালের জন্য।
জাফরানী এক পাত্র পরিপূর্ণ করে রেখেছে,
আরেক পাত্রে টকটকে কৃষ্ণচূড়ার লাল,
অন্য পাত্রে গাঁধার বোঁটার নীচে থাকা ঘন সবুজ,
অপরাজিতা রেখেছে গাঢ় বেগুনী রঙের গল্প,
চাঁপা ফুলের রঙটা যেন বেশ স্নিগ্ধ!
সবাই মিশে আছে হাজার রঙের মেলা নিয়ে।
এখানে বসন্ত খেলে যায় বিস্তৃর্ণ আঙ্গিনায়।
মৌটুসী'র অপেক্ষায় বাধ্য এক যোগী,
কখন মৌটুসী এই বাগানের ফুলগুলো থেকে মধু আহরণে আসবে!
এমন নির্মল রূপ কেবল পিপাসা বাড়িয়ে যায়।
.
.
হৃদয় আমার ক্লান্তিহীন এক রঙমিস্ত্রী।
তার যে অঙশ জুড়ে বিবর্ণতার ছাপ বাসা বাঁধতে চায়,
সে সেখানে আবার তুলির আঁচড়ে বর্ণিল করে তোলে।
শত শতাব্দী পরে যদি সেখানে আসো,
দেখতে পাবে ছোট ছোট পাতার ফাঁকে দুলতে থাকা কামিনী সৌরভে অম্লান।
বহুকাল পরে প্রথম যেদিন তুমি অর্জুন তলায় দাঁড়াবে,
সেদিন সবুজে উচ্ছল তার যৌবন।
.
অথচ এই হৃদয়ের আঙ্গিনায় একদিন তুমি পা ফেলতে চাওনি।
গাঢ় রঙের গভীরতা তোমায় বুঝতে দেয়নি রঙমিশেল।
রঙমিস্ত্রীর হাতে রঙ ছিল,আরো একটা মন রাঙিয়ে দিতে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১২

পুলহ বলেছেন: ভালো লেগেছে। দ্বিতীয় স্তবকটা বেশি সুন্দর!
শুভকামনা জানবেন

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৫

radha বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।আপনার জন্যও শুভকামনা।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:০৬

চাঁদগাজী বলেছেন:




সুন্দর রূপক; সময়ের সাথে সবকিছু নিজের রং'এ নিজকে সাজিয়ে তোলে, অথবা চায় রংগীন হতে; সুন্দর পদ্য

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৪

radha বলেছেন: সুপ্রভাত।অনেক ধন্যবাদ।লিখতে ভাললাগে,তবে শব্দভাণ্ডার উন্নত নয় বলে লেখা হয়ে ওঠেনা।শুধু পড়তে থাকি সুন্দর লেখাগুলো।ভাল থাকবেন।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৪

বিজন রয় বলেছেন: আপনি আবার নিয়মিত হয়েছেন দেখে ভাল লাগছে।
লিখুন নিয়মিত।

হৃদয় আমার ক্লান্তিহীন এক রঙমিস্ত্রী।
তার যে অঙশ জুড়ে বিবর্ণতার ছাপ বাসা বাঁধতে চায়,
সে সেখানে আবার তুলির আঁচড়ে বর্ণিল করে তোলে।
শত শতাব্দী পরে যদি সেখানে আসো,

.............. এখানে বেশি কাবময়!! সুন্দর।

শুভকামনা রইল।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯

radha বলেছেন: অনেক ধন্যবাদ। নিয়মিত লিখতে ইচ্ছে করে তবে বিসিএস নামক যুদ্ধে নেমেছি দাদা তাই হয়ে ওঠেনা তাছাড়া এত সুন্দর সুন্দর লেখা পড়তেই ভাল লাগে।অনেক ভাল থাকবেন।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে। :)








ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.