নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আজো তোমার ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই

radha

জানি বেশ ভালো আছ.।.।.।.।

radha › বিস্তারিত পোস্টঃ

অঙ্গনা

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

একবার রোদ দেখে ভ্রূকুটি করেছিলে
অসহ্য উত্তাপে ঠিক নয়,
অসংলগ্ন আলোক বর্ণালী দেখে।
সব বর্ষারানী রাই উদ্বেলিত
নিম্ফেট ললিতা থেকে চন্দ্রমুখী
কেউ অন্তর্বেদীতে সুমধ্যমা,
আহা! জেনানাদের আহব
আজন্ম লালিত সংসিদ্ধির আশায় ।
তোমায় একটু স্নাত করবে বলে
মাঝে এক জীর্ণ শীকর
শ্রীহীন অনেকটা অবয়বহীনও বটে
সাধ্য নেই আকাউসটিস ধারাতে প্রবাহিত হওয়ার ,
দেবাঙ্গনাদের আদলে।
পা দুটো কোথায় ,হাত দুটো কোথায়
বুকের এক খণ্ড ছিঁড়ে চলে গেছে অতলে,
তবুও চায় তোমায় ছুঁয়ে দিতে
তবেই হবে সে অঙ্গনা।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

জেন রসি বলেছেন: অঙ্গনা প্রকৃতির সাথে মিলিত হচ্ছে চাচ্ছে, যা তার কাছে অধরা। এমন কিছু? পড়তে ভালোই লেগেছে।

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

radha বলেছেন: ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য ।ঠিক ই ধরেছেন ।শুভ কামনা

২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

খায়রুল আহসান বলেছেন: ভাবনাটা খুব ভাল লাগলো। নামকরণ যথার্থ।
কবিতায় ভাল লাগা + +

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৪

radha বলেছেন: ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য । উৎসাহিত হলাম ।শুভ কামনা

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: বেশ সুন্দর লিখেছেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৬

radha বলেছেন: সাহিত্য ভালবাসি তাই লিখতে চাই ,তবে পারিনা । অনেক ধন্যবাদ । ভাল থাকুন।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্ট প্রহেলিকা পড়েও একটা মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি, সময় করে দেখে নেবেন।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৩

প্রামানিক বলেছেন: চমৎকার লেখা। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.